ক্ষমতায় আরোহণে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট কোন পথে?
লিখেছেন লিখেছেন আমি অরন্য ১০ ফেব্রুয়ারি, ২০১৫, ০৩:২২:৫৭ দুপুর
টানা অবরোধ ও হরতাল ডেকে মাঠে নেই বিএনপি। আন্দোলন সফল করতে কোন রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে না থেকে যাত্রীবাহী গাড়িতে পেট্রোলবোমা মেরে মানুষ হত্যাসহ জঙ্গী কায়দায় সন্ত্রাস-নাশকতায় জড়িয়ে পড়েছে। এ অপকর্মের জন্য অনুতপ্ত না হয়ে চোরাগোপ্তা হামলা চালিয়ে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি ও জনমনে আতঙ্কের সৃষ্টি করে দলটি এখন জনরোষের মুখোমুখি হয়েছে। এদিকে হরতাল অবরোধ চলাকালে কার নির্দেশে নাশকতা চালানো হচ্ছে, কোথা থেকে নির্দেশ আসছে এ নিয়ে খোদ বিএনপিরই অনেক নেতাকর্মী বিভ্রান্ত। আর দলের নিয়ন্ত্রণও এখন এক কেন্দ্রে নেই। কারণ, আন্দোলন শুরুর পর থেকেই দলের পক্ষ থেকে প্রায় প্রতিদিনই বিভিন্ন পদে থাকা নেতাদের নামে দুপুরে একরকম, বিকেলে আরেকরকম এবং রাতে অন্য একরকম বিবৃতি আসছে। ৬ জানুয়ারি থেকে শুরু হওয়া টানা অবরোধের মধ্যে দফায় দফায় হরতাল দিয়ে বোমাবাজি, ট্রেনের ফিসপ্লেট খুলে দেয়া, যানবাহন ভাংচুর, অগ্নিসংযোগের মধ্য দিয়ে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি করে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। তাদের নাশকতার ছোবলে সারাদেশে এ যাবত প্রায় ৮০ জন মারা গেছে। এর মধ্যে অন্তত ৫০জনকে হত্যা করা হয়েছে যাত্রীবাহী গাড়িতে পেট্রোবোমায় পুড়িয়ে। এ ছাড়া তারা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে কয়েক হাজার যানবাহন। বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের এবারের আন্দোলনের ছক এঁকেছে স্বাধীনতাবিরোধী জামায়াত-শিবির চক্র। আর এ কারণেই এবারের আন্দোলনে দেশ ও জনগণের কোন স্বার্থকেই আমলে নিচ্ছে না তারা। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াও যে কোন কিছুর বিনিময়ে আরেকবার ক্ষমতায় যাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছেন। আর লন্ডন থেকে তারেক রহমানও নীল নকশা একে নির্দেশনা দিচ্ছেন। কিন্তু এদেশের জনগণ এখন সচেতন নাগরিকের ভূমিকায় থেকে সকল ধরনের অপকর্মের বিরুদ্ধে জবাব দিয়ে যাচ্ছে। সুতরাং তাদের এই নীল-নকশা কখনো বাস্তবায়ন হবে না।
বিষয়: বিবিধ
৭৭১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন