এটা গল্পও হতে পারে!

লিখেছেন লিখেছেন মোস্তফা সোহলে ২৫ নভেম্বর, ২০১৪, ১১:৪৩:৩১ সকাল

কিছু কথা কাটাকাটি হলেই হল রনি আমার সাথে কথা বলে না।বেশ কয়েক দিন এ ভাবেই যায়।তারপর আবার সব ঠিক।আমি বলি,তুমি এত দিন আমার সাথে কথা বললে না কেন? আমার বুঝি কষ্ট হয়নি।রনি বলে,তোমার সাথে কথা না বললে কষ্টটা আমারই বেশি হয়।তাই বুঝি তাহলে কথা বলনা কেন।তুমি সেদিন ওকথা বললে কেন?

কোন কথা?

থাক এখন আর শুনে কাজ নেই।রনিটা আসলেই এখনও ছেলে মানুষই থেকে গেল।

প্রায় বিকেলে আমি আর রনি হাটতে বের হই।সেদিন মেইন রোড দিয়ে হাটছি।দ্রুতগামী বাস গুলো সাই সাই করে চলে যাচ্ছে।আমি মাঝে মাঝে রাস্তার উপরে উঠে যাচ্ছি।রনি আমার হাত ধরে রাস্তা থেকে নিচে নামিয়ে দিচ্ছে।কপট রাগ দেখিয়ে বলল,দেখছ না রাস্তায় বাস চলছে।নিচে দিয়ে হাটো।আমি রনির হাত ধরে হাটছিলাম কখন যে রনির হাত ছেড়ে রাস্তার উপরে উঠে গিয়েছিলাম খেয়ালই করিনি।হঠাৎই একটা দ্রুতগামী বাস আমাকে ধাক্কা দিয়ে গেল।ঘটনার আকষ্মিকতায় রনি হতভম্ব হয়ে পড়েছে।ওর চোখ দিয়ে যে কোন মূহুর্তে অশ্রু ঝরে পড়বে।আমার জন্য কারও চোঁখে জল ভাবতে কি যে ভাল লাগে।

বিষয়: বিবিধ

১০৩৫ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

287784
২৫ নভেম্বর ২০১৪ দুপুর ১২:২৩
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : রনিটা আসলেই এখনও ছেলে মানুষই থেকে গেল....ইন্টারেষ্টিং গল্প লিখলেন অনেক কিছুই মনে পড়লো পেছনের...!!! অনেক ধন্যবাদ
২৫ নভেম্বর ২০১৪ দুপুর ১২:৩৬
231511
মোস্তফা সোহলে লিখেছেন : আপনাকেও ধন্যবাদ মান্নান ভাই
287851
২৫ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:২০
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : আমরাো ঠিক একই প্রবলেম বুঝলেন। প্রিয় মানুষরা আমাকে একটু কষ্ট দিলেই আমি তাদের সাথে সব সম্পর্ক প্রায় শেষ করে বসি। কিন্তু পরে সেটার জন্য মারাত্মক কষ্ট পাই। Sad Sad
287865
২৫ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:৩২
আফরা লিখেছেন : কিছু কিছু মানুষের স্বভাবই একটুতেই অভিমান করে ।

আমার জন্য কারো চোখে পানি !! আমি এটা মোটে ও পছন্দ করি না ।

গল্প ভাল লাগছে ।
২৫ নভেম্বর ২০১৪ বিকাল ০৫:৩৩
231625
মোস্তফা সোহলে লিখেছেন : মানুষের চোঁখে দু ভাবে জল আনা যায় কষ্ট দিয়ে আর ভালবেসে।আমার জন্য ভালবেসে কেউ কাদলে আমার ভালই লাগে আফরা আপু
২৫ নভেম্বর ২০১৪ বিকাল ০৫:৩৪
231626
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : Broken Heart Broken Heart Broken Heart Crying Crying Crying Crying
287881
২৫ নভেম্বর ২০১৪ বিকাল ০৪:১০
ফেরারী মন লিখেছেন : কষ্ট পেলাম পড়ে। Sad
287920
২৫ নভেম্বর ২০১৪ বিকাল ০৫:৩৫
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : Sad Sad Sad Broken Heart Broken Heart Broken Heart আমি কিছু বলবো না Broken Heart Broken Heart Broken Heart Broken Heart
২৫ নভেম্বর ২০১৪ বিকাল ০৫:৪৫
231631
মোস্তফা সোহলে লিখেছেন : চুপ থাকায় বুদ্ধিমানের কাজ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File