বর্বরতার ২৮ অক্টোবর চলে গেছে। নির্মমতার অনেক তারিখ আসবে'ই
লিখেছেন লিখেছেন নূর আল আমিন ২৯ অক্টোবর, ২০১৪, ১০:০৩:১৩ সকাল
২৮ অক্টোবর
নিয়ে নতুন কিছু
বলার নেই
বলতে গেলেও
বুকের
মধ্যে গ্রেনেডের
স্প্রিন্টার গাথার
মতো ব্যাথা করে।
.
.শুধু কি ২৮
অক্টোবরে'র জন্য
বুকে এই ব্যাথা??
.না এই ব্যাথা বহু
নির্যাতিত
নির্মমতার স্বজন
হারানোর ব্যাথা।
কোটি আজ প্রান
চিৎকার
করে বলছে
.
হায়েনা'দের বিচার
চাই বিচার চাই।
স্বজন হারানোর
বিচার চাই'
.
.কি করে ভুলে যাই?
লগী বৈঠা দিয়ে ক্ষমতা দখলের
পর ২০০৯ সালের
২৫-২৬ ফেব্রুয়ারির
পিলখানায় ৫৭ জন
দেশ প্রেমিকের
রক্তে রঞ্জিত
৫৭টা লাশ?
.
একজন মেজরের
সদ্য জন্ম
নেওয়া শিশুটি দেখেনি তার
বাবাকে
.
.আমরা এতোটা মোনাফেক
এখনো হইনি।
যে ভুলে যাবো।
২০১৩ সালের
৬মে রাত্রে আলেমের
সফেদ
পাঞ্জাবিতে ঝাঝড়া বুকের
তাজা রক্তের দাগ!
.
এই
আলেমরা,ইতো আমাদের
জন্ম বিয়ে মৃত্যু
পর্যন্ত আল্লাহর
বিধান মতো সব
কিছুর
ফয়সালা করে দেন
'
ভুলতে পারি না ২০১০
সালের
২৯শে জানুয়ারির
কথা বাংলাদেশে বর্তমান
যুগের সর্বোচ্চ
দা'ঈ
আল্লামা দেলোয়ার
হোসাইন
সাইদী হুজুর,কে গ্রেপ্তার
কথা
ভুলিনি গ্রেপ্তারের
প্রতিবাদ করায়
হায়েনার বুলেটের
গুলীতে জীবন
দেওয়া ইসলাম
প্রিয় যুবকদের
.
.ভুলিনি
ভুলবোনা
ভুলতে পারবোনা।:-
( এই জন্য
কাঁদবো ওনা ইনশা আল্লাহ
নির্মম ইতিহাসের
বদলা নেবো
বিষয়: বিবিধ
৮৮৩ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন