এই তো আমার আকাশ
লিখেছেন লিখেছেন মোস্তফা সোহলে ২৫ এপ্রিল, ২০১৫, ০৫:১২:৪২ বিকাল
প্রত্যাশার চাইতে
প্রাপ্তি বেশিই ছিল
তবু কি পেয়েছি আর কি পায়নি
এই হিসাব করাটা কি
অযৌক্তিক নয়
কোনটা যৌক্তিক
আর কোনটা অযৌক্তিক
এই ভেবেই বা সামনে অগ্রসর হয় কজন?
এই তো আমার আকাশ
এখানে সূর্য ওঠেনা
চন্দ্র ওঠে না
তবু গ্রহন লাগে প্রতিনিয়ত।
বিষয়: বিবিধ
৯৯৩ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন