কিছুটা শূন্যতা
লিখেছেন লিখেছেন মোস্তফা সোহলে ২৯ নভেম্বর, ২০১৪, ১১:৫৯:১০ সকাল
সোনালী রোদে আকাশটা ঝক-ঝক করছে।আকাশের মনটা যতই ভাল হয় ফাহাদের মনটা ততই খারাপ হয়।ফাহাদের মন খারাপের কারন হল ফারহানার সাথে ওর দীর্ঘ ষোল দিন দেখাও নেই কথাও নেই।ফোনটা যে কি করেছে ফারহানা লাইনই ঢুকছে না।ওর মোবাইলে কি নেটওয়ার্ক নেই নাকি ওর কাছ থেকে মোবাইল কেড়ে নিয়ে নেওয়া হয়েছে।আচ্ছা ফারহানা কেমন মেয়ে এত দিন হয়ে গেল বাইরে থেকে তো ফাহাদের ফোনে একটা কল দিতে পারত।এই মূহুর্তে ফাহাদের মনে হচ্ছে পৃথিবীতে মেয়ে জাতীরা বড়ই নিষ্ঠুর।আচ্ছা মেয়েরা সুখে থাকলে কি অন্য সবার কথা ভুলে যায়।ফাহাদের মাঝে-মাঝে খুব ইচ্ছে করে মেয়ে হতে।মেয়ে হয়ে জানতে ইচ্ছে করে মেয়েদের মনটা কেমন।আসলে ছেলেদের মনটাই বেশি ভাল বেশি আবেগ প্রনব।এই একই জন্মে কোন মেয়ে যদি ছেলে হতে পারত তাহলে হয়তো তারা ছেলেদের ভালবাসার গভীরতাটাকে বুঝতে পারত।
জনতা এক্সপ্রেস চলেছে সিলেটের দিকে।ট্রেন যখন সিলেটের হরিনাকুন্ডুতে থামল তখন সূর্য পশ্চিমে হেলে পড়েছে।ফাহাদ যাবে মাধব কুঞ্জে।ওখানেই নাকি ফারহানার খালার বাড়ি।ফাহাদ আর ফারহানার ভালবাসার তরী যখন পাল তুলে চলছিল তখন সেটা একান থেকে ও কান হতে বেশি দেরি লাগেনি।তাই ওর মা-বাবা সেই সাতক্ষিরা থেকে ফারহানার খালার বাড়ি সিলেটে পাঠিয়ে দিয়েছে।যাতে করে ফাহাদ ও ফারহানার ভালবাসার পাল তোলা নৌকাটা লন্ড ভন্ড হয়ে যায়।কিন্তু এই ষোল দিনে ফাহাদের ভালবাসাটা প্রচন্ড থেকে প্রচন্ডতর হয়েছে ফারহানার প্রতি।ফারহানার ও কি ফাহাদের মত একই অবস্থা?ফাহাদের তো মনে হয় না।তাহলে এতদিনে একটা কল নিশ্চয় পেত ফাহাদ।আবারও ফাহাদের মনে হল মেয়ে জাতীরা বড়ই নিষ্ঠুর।ফাহাদের যদি ফারহানার প্রতি প্রচন্ড ভালবাসা নাই থাকত তাহলে কি সে সুদূর সাতক্ষিরা থেকে এই সিলেটে ছুটে আসত।থাক এসব কথা এখন যেতে হবে মাধব কুঞ্জ।ওখানে ফাহাদের এক বন্ধু থাকে।তা ভরসায় হরিনাকুন্ডু থেকে মাধবকুঞ্জ।তা না হলে ফাহাদকে হরিনাকুন্ডুর এক হোটেলেই থাকতে হত।তাতে সমস্যা ও ছিল।হোটেল ভাড়া,আবার প্রতিদিন হরিনাকুন্ডু থেকে মাধবকুঞ্জ ষোল কিঃ মিঃ যাতায়াত খরচ।ফাহাদ শুধু এতটুকু জানে ফারহানার খালা বাড়ি মাধবকুঞ্জ।কিন্তু মাধবকুঞ্জের ঠিক কোথায় তা সে ভাল করে জানে না।ফারহানার মোবাইল খোলা থাকলে অবশ্য সমস্যা হত না।টেক্সি ক্যাবে করে ফাহাদ যখন মাধবকুঞ্জের দিকে রওনা দিয়েছে তখন পৃথিবীর বুকে সন্ধ্যা নামতে শুরু করেছে।রাস্তার দুধারে অনেক টিলা,টিলার উপরে সুদৃশ্য চা বাগান।কিছু দূর গিয়ে শুরু হয়েছে পাহাড়ি রাস্তা।গাছে-গাছে পাখিদের রাত্রি যাপনের ব্যস্ততা।সত্যি সে এক নয়নাভিরাম দৃশ্য।সিলেটে এই সবুজের মেলা আর সুদৃশ্য চা বাগান কারও মন কেড়ে নিতে এক মিনিটও লাগবে না।বাসা থেকে ফাহাদ যে টাকা এনেছে তাতে করে কত দিন এখানে থাকতে পারবে কে জানে।যত তাড়াতাড়ি পারা যায় ফারহানাকে খুঁজে বের করতে হবে।কত কথা জমে গেছে ফাহাদের ফারহানাকে বলার জন্য।ফারহানারও কি অনেক কথা জমে গেছে ফাহাদকে বলার জন্য।ফাহাদের তো মনে হয় না।ওর মনে অনেক কথা জমলে নিশ্চয় ফাহাদের কাছে এতদিনে একটা কল করত।একরাশ অভিমান জমতে শুরু করে ফাহাদের মনে।সুদৃশ্য নয়নাভিরাম প্রকৃতু দেখতে দেখতে ফাহাদ এসে পৌছল মাধবকুঞ্জে।
সারাদিন শুয়ে থাকা আর এই মাধবকুঞ্জ ঘুরে ঘুরে ফারহানাকে খোঁজা ছাড়া আর কোন কাজ নেই ফাহাদের।ফাহাদের বন্ধু সাম্য অবশ্য অনুতপ্ত কারন ফাহাদকে সে একদম সময় দিতে পারছে না।একটা বে সরকারি প্রতিষ্ঠানে চাকুরি করে সাম্য।এখন খুব কাজের চাপ চলছে।প্রতিদিনই অফিস থেকে ফিরতে রাত আটটা বেজে যায় সাম্যর।ফ্রেস হয়ে খেয়ে টিভি দেখতে দেখতে দশটা খুব তাড়াতাড়িই বেজে যায়।দশটা বাজলেই সাম্য ঘুমাতে চলে যায়।কিছু দিন পরে কাজের চাপ কমবে তখর সাম্য ফাহাদকে ফারহানাকে খোঁজার ব্যাপারে সহযোগীতা করবে।সাম্য অবশ্য খুব আগ্রহী ফাহাদ ও ফারহানার প্রেমের ব্যাপারে।সাম্য যে বাড়িতে থাকে সেটা একটা টিলার উপরে।চারিদিকে গাছ গাছালিতে ভরা।ফাহাদের দিন গুলো একেবারে খারাপ যাচ্ছে না।অনেক রকমের ভাবনা ভাবতে ভাবতে কখন যে সময় পার হয়ে যায় ফাহাদ টেরই পাই না।ফাহাদের ভাবনা গুলো বেশির ভাগই ফারহানাকে নিয়ে।ফাহাদের মাথায় ভাবনার নেটওয়র্ক সব সময় ফুল থাকে।
আজ ঘুরতে ঘুরতে ফাহাদ যে দিকে এসেছে সেদিকটা কিছুটা সামান্তরাল।জনবসতিও ঘনো।আন মনে হাটতে হাটতে ফাহাদ দেখতে পায় একটা দেওয়ালে লেখা আছে, ফর গেট মি আমাকে ভুলে যেও না।ফাহাদ ভাবে নিশ্চই কোন প্রেমিক তার প্রেমিকার উদ্দেশ্য এই কথাটা লিখে রেখেছে।আচ্ছা এই লেখাটা তো কোন প্রেমিকা ও লিখতে পারে।না এমন স্থানে কোন প্রেমিকা এটা লিখতে পারবে না।তাছাড়া প্রেমিকদের মত প্রেমিকারা অতটা রোমান্টিক নয়।হঠাৎ এমন সময় ফাহাদের ফোনটা বেজে ওঠে।স্কিনে ফারহানার নামটা দেখে ফাহাদের মনটা আনন্দে নেচে উঠে।
কলটা রিসিভ করতেই ফাহাদ শুনতে পায় ফারহানা বলছে,ফাহাদ কেমন আছ?
তারপর হ্যালো বলতেই লাইনটা কেটে যায়।ফাহাদ অনেক চেষ্টা করেও ফারহানার ফোনে লাইন ঢোকাতে পারে না।বার বার সেই একটি কথায়,দুঃখিত এই মূহুর্তে মোবাইলে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না।
আচ্ছা মোবাইল নেটওয়ার্ক কেন ভাবনা নেটওয়ার্কের মত হয় না?
বিষয়: বিবিধ
১২৫৭ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন