বন্ধু আমি ভাবি তোর কথা

লিখেছেন লিখেছেন মোস্তফা সোহলে ১০ ফেব্রুয়ারি, ২০১৫, ০৩:০৯:২৪ দুপুর

সেদিন হঠাৎ মাঝ রাতে ঘুম ভাঙতেই তোমার কথা মনে পড়ল।তোমাকে এখন আর আগের মত মনে পড়ে না।কথা বার্তা স্পর্শ আর সান্নিধ্যে না থাকলে মনের মাঝে কাউকে খুব বেশি দিন ধরে রাখা যায় না।মাঝ রাতে ঘুম ভেঙে তোমার কথা মনে পড়ল কেন তার কোন কারন খুঁজে পায়নি।তবে বুঝলাম আমার অবচেতন মন ঘুমের মাঝেও তোমার কথায় ভেবে চলে মাঝে মাঝে।

তোমাকে ভাললেগেছিল বলে তোমার বন্ধু হতে চেয়েছিলাম।বেশি কাঠখড় পোড়াতে হয়নি তোমার বন্ধুত্বের জন্য।আমি যে ভাবে তোমাকে গ্রহন করেছিলাম তুমি হয়তো আমাকে সে ভাবে গ্রহন করনি।তাই আজ এই দূরুত্ব।

কত সপ্ন ছিল তোমার মনে।সেই সব সপ্নের হাত ধরে তুমি কি এখনও হেটে বেড়াও?আমারও সপ্ন ছিল,তোমার একজন ভাল বন্ধু হওয়ার।পাশাপাশি থাকার আজীবন।আমি জানি আমার সব সপ্ন গুলো কেমন খাপ ছাড়া।বাস্তবতার দিকে চোঁখ মেলে তাকাবার সময় তখন ছিল কই।

কি অদ্ভুত তাই না এই যে রাত দুপুরে আমি তোমার কথা ভেবেই চলেছি অথচ তুমি জানই না।তুমি ও হয়তো কোন এক সময় বেখেয়ালে আমার কথা ভাব।আমার কথা মনে পড়লে তোমার বুকের মাঝ থেকে কি কখনও দীর্ঘশ্বাস বেরিয়ে আসে?

ভালবাসা মাপা যায় না তানা হলে আমি তোমাকে কতটুকু ভালবাসি সেটা মেপেই দেখাতাম।আর তোমার ভালবাসাটাও মেপে দেখতাম।

তোমাকে ভুলে যাবনা কখনও ,আমার কাছে এই কথাটিই সবচেয়ে মিথ্যা মনে হয়।মানুষ ভুলতে চাই না কিন্তু এই স্বার্থপরতার দুনিয়ায় ভুলে যেতে হয় অনেক কাছের মানুষকে।

কিছু ভুল হয়তো আমারই ছিল।আমি তোমাকে সত্যিকারের ভালবাসাটা বাসতে পারিনি।তুমিও কি পেরেছিলে আমাকে সত্যিকার ভালবাসতে?

আজ একটা সত্যি কথা বলি আমি তোমাকে এখনও ভালবাসি কিন্তু তোমার প্রতি একরাশ অভিমান আমাকে তোমার কাছে যেতে দেয় না।

তবুও মাঝে মাঝে সব অভিমান ভুলে তোমার কাছে ছুটে যেতে ইচ্ছে করে।তোমার বুকে মাথা রেখে বলতে ইচ্ছে করে -ভালবাসি

বিষয়: বিবিধ

১৯৩৯ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

303805
১০ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০৩:১৮
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
303834
১০ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৯:১১
আফরা লিখেছেন : ভুলে যাওয়াই ভাল মনে হয় ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File