এটা গল্পও হতে পারে!
লিখেছেন লিখেছেন মোস্তফা সোহলে ২৫ নভেম্বর, ২০১৪, ১১:৪৩:৩১ সকাল
কিছু কথা কাটাকাটি হলেই হল রনি আমার সাথে কথা বলে না।বেশ কয়েক দিন এ ভাবেই যায়।তারপর আবার সব ঠিক।আমি বলি,তুমি এত দিন আমার সাথে কথা বললে না কেন? আমার বুঝি কষ্ট হয়নি।রনি বলে,তোমার সাথে কথা না বললে কষ্টটা আমারই বেশি হয়।তাই বুঝি তাহলে কথা বলনা কেন।তুমি সেদিন ওকথা বললে কেন?
কোন কথা?
থাক এখন আর শুনে কাজ নেই।রনিটা আসলেই এখনও ছেলে মানুষই থেকে গেল।
প্রায় বিকেলে আমি আর রনি হাটতে বের হই।সেদিন মেইন রোড দিয়ে হাটছি।দ্রুতগামী বাস গুলো সাই সাই করে চলে যাচ্ছে।আমি মাঝে মাঝে রাস্তার উপরে উঠে যাচ্ছি।রনি আমার হাত ধরে রাস্তা থেকে নিচে নামিয়ে দিচ্ছে।কপট রাগ দেখিয়ে বলল,দেখছ না রাস্তায় বাস চলছে।নিচে দিয়ে হাটো।আমি রনির হাত ধরে হাটছিলাম কখন যে রনির হাত ছেড়ে রাস্তার উপরে উঠে গিয়েছিলাম খেয়ালই করিনি।হঠাৎই একটা দ্রুতগামী বাস আমাকে ধাক্কা দিয়ে গেল।ঘটনার আকষ্মিকতায় রনি হতভম্ব হয়ে পড়েছে।ওর চোখ দিয়ে যে কোন মূহুর্তে অশ্রু ঝরে পড়বে।আমার জন্য কারও চোঁখে জল ভাবতে কি যে ভাল লাগে।
বিষয়: বিবিধ
১০৩৫ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমার জন্য কারো চোখে পানি !! আমি এটা মোটে ও পছন্দ করি না ।
গল্প ভাল লাগছে ।
মন্তব্য করতে লগইন করুন