"নিজের বিয়ে করা স্ত্রী এবং Show Piece"

লিখেছেন লিখেছেন ইঁচড়ে পাকা ২২ নভেম্বর, ২০১৪, ০৫:৩৮:৩৭ বিকাল

গতকাল আমার এক ফুফাতো ভাইয়ের বিয়ে ছিল।



অনুষ্ঠানস্থলে প্রবেশ করা মাত্রই ভাবীকে দেখে ভাইয়াকে বললাম, "ভাইয়া, ভাবীকে একদম Showpiece এর মতো লাগতেছে।" ভাইয়াতো এক্কেবারে ক্ষেপে গিয়ে রেগে আগুন, "বেয়াদবের মত কথা বলতেছিস কেন ???" আমি বললাম, "ভাইয়া, যেমনে সবাই ভাবীকে দেখতেছে, যেভাবে ভাবী পর্দা ছাড়া স্টেজে বসে আছে তাতে উনাকে শোপিচ ছাড়া আর কিইবা বলা যায়??? ভাবীকে দেখে প্রদর্শনীর কোন Showpiece ছাড়া আর কিছু মনে হচ্ছে নাতো।"

ভাইয়া মূহুর্ত খানেক আমার দিকে তাকিয়ে থেকে দ্রুত চলে গেল। আমি মনে মনে তৃপ্তির ঢেকুর তুললাম যে, একজনকে হলেও হক কথা বলতে পেরেছি।

বিষয়: বিবিধ

১৪১৮ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

286874
২২ নভেম্বর ২০১৪ বিকাল ০৫:৫২
নিরবে লিখেছেন : শোপিচ কালচারের মুখে আগুন। এভাবেই হক কথা বলতে থাকুন।
২৩ নভেম্বর ২০১৪ রাত ০৯:০৮
230968
ইঁচড়ে পাকা লিখেছেন : আপনাকে ধন্যবাদ Happy
286877
২২ নভেম্বর ২০১৪ বিকাল ০৫:৫৪
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
২৩ নভেম্বর ২০১৪ রাত ০৯:০৮
230969
ইঁচড়ে পাকা লিখেছেন : আপনাকেও ধন্যবাদ Happy
286896
২২ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৫২
ছালসাবিল লিখেছেন : Thumbs Up Thumbs Up Thumbs Up Thumbs Up
আমার বউ আমি দেখবো, যেমন করে খুশি তেমন করে দেখবো Day Dreaming Day Dreaming
সামনে পিছনে সব দেখবো, কাউকে দেখতে দিবো না Shame On You
বউ আমার হীরের টুকরা, মানিক রতন Day Dreaming Day Dreaming
দেখবো জুরে নয়ন ভরে একাই সারাক্ষন Big Grin Big Grin

(বিশেষ সতর্কতা: বিয়ের প্রস্তাব দিয়েছি, মেয়ে এখনো রাজি হয় নি Wave Punch )

ভাইয়া, যথাযথ কথা তুলে ধরেছেন। আসলেই সো প্চি। Day Dreaming Day Dreaming নিলামে তুলে বিক্রি করা যেতে পারে Punch Day Dreaming
২৩ নভেম্বর ২০১৪ রাত ০৯:০৮
230970
ইঁচড়ে পাকা লিখেছেন : আপনাকে ধন্যবাদ Happy
286904
২২ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:১৫
আফরা লিখেছেন : আপনি ও একটা খারাপ কাজ করেছেন শোপিচের ছবি দিয়ে ।
২৩ নভেম্বর ২০১৪ রাত ০৯:০৯
230971
ইঁচড়ে পাকা লিখেছেন : ভুল ধরিয়ে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ Happy
286936
২২ নভেম্বর ২০১৪ রাত ০৮:৫৭
হতভাগা লিখেছেন : আপনের বউয়েরও এই রকম ছবি কোন ইঁচড়ে পাকা তুলে ফেলবে । মেয়েটাকে দেখে কি মনে হয় যে সে Showpiece হিসেবে প্রেজেন্টেড হয়ে খুবই বিব্রত ?

এত দাম দিয়ে পারলারে গিয়ে সাজছেই তো এভাবে পোজ দিয়ে ছবি তোলার জন্য ।

বর কনের এইসব ছবি খাবার আগে ও পরে তোলা হয় , বিভিন্ন গ্রুপের সাথে । আবার এককভাবেও এখনও কখনও ।

েটা যে কি পেইনফুল তা ভুক্ত ভোগীরাই জানে ।
২৩ নভেম্বর ২০১৪ রাত ০৯:১২
230972
ইঁচড়ে পাকা লিখেছেন : আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমীন।
286955
২২ নভেম্বর ২০১৪ রাত ১০:১৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : পরবর্তিতে কি হবে সেটা ভাবিয়া দেখিয়েন!!!!
২৩ নভেম্বর ২০১৪ রাত ০৯:৫০
230994
ইঁচড়ে পাকা লিখেছেন : আল্লাহ্‌ ভরসা Happy

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File