পদ্মা সেতু আর স্বপ্ন নয় ॥ বর্তমান সরকারের পরিকল্পনা ও দক্ষ নজরদারিতে দ্রুত গতিতে এগিয়ে চলছে দেশের সর্ববৃহৎ এ সেতুর কাজ

লিখেছেন লিখেছেন আমি অরন্য ২০ জানুয়ারি, ২০১৫, ০৬:১৫:৫৫ সন্ধ্যা



দ্রুত এগিয়ে চলছে দেশের সর্ববৃহৎ অবকাঠামো পদ্মা সেতুর কাজ। গত ডিসেম্বর পর্যন্ত মূল সেতু, নদী শাসন, সংযোগ সড়ক, তদারকি ও পরিবেশ কার্যক্রমসহ অন্যান্য অংশ মিলে বাস্তবায়ন হয়েছে ৩৪ দশমিক ১২ শতাংশ কাজ। চলতি বছরের জুনের মধ্যেই শেষ হচ্ছে ভূমি অধিগ্রহণ, এর পরেই লক্ষ্যমাত্রা অনুযায়ী শেষ হবে পুনর্বাসনের কাজও। নতুন করে পদ্মা সেতু এলাকায় একটি জাদুঘর স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে। এ বিষয়ে শীঘ্রই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ এবং পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের সিদ্ধান্ত নেয়া হয়েছে। পদ্মা সেতুর কাজের অগ্রগতির বিষয়টি সামষ্টিক অর্থনৈতিক বিষয় হিসেবে এর অগ্রগতি খতিয়ে দেখছে পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ (জিইডি)। উচ্চতর প্রবৃদ্ধি করতে হলে মেগা প্রকল্পগুলোর দ্রুত বাস্তবায়ন করতে হবে। সে লক্ষ্যে কাজ করছে সরকার। মূল সেতু নির্মাণসহ প্রধান কার্যক্রমগুলো ধরলে এখন পর্যন্ত সেতুর কাজ ১৫ শতাংশ বাস্তবায়ন হয়েছে। বর্তমানে যেভাবে কাজ এগিয়ে চলছে এতে নির্দিধায় বলা যায়, ২০১৮ সালের মধ্যেই এ সেতু দিয়ে যান চলাচল শুরু হবে। বর্তমানে সরকারের পরিকল্পনা ও লক্ষ্য অনুযায়ী দ্রুত কাজ এগিয়ে চলছে।

বিষয়: বিবিধ

৭৭৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File