সম্পর্ক

লিখেছেন লিখেছেন মোস্তফা সোহলে ১৪ ফেব্রুয়ারি, ২০১৫, ০৪:৪০:২৫ বিকাল

নতুন করে আর হয়তো

কোন সম্পর্কে জড়াব না

তবু কিছু সম্পর্ক

হয়তো এড়িয়েও যেতে পারব না।

সম্পর্কে যেমন সুখ

আবার মনের যত

অসুখেরও কারন এই সম্পর্ক।

রক্ত মাংস মানুষের সম্পর্ক ছেড়ে

এখন আমি সম্পর্ক করি

প্রকৃতি আর তার বর্নিল উপকরনের সাথে।

সেই সব সম্পর্কের সূত্রে

আমি হয়তো হারিয়ে যায়

কোন এক দূর অজানায়।

জানি না প্রকৃত সুখী হতে পারি কিনা

তাই আবারও ফিরে আসা

সেই রক্ত মাংস মানুষের কাছেই।

বিষয়: বিবিধ

৮৯৪ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

304454
১৪ ফেব্রুয়ারি ২০১৫ বিকাল ০৫:৫০
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : আর নয় ভাই একটা করেই জীবন শেষ Broken Heart Broken Heart Broken Heart

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File