জীবনের প্রথম প্রেম পত্র
লিখেছেন লিখেছেন চোরাবালি ২৯ নভেম্বর, ২০১৪, ১২:০৫:৪৭ দুপুর
আজ আর রক্ষা নাই সব ফাঁস করে দিব জস্মুখে।
ঘটনাটি যখন ইন্টারমিডিয়েটে পড়ি। পড়ালেখা তেমন ভাল না বা ফেলটুস লেভেলের হলেও গল্পের বই পড়ায় ছিল সেই এক নেশা। নেশাটা ছিল মাদকের মত যাই করি না কেন ক্লাসের পড়া না পড়লেও গল্পের বই পড়তে অনাগ্রহ ছিল না কখনও। তাই বইয়ের সাথে গল্পের বই থাকত দু্'একটা সর্বদায়। আর তাতে বেশ পরিচিতও ছিল আমার। যেখানে কোন লাইব্রেরী থাকত ভাব জমাতে চেষ্টা করতাম; কিন্তু ব্যবসায়ী লাইব্রেরীয়ান বুঝে ফেললেও এলাকার বড়ভাইদের অথবা তাদের বন্ধুদের একটু প্রশংশা করে বই ধার নিতে ভুলতাম না। আর ধারের বই আমার কাছ থেকে প্রথমে ফেরত যেত ১০০% আর পরতর্বীতে ৫০%এর উপরে কখনই না।
একবার কলেজের লাইব্রেরীয়ান ডেকে যথারিতী অপমান করে বলল তুমি তো লাইব্রেরী খালি করে ফেললা; তোমি ইস্যু না পেলেও ইস্যুর দেয় সু সম্পর্কের কারণে কিন্তু তুমি তো বই ফেরত দাও না। যা হউক সে অপমান গায়ে ধরেনি আর তিনিও বেশী কথা বলেন নাই কারণ বেশী বললে আবার না তার প্রতিদিনের সিগেরেট কিনতে হয়। আমার প্যাকেট যদি অফ হয়ে যায় কেও আর এত খাতির করবে না সিগেরেট নিয়ে।
আর এই বইয়ের সুবাদে আপু নাতনির অভাব ছিল না। সবাই সাথেই ভাল সম্পর্ক। আবার সেই বই ধারও নিতে বেশ সকলেই এ হাত থেকে ও হাত কারণ অন্য যাদের বই পড়ার নেশা ছিল আমার মত বই কালেকশনের এত সোর্স ছিল না।
কলেজের বারান্দায় সাইকেল রেখে দোতলায় উঠতেই ক্লাস ১০এর এক মেয়ে বলল- ভাইয়া শোনেন; এই বইটা আপনার; আমি চিরহরিৎ ভাইয়ের কাছ থেকে নিয়েছিলাম। কথা আমি মেয়েদের সাথে খুবই কম বলি যদি না সে আপু গোত্রের বা সিনিয়র না হয় (আর বই ধার না দিতে পারলে তো ফিরেও তাকায় না) তাই কথা না বলে সোজা উপরে উঠে গেলাম বই নিয়ে। পেছন থেকে পাশে থাকা একটি মেয়ে বলল ভাইয়া বইয়ের ভিতর একটা জিনিস আছে।
সব কিছুতেই হাসি রহস্য করে কথা বলি তাই ক্লাসে ঢুকে চিরহরিৎকে ডেকে বললাম তোমার ছোটবোন বলল বইয়ের ভেতর না-কি আছে; দেখতো কি।
সে বেশ আগ্রহ নিয়ে খুলেতেই বের হল চিরকুট- হুবুহু মনে নেই তবে এরকম ছিল- আপনার সাথে কোন সম্পর্ক হতে পারে না? আপনাকে আমার অনেক পচ্ছন্দ- আই লাভ ইউ।
যাতে দুই লাইনের চিরকুটে ৩টা বানান ভুল ছিল। ঠোটকাটা বাবলু কিছুক্ষণ পরেই গিয়ে মেয়েটিকে ডেকে বানান ভুলের কথা বললে সে আর কোনদিন সামনে পড়ে নাই মেয়েটিকে। হয়তো ভুলের লজ্জায়।
বিষয়: বিবিধ
৩৫০৬ বার পঠিত, ২৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনি এত বেরসিক ছিলেন ক্যারে
ভাবী কি আপনার ব্লগ পাতা দেখে? ;
সন্দেহের বাতিক ইজ এ কমন ফেনোমেনন অব এভরি ফিমেইল!
বেচারীর চোরাবালিতে পড়ার শখ হইছিলো
মজাদার সুস্বাদু ব্লগ পরিবেশনার জন্য ..
'আই লাভ ইউ'
সহানুভূতি জানবেন...
কেউ কখনো এই কথাটি বলেনি
মন্তব্য করতে লগইন করুন