"নিজের বিয়ে করা স্ত্রী এবং Show Piece"
লিখেছেন লিখেছেন ইঁচড়ে পাকা ২২ নভেম্বর, ২০১৪, ০৫:৩৮:৩৭ বিকাল
গতকাল আমার এক ফুফাতো ভাইয়ের বিয়ে ছিল।
অনুষ্ঠানস্থলে প্রবেশ করা মাত্রই ভাবীকে দেখে ভাইয়াকে বললাম, "ভাইয়া, ভাবীকে একদম Showpiece এর মতো লাগতেছে।" ভাইয়াতো এক্কেবারে ক্ষেপে গিয়ে রেগে আগুন, "বেয়াদবের মত কথা বলতেছিস কেন ???" আমি বললাম, "ভাইয়া, যেমনে সবাই ভাবীকে দেখতেছে, যেভাবে ভাবী পর্দা ছাড়া স্টেজে বসে আছে তাতে উনাকে শোপিচ ছাড়া আর কিইবা বলা যায়??? ভাবীকে দেখে প্রদর্শনীর কোন Showpiece ছাড়া আর কিছু মনে হচ্ছে নাতো।"
ভাইয়া মূহুর্ত খানেক আমার দিকে তাকিয়ে থেকে দ্রুত চলে গেল। আমি মনে মনে তৃপ্তির ঢেকুর তুললাম যে, একজনকে হলেও হক কথা বলতে পেরেছি।
বিষয়: বিবিধ
১৪১৮ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমার বউ আমি দেখবো, যেমন করে খুশি তেমন করে দেখবো
সামনে পিছনে সব দেখবো, কাউকে দেখতে দিবো না
বউ আমার হীরের টুকরা, মানিক রতন
দেখবো জুরে নয়ন ভরে একাই সারাক্ষন
(বিশেষ সতর্কতা: বিয়ের প্রস্তাব দিয়েছি, মেয়ে এখনো রাজি হয় নি )
ভাইয়া, যথাযথ কথা তুলে ধরেছেন। আসলেই সো প্চি। নিলামে তুলে বিক্রি করা যেতে পারে
এত দাম দিয়ে পারলারে গিয়ে সাজছেই তো এভাবে পোজ দিয়ে ছবি তোলার জন্য ।
বর কনের এইসব ছবি খাবার আগে ও পরে তোলা হয় , বিভিন্ন গ্রুপের সাথে । আবার এককভাবেও এখনও কখনও ।
েটা যে কি পেইনফুল তা ভুক্ত ভোগীরাই জানে ।
মন্তব্য করতে লগইন করুন