আমি মুসলমান-২ (গল্প), ‘‘জীবনে ঘুষ না খাওয়ার শপথ’’
লিখেছেন লিখেছেন চাটিগাঁ থেকে বাহার ২৫ এপ্রিল, ২০১৫, ০৪:৪৪:১৭ বিকাল
আমি মুসলমান-১, ‘‘মিথ্যাকথা না বলার শপথ’’
....................................................
আমি মুসলমান- ২, ‘‘জীবনে ঘুষ না খাওয়ার শপথ’’
-----------------------------------------------------#
তুহিন ভাল রেজাল্ট করেছে । সপ্তম শ্রেণী থেকে প্রথম হয়ে সে অষ্টম শ্রেণীতে প্রমোশন পেয়েছে। স্কুলের প্রধান শিক্ষক তার ব্যবহার ও মেধায় খুশি হয়ে একটি ছোট এলার্মঘড়ি উপহার দিয়েছেন। তুহিন এসময়ের ভিতর আরও চার ইঞ্চি লম্বা হয়েছে তবে ওজন তেমন বাড়েনি, পাতলা গঠনের আকৃতি যেন চোঁখে পড়ে । তুহিন নিয়মিত পাঁচওয়াক্ত নামাজ পড়ে । ফজরের নামাজের আজানের আগে আগে তুহিনের আম্মু তাহাজ্জুদ নামাজ শেষ করে তুহিনকে ঘুম থেকে ডেকে দেয় ।
তুহিন আগের চেয়ে একটু বেশী চিন্তাশীল গম্ভীর হয়ে গেছে। সবসময় কি যেন সে ভাবে । কোথায় কি যেন সে খুঁজে ফিরে । কি খুঁজে তা সে নিজেও জানেনা ।
আরমানের সাথে তুহিনের সম্পর্ক আগের চেয়েও আরো আন্তরিক হয়েছে । আরমানও পাশ করে তুহিনের সাথে অষ্টম শ্রেণীতে উঠেছে। সে বার্ষিক পরীক্ষায় সব বিষয়ে পাশ না করলেও আগের যেকোন পরীক্ষার চেয়ে ভাল রেজাল্ট করেছে । আরমান এবং আরমানের পরিবার এটা বুঝতে পেরেছে যে তুহিনর সাথে সম্পর্ক আরমানের পরিবর্তনের কারণ ।
একদিন স্কুলের ধর্ম ক্লাসে আকমল স্যারের কিছু কথা তুহিনের ভাবনার জগতকে উলটপালট করে দেয় । আকমল স্যার মূলত তুহিনদের বিজ্ঞান পড়ান । সেদিন ধর্ম শিক্ষক মৌলানা নিয়ামত আলী স্যার ছুটিতে থাকাতে আকমল স্যারের বদলী ক্লাস নিতে আসলেন । এসেই আকমল স্যার বললেন আমি তোমাদের নিয়মিত সিলেবাসের পড়া পড়াবোনা । আমি আজকে তোমাদের সাথে নীতি নৈতিকতার উপর কিছু আলোচনা করব ।
আকমল স্যার বলতে শুরু করলেন, দেখ তোমরা আজকে ছাত্র । একদিন বড় হবে, সমাজে প্রতিষ্ঠিত হবে । কেউ জজবেরিস্টার হবে কেউবা উকিল মোক্তার হবে । আবার অনেকে ডাক্তার ইঞ্জিনিয়ার বা ব্যবসায়ী হবে । যে যেই হউনা কেন যার যার অবস্থানে সে সৎ থাকবে । লোভ করবে না এবং বিলাসীতায় নিমঘ্ন হবেনা, অল্পে তুষ্ট থাকার আপ্রান চেষ্টা করবে । অবৈধ বা অনৈতিক পন্থায় আয় রোজগার করবে না । ঘুষ খাবে না ।
এসময় তুহিন হাত তুলে প্রশ্ন করল স্যার, ঘুষ কি ?
স্যার বললেন, এককথায় ঘুষ হচ্ছে উপরি পাওনা অর্থাৎ নিয়ম মোতাবেক যা পাওয়ার কথা তার চেয়ে অতিরিক্ত বেশী পাওয়া ।
আরমান প্রশ্ন করল স্যারকে, স্যার উপরি পাওনা বা অতিরিক্ত ঘুষ কে দেবে ? কেনই বা দেবে ?
স্যার বললেন অন্যায় আব্দার করে তা আদায় করে নেয়ার জন্য ঘুষ দেয়া হয় ।
যেমন জজকে ঘুষ দেবে ন্যায় বিচার না করে অন্যায়ভাবে ঘুষ দাতার পক্ষে রায় দেবার জন্য ।
ছোটখাট টিকাদার তার সাধ্যের বাইরে বিশাল ব্রীজের কাজ নেয়ার জন্যে ।
ভেজাল উপাদানে তৈরী মানুষের ব্যবহারের জিনিষ ছাড়পত্র নেয়ার জন্যে।
আরো শত শত ক্ষেত্র আছে ঘুষ গ্রহণ করার ।
ঘুষের বিনিময়ে যে কাজ তাতে নিজের, দেশের এবং দেশের মানুষের কারোরই কল্যাণ নিহীত থাকেনা । ঘুষ নেয়া মানে নিজের অর্জিত বিদ্যার সাথে গাদ্দারী করা, নীতিনৈতিকতা বিসর্জন দেয়া । যেকোন ধর্মেই ঘুষ নেয়ার ব্যাপারে বাধানিষেধ আছে । স্যার বললেন আমি আশা করব আজকের পর থেকে তোমরা শপথ নিবে জীবনে কোনদিন ঘুষ নেবেনা, খাবেনা । ক্লাসের সবাই পিনপতন নিরবতায় আকমল স্যারের আলোচনা শুনছিল ।
আব্দুল মালেক তুহিন দাড়িয়ে বলল, স্যার এই আমি তুহিন আপনি এবং ক্লাসের সকলের সামনে ওয়াদা করছি যে জীবনে কোনদিন ঘুষ খাবনা, নেবনা । জীবনকে অনৈতিক বিলাসীতায় নিমজ্জিত করবনা । লোভ করবনা এবং বিলাসীতার জীবনকে পরিহার করব ।
তুহিনের পাশাপাশি তুহিনের বন্ধু আরমান এবং অন্যান্য বন্ধুরা সবাই একবাক্যে তুহিনের শপথের সাথে একাত্মতা ঘোষণা করল ।
.......................................................
আমি মুসলমান-১, ‘‘মিথ্যাকথা না বলার শপথ’’
[বি:দ্র: নামগুলো এবং ঘঠনাপ্রবাহ কাল্পনীক, জীবিত বা মৃত কারো সাথে না মিলানোর জন্য অনুরোধ থাকবে ।]
বিষয়: বিবিধ
১২৮৮ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
প্রকাশ্যে চুমু খাওয়া এই দেশে অপরাধ প্রকাশ্যে ঘুষ খাওয়া নয়!!
ধন্যবাদ আপনাকে । আপনার অনুবাদ গ্রন্থটি কি এখনও প্রকাশিত হয়নি ?
মন্তব্য করতে লগইন করুন