আগে নিজের ঘর সামলান, পরে অন্যের দোষ খুঁজুন
লিখেছেন লিখেছেন ইঁচড়ে পাকা ০১ নভেম্বর, ২০১৪, ০৩:০৪:১৭ দুপুর
আমরা মুসলমানেরা বর্তমান সময়ে কেবলমাত্র কাফেরদের দোষ ধরার ক্ষেত্রেই তৎপর হয়ে আছি। অথচ নিজদের গুণাবলীর উন্নয়নে কোন অগ্রগতি নেই আমাদের।
আগে ঘর সামলানো নীতি থেকে দূরে সরে গিয়ে আমরা আজ অন্যের ভুল শুধরানোতে ব্যস্ত। অন্যের ভুল আমরা যতই শুধরাই না কেন, নিজের জীবনকে সুন্দর করতে না পারলে আল্লাহর কাছে কোন জবাব দেওয়ার কিছু থাকবে না।
তাইতো কোরআনে আল্লাহ বলেছেন,
তোমরা যা করো না, তা বলো কেন??? (সূরা সফ)
মন্ত্রী সাহেবকে তারানা হালিম হলুদ মাখিয়ে দিয়েছে। এ নিয়ে অনেক লেখা লিখছেন। আপনার পরিবারের ভেতরে পর্দা ঠিক আছে কিনা খেয়াল করেছেন???
পুলিশের ঘুষ খাওয়া নিয়ে আপনার ভীষন মাথা ব্যাথা। অথচ টাকা ছাড়া আপনি কোন ফাইল ছাড়েন না!!!
অন্যের হারাম পথের রোজগার নিয়ে আপনি খুবই চিন্তিত। অথচ সুদী ব্যাংকে টাকা রেখে নিজের সম্পদকে হারাম করে ফেলছেন কিনা ভেবে দেখেছেন কখনো???
রাষ্ট্রের মন্ত্রী-এমপিরা কাড়ি কাড়ি টাকা মারতেছেন। আপনি কারো কাছে ঋণী আছেন, অথচ পাওনাদারকে ঘুরাচ্ছেন কিনা খেয়াল করে দেখেছেন???
কেয়ামতের দিন আগে আপনার কাছে নিজের হিসাব নেওয়া হবে, এইসব মন্ত্রী বা এমপি বা রাষ্ট্রীয় কামলাদের হিসাব আপনার কাছে চাওয়া হবে না।
আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন। তার দ্বীনের পথে শহীদ হিসেবে কবুল করুন। আমীন।
বিষয়: বিবিধ
১৩৮০ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
I am not agree with you.Because someone follow this type of folish principle he/she never ever do any good for society. BUt when you advised someone not to do this or that you must free from that bad habits. for example you advised someone not to take BRIBE, in this case you must be free from that bad habits. Its thus not mean he/she should be free from all shots of bad habits which prevent by SHARIA. Al -Quran told us
তোমরা যা করো না, তা বলো কেন???
মন্তব্য করতে লগইন করুন