বন্ধুকে লেখা খোলা চিঠি

লিখেছেন লিখেছেন মোস্তফা সোহলে ২৪ নভেম্বর, ২০১৪, ১০:১২:৫৮ সকাল

বন্ধু,

গভীর রাতে কোন কোন দিন ঘুম ভেঙে গেলে একবারের জন্য হলেও তোমার কথা মনে পড়ে।তোমাকে কখনও আয়োজন করে মনে করার দরকার হয়না।কারন তুমি আমার মনের মাঝেই থাকো সবসময়।তোমাকে আমি ভুলে যায় এ কথাটি সত্য,তবে আমি তোমাকে যতবার ভুলে যায় তারচেয়ে অনেক বেশি বার স্মরন করি।

জানি জীবনে চলার পথে সব সমীকরন মিল রেখে চলা যায় না।বরং জীবনের কিছু সমীকরন অমিলই থেকে যায়।

অভিমান খারাপ একটা জিনিস কারন অভিমান থেকে আসে কষ্ট,কষ্ট থেকে আসে নিজেকে গুটিয়ে ফেলার ইচ্ছা।যার শেষ পরিনতি ভাঙন।

কেন জানি অভিমানটা আমার বেশিই।যার কারনে অনেক কেই জীবন থেকে হারিয়ে ফেলেছি।কিন্তু দোষটা শুধু আমার ছিল না।সাধ্যর মধ্যে আমি বন্ধুর জন্য কি করিনি।পাগলের মত ভালবাসতাম।জীবনে একটা দিন কল্পনা করিনি বন্ধু ছাড়া।অথচ যে চাওয়া ছিল,ভালবাসা টুকুও পাইনি তাদের থেকে।কাছের কেউ কষ্ট দিলে আমি কেন জানি তাদেরকে কখনই ঘৃনা করতে পারিনা।বরং তাদের জন্য একটা সুপ্ত ভালবাসা লুকিয়ে থাকে মনের ভেতরে।

তোমাকেও ভুলে যেতে চাচ্ছি কোন কারন ছাড়াই।ভালবাসতেই এখন যত ভয়।

ভাল থেকো পরে আরও লিখব।

বন্ধু।

বিষয়: বিবিধ

৩৬০২ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

287477
২৪ নভেম্বর ২০১৪ সকাল ১১:১৬
ইক্লিপ্স লিখেছেন : ভালো লাগলো Broken Heart
287489
২৪ নভেম্বর ২০১৪ সকাল ১১:৩২
নারী লিখেছেন : ভালো লাগল।
287548
২৪ নভেম্বর ২০১৪ দুপুর ০২:৩০
সুশীল লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
287595
২৪ নভেম্বর ২০১৪ বিকাল ০৫:০২
আফরা লিখেছেন : জানি জীবনে চলার পথে সব সমীকরন মিল রেখে চলা যায় না।বরং জীবনের কিছু সমীকরন অমিলই থেকে যায় ।

ভাল লাগল ধন্যবাদ ভাইয়া ।তাপসী নামটা বাদ দিলেন কেন?
২৪ নভেম্বর ২০১৪ বিকাল ০৫:৫০
231323
মোস্তফা সোহলে লিখেছেন : তাপসী তো আরেক জন। এটা বন্ধুকেই লেখা

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File