বাস্তবতার দেওয়াল
লিখেছেন লিখেছেন মোস্তফা সোহলে ২০ জানুয়ারি, ২০১৫, ০৫:২৩:৫০ বিকাল
দেওয়াল টপকেছি
ভেঙেচুরে নয় মনে-মনে।
মনে জোর থাকলে
মনে-মনে ভাঙা যায় অনেক কিছুই।
মন দিয়ে সব কিছু
ভেঙে দিতে শেখ
তা না হলে তোমার মনটাই ভেঙে যাবে।
পাথরে গড়া মনও আছে
চারপাশে গভীর দৃষ্টি দাও
ঠিকই তোমার দৃষ্টিগোচর হবে
পাথরে গড়া মন গুলো।
মনে মনে হয়তো
পার হওয়া যায় কংক্রিটের দেওয়াল
তবু বাস্তবতার দেওয়াল পার হতে
এই মনের যত সংশয়।
বিষয়: বিবিধ
৯৪৬ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মনে-মনে ভাঙা যায় অনেক কিছুই।
যা কৈলেন চরম
মন্তব্য করতে লগইন করুন