ব্যবসায়ী
লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ২১ এপ্রিল, ২০১৬, ০৯:১৮:২৪ সকাল
সেই ব্যবসায়ী দুনিয়া ও আখিরাতে সম্মানের অধিকারী-
যিনি হালাল ব্যবসা করেন।
যিনি পন্য বিক্রয়ে প্রতারণা থেকে দুরে থাকেন।
যিনি বেশী মুনাফা করা থেকে বিরত থাকেন।
যিনি কর্মচারীদের সাথে উত্তম আচরণ করেন।
যিনি কর্মচারীদেরকে নিয়ে নামায পড়েন।
যিনি হালাল ব্যবসা করেন না,
যিনি প্রতারণার আশ্রয় নেন,
যিনি বেশী মুনাফা করেন,
যিনি কর্মচারীদের উপর জুলুম করেন।
যিনি সুদি কারবারী করেন
যিনি বেনামাযী,
তিনিই ক্ষতিগ্রস্থদের অন্তভুক্ত।
তিনিই দুনিয়াতে লাঞ্চনার শিকার হবেন।
তিনিই আখিরাতে কঠিন পরীক্ষায় পড়বেন।
ব্যবসা খুব পবিত্র। ব্যবসা হালাল। ক্রেতা পন্য ক্রয়কালে বিক্রেতার কথায় বিশ্বাস করে পন্য ক্রয় করেন। ক্রেতার বিশ্বাসের মূল্য দিতে হবে। তাই ব্যবসায়ীদের উচিত পবিত্র ব্যবসাকে সবসময় পবিত্র করে রাখা ও হালাল পথে থাকা।
কিন্ত বর্তমান সময়ে ১০০ ভাগ খাটি ব্যবসায়ী কয়জন আছে চিন্তার বিষয়। যে যাকে পারে ঠকাচ্ছে। সবাই রাতারাতি বড় লোক হতে মরিয়া হয়ে উঠেছে। শোকর শব্দটি ব্যবসায়ীদের ডিকশনারীদের নেই বললেই চলে। এমনটি হওয়া মোটেও উচিত নয়। আল্লাহ সবাইকে বুঝার তওফিক দিন। আমিন।
বিষয়: বিবিধ
১১০৪ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমরা তো আপনাকে ছুটি দেইনি, তবুও বিনা ছুটিতে এতদিন ব্লগে অনুপস্থিত ছিলেন কেন, কারণ দর্শান
বুঝেন ভাইয়া এবার ।
অনেক ধন্যবাদ ভাইয়া ।
মন্তব্য করতে লগইন করুন