লিভটুগেদার

লিখেছেন লিখেছেন মোস্তফা সোহলে ২১ এপ্রিল, ২০১৬, ০৯:২৪:১০ সকাল



আলো ঝল মলে এই ঢাকা শহরে তানিম আজ নতুন নয়।এর আগেও বেশ কয়েক বার এসেছে।দু তিন দিন ঘুরে ফিরে আবার চলে গেছে।

ঢাকা শহর তানিমের একদম ভাল লাগে না।তারপরও উচ্চশিক্ষার ক্ষেত্রে তানিম কে এখন থেকে ঢাকা শহরেই থাকতে হবে।

ঢাকা শহরে তানিমের অনেক আত্বীয়ই আছে কিন্তু তানিম কারও কাছে যায়নি।যাবেই বা কি করে,ঢাকা শহরের এই আত্বীয় গুলো সব মূখেই।

সবাই যার যার মত করে আছে।আত্বীয় শব্দটা মনে হয় এই ঢাকা শহরের জন্য প্রযোজ্য নয়।তাই তো তানিম এসে উঠেছে তার বন্ধুর এক বড় ভাইয়ের কাছে।সুমন ভাই খুবই ভাল মানুষ।আপাতত তানিমের থাকা খাওয়ার ব্যবস্থা তিনিই সব কিছু করেছেন।

সুমন ভাই তানিম কে কোন চিন্তা না করে মন দিয়ে পড়া লেখা করতে বললেন।সুমন ভাই বড় একটা চাকুরি করছেন।একা একটা বাসা ভাড়া করে থাকেন।

একটা রুম বড় আরেকটা ছোট কিচেন আর বাথরুম।আমি ছোট রুমটাতে থাকি।এক জন বুয়া রান্না করে দিয়ে যায়।

সুমন ভাই একদিন রাতে আমাকে বললেন-

তানিম আমি না একটা কাজ করে ফেলেছি।জানতে চাইলাম কি কাজ ভাইয়া?

না মানে আমি কাউকে কিছু না জানিয়েই বিয়ে করে ফেলেছি।তোর ভাবি এখন থেকে এখানেই থাকবে।তুই চিন্তা করিস না তুইও আমাদের সাথেই থাকবি।

তোর কাছে অনুরোধ তুই এই বিয়ের কথা কাউকে বলবি না।এমন কি তোর বন্ধু শামীম কেও না।আমি সুমন ভাইকে কথা দিলাম কাউকেই বলব না।

আজ কাল তো এমন হয়ই।ছেলে মেয়ে দু জনে চুরি করে বিয়ে করে,পরে আবার মা-বাবা মেনেও নেয়।পুতুল ভাবি খুবই সুন্দর।

একটি বেসরকারী বিশ্ব বিদ্যালয়ে হোটেল ম্যানেজমেন্টে পড়ছে।সুমন ভাই আর পুতুল ভাবির সাথে আমার দিন গুলো ভালই কেটে যাচ্ছিল।

এর মধ্যে সুমন ভাই বিদেশ যাওয়ার জন্য ভাল একটা সুযোগ পেয়ে যান।ইংল্যান্ডের একটা সেবা দাতা প্রতিষ্ঠানে সুমন ভাইয়ের চাকুরি হয়ে যায়।

দুই বছরের মাথায় আমি ম্যাচে চলে আসি।পুতুল ভাবিও ম্যাচে চলে যায়।সুমন ভাই বিদেশ চলে যাওয়ার পরে আর তেমন যোগাযোগ হয়নি।

পুতুল ভাবির সাথেও যোগাযোগ হত না।এদিকে আমার পড়া লেখা প্রায় শেষের পথে।সে সময় সুমন ভাই দেশে আসে বিয়ে করতে।

আমার বন্ধুর সাথেও আগের মত যোগা যোগ হত না।শামীম আমাকে সুমন ভাইয়ের বিয়েতে যাওয়ার কথা বলেছিল।কিন্তু আমি সময় করে উঠতে পারিনি।

বিয়ে করে সুমন ভাই বৌ বিদেশ নিয়ে গেছে শুনেছি।আমি যেহেতু জানি সুমন ভাই পুতুল ভাবিকে বিয়ে করেছে তাই ভেবেছিলাম পুতুল ভাবিকে হয়তো এখন আয়োজন করে ঘরে তুলে নিয়েছে।বৌ যেহেতু আমার চেনা তাই অতটা আগ্রহ ছিল না আমার সুমন ভাইয়ের বিয়ে নিয়ে।

আমি এর মাঝে একটা বৃত্তি পেয়ে গেলাম ইংল্যান্ডে দুই বছরের পড়ার জন্য।তারপর একদিন চলে গেলাম ইংল্যান্ডে।সুমন ভাইয়ের ফোন নাম্বার আর ঠিকানা নিয়ে নিলাম যাওয়ার আগে।ইংল্যান্ডে ইতিমধ্যে তিন মাস পার করে ফেলেছি।এখনও একদিনও সুযোগ পায়নি সুমন ভাইয়ের সাথে দেখা করার জন্য।একদিন ফোন দিলাম সুমন ভাইকে।সুমন ভাই আমার ফোন পেয়ে খুবই উচ্ছাসিত হলেন।যেতে বললেন একদিন।কোন এক ছুটির দিনে হাজির হলাম সুমন ভাইয়ের বাসায়।পুতুল ভাবিকে দেখার জন্যও মনটা তর সইছিল না।আমাকে দেখে সুমন ভাই বুকে জড়িয়ে ধরলেন।সুমন ভাইয়ের পেছনে একটা অচেনা নারীকে দেখলাম।সুমন ভাই ঘাড় ঘুরিয়ে আমার সাথে পরিচয় করিয়ে দিলেন,এই তোর ভাবি লিজা।আমি যেন আকাশ থেকে পড়লাম।এই মেয়ে যদি সুমন ভাইয়ের বৌ হয় তাহলে পুতুল ভাবি কই।আমি লিজা ভাবির সামনে সুমন ভাইয়ের কাছে কিছু জানতে চাইলাম না।

দুপুরে খেয়েই বেরিয়ে পড়লাম।সুমন ভাই আমাকে এগিয়ে দিতে এল।এক সময় সুমন ভাই আমাকে বললেন,তানিম আমি তোর মুখ দেখেই বুঝেছি তুই লিজাকে দেখে অবাক হয়েছিস।তোকে একটা সত্যি কথা বলি শোন,আমি আর পুতুল লিভটুগেদার করতাম।সুমন ভাইয়ের এ কথা শুনে আমি আবারও আরেকবার আকাশ থেকে পড়লাম।একটা মানুষ লিভটুগেদার করেছে সেটা কত অবলিলায় আমাকে বলে ফেলল!!

হয়তো পশ্চাত্য কালচারে থেকে সুমন ভাই খুব ফ্রি মাইন্ডের হয়ে গেছে।

দেশ থেকে এই সুদূর প্রবাসে এসে দেখে গেলাম একটা লিভটুগেদার করা ছেলে অনেক সুখে আছে।

দেশে ফিরে গিয়ে কি দেখতে পাব একটা লিভটুগেদার করা মেয়েও অনেক সুখে আছে?

বিষয়: বিবিধ

১৩১৯ বার পঠিত, ১৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

366602
২১ এপ্রিল ২০১৬ সকাল ০৯:৫৮
'আবদুর- 'রাজ্জাক' লিখেছেন : খুব ভাল লাগলো।
২১ এপ্রিল ২০১৬ দুপুর ০৩:২৪
304149
মোস্তফা সোহলে লিখেছেন : ধন্যবাদ রাজ্জাক ভাই
366605
২১ এপ্রিল ২০১৬ সকাল ১০:৪৯
আফরা লিখেছেন : যার নীতি -নৈতিকতা নাই তার লজ্জা নাই যার লজ্জা নাই সে সব কিছু করতে ও বলতে পারে । ধন্যবাদ ভাইয়া ।
২১ এপ্রিল ২০১৬ দুপুর ০৩:২৩
304148
মোস্তফা সোহলে লিখেছেন : আপনাকেও ধন্যবাদ আফরা আপু
366630
২১ এপ্রিল ২০১৬ দুপুর ১২:২৯
ক্রুসেড বিজেতা লিখেছেন : হায় .....! নৈতিকতার এত অধঃপতন!
366632
২১ এপ্রিল ২০১৬ দুপুর ০১:০০
গাজী সালাউদ্দিন লিখেছেন : লিভ টুগেদার তো দেশে থাকতেই করেছে। আর বিদেশ এসে করেছে ভালো কাজটি।
366633
২১ এপ্রিল ২০১৬ দুপুর ০১:২৯
বিবর্ন সন্ধা লিখেছেন : আসসালামু আলাইকুম

এইসব এখন পান্তা ভাত হয়ে যাচ্ছেরে ভাই
২১ এপ্রিল ২০১৬ দুপুর ০৩:২৫
304150
মোস্তফা সোহলে লিখেছেন : ওলাইকুমসালাম।ধন্যবাদ
366643
২১ এপ্রিল ২০১৬ দুপুর ০২:৫২
হতভাগা লিখেছেন : আপনি লিটনের ফ্ল্যাটে উঠেছিলেন
২৪ এপ্রিল ২০১৬ রাত ০৮:০৩
304493
নকীব কম্পিউটার লিখেছেন : পাইছি, সামুতে---
366959
২৪ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৭:৫৬
নকীব কম্পিউটার লিখেছেন : এই গল্পটা কোথায় জানি আগেও আরেকবার পড়েছি!! খুঁজতে হবে।
366962
২৪ এপ্রিল ২০১৬ রাত ০৮:০৪
নকীব কম্পিউটার লিখেছেন : পাইছি সামুতে---
২৫ এপ্রিল ২০১৬ দুপুর ০২:৫১
304553
মোস্তফা সোহলে লিখেছেন : মনে রাখার জন্য ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File