জীবনের প্রথম প্রেম পত্র

লিখেছেন লিখেছেন চোরাবালি ২৯ নভেম্বর, ২০১৪, ১২:০৫:৪৭ দুপুর

আজ আর রক্ষা নাই সব ফাঁস করে দিব জস্মুখে।

ঘটনাটি যখন ইন্টারমিডিয়েটে পড়ি। পড়ালেখা তেমন ভাল না বা ফেলটুস লেভেলের হলেও গল্পের বই পড়ায় ছিল সেই এক নেশা। নেশাটা ছিল মাদকের মত যাই করি না কেন ক্লাসের পড়া না পড়লেও গল্পের বই পড়তে অনাগ্রহ ছিল না কখনও। তাই বইয়ের সাথে গল্পের বই থাকত দু্'একটা সর্বদায়। আর তাতে বেশ পরিচিতও ছিল আমার। যেখানে কোন লাইব্রেরী থাকত ভাব জমাতে চেষ্টা করতাম; কিন্তু ব্যবসায়ী লাইব্রেরীয়ান বুঝে ফেললেও এলাকার বড়ভাইদের অথবা তাদের বন্ধুদের একটু প্রশংশা করে বই ধার নিতে ভুলতাম না। আর ধারের বই আমার কাছ থেকে প্রথমে ফেরত যেত ১০০% আর পরতর্বীতে ৫০%এর উপরে কখনই না।

একবার কলেজের লাইব্রেরীয়ান ডেকে যথারিতী অপমান করে বলল তুমি তো লাইব্রেরী খালি করে ফেললা; তোমি ইস্যু না পেলেও ইস্যুর দেয় সু সম্পর্কের কারণে কিন্তু তুমি তো বই ফেরত দাও না। যা হউক সে অপমান গায়ে ধরেনি আর তিনিও বেশী কথা বলেন নাই কারণ বেশী বললে আবার না তার প্রতিদিনের সিগেরেট কিনতে হয়। আমার প্যাকেট যদি অফ হয়ে যায় কেও আর এত খাতির করবে না সিগেরেট নিয়ে।

আর এই বইয়ের সুবাদে আপু নাতনির অভাব ছিল না। সবাই সাথেই ভাল সম্পর্ক। আবার সেই বই ধারও নিতে বেশ সকলেই এ হাত থেকে ও হাত কারণ অন্য যাদের বই পড়ার নেশা ছিল আমার মত বই কালেকশনের এত সোর্স ছিল না।

কলেজের বারান্দায় সাইকেল রেখে দোতলায় উঠতেই ক্লাস ১০এর এক মেয়ে বলল- ভাইয়া শোনেন; এই বইটা আপনার; আমি চিরহরিৎ ভাইয়ের কাছ থেকে নিয়েছিলাম। কথা আমি মেয়েদের সাথে খুবই কম বলি যদি না সে আপু গোত্রের বা সিনিয়র না হয় (আর বই ধার না দিতে পারলে তো ফিরেও তাকায় না) তাই কথা না বলে সোজা উপরে উঠে গেলাম বই নিয়ে। পেছন থেকে পাশে থাকা একটি মেয়ে বলল ভাইয়া বইয়ের ভিতর একটা জিনিস আছে।

সব কিছুতেই হাসি রহস্য করে কথা বলি তাই ক্লাসে ঢুকে চিরহরিৎকে ডেকে বললাম তোমার ছোটবোন বলল বইয়ের ভেতর না-কি আছে; দেখতো কি।

সে বেশ আগ্রহ নিয়ে খুলেতেই বের হল চিরকুট- হুবুহু মনে নেই তবে এরকম ছিল- আপনার সাথে কোন সম্পর্ক হতে পারে না? আপনাকে আমার অনেক পচ্ছন্দ- আই লাভ ইউ।

যাতে দুই লাইনের চিরকুটে ৩টা বানান ভুল ছিল। ঠোটকাটা বাবলু কিছুক্ষণ পরেই গিয়ে মেয়েটিকে ডেকে বানান ভুলের কথা বললে সে আর কোনদিন সামনে পড়ে নাই মেয়েটিকে। হয়তো ভুলের লজ্জায়।

বিষয়: বিবিধ

৩৫০৬ বার পঠিত, ২৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

289456
২৯ নভেম্বর ২০১৪ দুপুর ১২:১৯
মু নূরনবী লিখেছেন : হাহাহা...

আপনি এত বেরসিক ছিলেন ক্যারে Winking

ভাবী কি আপনার ব্লগ পাতা দেখে? ;Winking

সন্দেহের বাতিক ইজ এ কমন ফেনোমেনন অব এভরি ফিমেইল! Crying
২৯ নভেম্বর ২০১৪ দুপুর ১২:২৫
233144
চোরাবালি লিখেছেন : আর কি কন; বিয়ের পর তার শখ হল আমার মোবাইল সীম ব্যবহার করবে যদি কারো সাথে সম্পর্ক থাকে তো দিলাম সীম ব্যবহার করতে দিলাম; ২মাসের মাথায় এলাহী কান্ডকারখানা করে সীম দিল ফেরত। তুমি এত খারাপ এত মেয়ে তোমার কাছে ফোন করে আল্লাহ জানে কত জনার সাথে তোমার সম্পর্ক।
২৯ নভেম্বর ২০১৪ দুপুর ১২:৪৪
233151
মু নূরনবী লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
289461
২৯ নভেম্বর ২০১৪ দুপুর ১২:২৯
হতভাগা লিখেছেন :


বেচারীর চোরাবালিতে পড়ার শখ হইছিলো
২৯ নভেম্বর ২০১৪ দুপুর ১২:৩৬
233149
চোরাবালি লিখেছেন : বাঁচিয়েছিল আমাকে।
289463
২৯ নভেম্বর ২০১৪ দুপুর ১২:৩০
দ্য স্লেভ লিখেছেন : মজা পেলুম Happy
২৯ নভেম্বর ২০১৪ দুপুর ১২:৩৭
233150
চোরাবালি লিখেছেন : ধন্যবাদ আপনাকে। সামনে আরো মজাদায়ক ঘটনা আছে
289467
২৯ নভেম্বর ২০১৪ দুপুর ১২:৪৪
কাহাফ লিখেছেন :

মজাদার সুস্বাদু ব্লগ পরিবেশনার জন্য ..
'আই লাভ ইউ'
Eat Unlucky Music
২৯ নভেম্বর ২০১৪ দুপুর ০২:৩৮
233161
চোরাবালি লিখেছেন : আই লাভ ইউ too
289469
২৯ নভেম্বর ২০১৪ দুপুর ১২:৫২
সুশীল লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
২৯ নভেম্বর ২০১৪ দুপুর ০২:৩৮
233162
চোরাবালি লিখেছেন : ধন্যবাদ আপনাকেও
289472
২৯ নভেম্বর ২০১৪ দুপুর ১২:৫৫
প্রেসিডেন্ট লিখেছেন : আপনি বড্ড বেরসিক। Tongue Tongue
২৯ নভেম্বর ২০১৪ দুপুর ০২:৩৯
233163
চোরাবালি লিখেছেন : বেশী রসিক হতে গেলে যে নিজের পিঠের চামরা বাঁচানো সম্ভব ছিল না কোন কালে
289473
২৯ নভেম্বর ২০১৪ দুপুর ১২:৫৫
অবাক মুসাফীর লিখেছেন : ha ha ha ... Berry berry paany.
২৯ নভেম্বর ২০১৪ দুপুর ০২:৩৯
233164
চোরাবালি লিখেছেন : Thank you
289509
২৯ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:০৯
ভিশু লিখেছেন : বানান ভুলগুলা ইগনোর করা উচিত ছিল - বেশি আবেগে ওর্কোম হতে পারে... Tongue কিন্তু সেইদিন কি আর আসবে? Rolling Eyes Sad Broken Heart Chatterbox Whew! Day Dreaming
২৯ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:৩১
233185
চোরাবালি লিখেছেন : রেলমন্ত্রীর বয়সে যদি আসে তাই হলে ধরে নিতে হবে পুরুষের মৃত্যুর আগ পর্যন্ত আসবে।
289532
২৯ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:৩০
আফরা লিখেছেন : বানান ভুল হতেই পারে তাই বলে মানুষকে এমন করে লজ্জা দেয়া ঠিক নয় ------।

২৯ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:৩৬
233193
ভিশু লিখেছেন : ঠিক বলেছেন আফরা। আপনাকে সান্ত্বনা...Yawn
সহানুভূতি জানবেন... Sad
২৯ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:৩৮
233196
চোরাবালি লিখেছেন : আমিতে ভেবেছিলাম লজ্জাহীনা; ক্লাস টেনে পড়ে যদি প্রেম পত্র লেখার শাহস পায় তাহলে লজ্জার মাত্রা কত বোঝেন। আর সব থেকে বড় কথা আমার বাবা যদি জানতে পারে যে কোন মেয়ে তার ছেলেকে চিঠি লিখেছে তা হলে উনি বলবে আগে আমি লিখেছি তা না হলে মেয়ে কেন লিখবে- কারণ উনি সর্বদা আমাদের দোষগুলি আগে বের করতেন। আর আমার অবস্থা হত Crying Crying Crying Crying Crying
১০
289552
২৯ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:৪৮
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : আপনাকে আমার অনেক পচ্ছন্দ- আই লাভ ইউ।

কেউ কখনো এই কথাটি বলেনি Broken Heart Broken Heart Broken Heart
২৯ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:৪৯
233208
চোরাবালি লিখেছেন : Crying Crying Crying Crying Crying Crying
১১
289563
২৯ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:৫৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : কত বই কিনলাম, কত বই ধার দিলাম, কতবই ফেরত নিলাম, কত বই বাইন্ডিং( মানে মার্ক টোয়েন এর পদ্ধতিতে) করলাম!!! কেউ চিঠি কি চিরকূট দুরে থাক একটা টাকাও দিলনা!!!!!
২৯ নভেম্বর ২০১৪ বিকাল ০৪:২৮
233225
চোরাবালি লিখেছেন : আপনার বই যায়গা মত যায় নাই। আর বই যদি যায়গামত না যায় তা হলে কি আমার কি করার আছে- Tongue Tongue Tongue Tongue

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File