বন্ধুত্ব
লিখেছেন লিখেছেন মোস্তফা সোহলে ২৯ অক্টোবর, ২০১৪, ০৮:৫১:৪৮ সকাল
সেকেন্ড-ঘন্টা-মাসের হিসাব গুলো
কখন যে বছরে গড়ালো
বুঝতেই পারিনি।
হয়তো যুগের পর যুগের হিসাবও হবে
তোর আর আমার এই বন্ধুত্বের।
দৃশ্যত কিম্বা অদৃশ্যত আমরা কেউ
এই পৃথিবীতে স্থায়ী নয়।
তারপরও আমরা হয়তো
যুগ কাল অতিক্রান্ত করে
আমাদের এই সম্পর্ককে
স্থায়ী করে যেতে পারব।
সম্পর্ক মানেই যে সুখ তা নয়
কিছু কিছু সম্পর্ক
মনের যত অসুখেরও কারন হয়।
তবু মানুষ সম্পর্কে জড়িয়ে পড়ে
কেউ সুখের আশায়
আবার কেউ হয়তো নিজের অজান্তে
কষ্টকে কাছে পেতে।
তবু বন্ধুত্বের সম্পর্ক নিয়েই
তুই পাশে থাকবি চিরদিন
তোকে পাশে রেখেই আমি
সেকেন্ড-ঘন্টা-মাস-বছর আর
যুগের হিসাব করে যেতে চাই।
বিষয়: বিবিধ
১০১১ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কবিতাটা ভালই সে আপনাকে যাই মনে করুক আপনি তাকে বন্ধুই মনে করুন । হয়ত একদিন তার ভুল ভাংবে ।
মন্তব্য করতে লগইন করুন