সৌদি আরবে প্রবাসী বাংলাদেশী কতৃক শতাব্দী শিল্পী গোষ্ঠীর‍ ‍' ঈদ উৎসব ২০১৪'

লিখেছেন লিখেছেন সাইফুল সাইমুম০১ ১২ অক্টোবর, ২০১৪, ০৯:৩৬:২২ রাত




গত ৫ই অক্টোবর সৌদি আরব রিয়াদের মালাজে, প্রবাসী বাংলাদেশী “শতাব্দী শিল্পী গোষ্ঠি” কতৃক এক বর্ণাঢ্য ঈদ উৎসবের আয়োজন করে। মোহাম্মদ আনিসুর রহমানের সভাপতিত্বে রিয়াদের অবস্থানরত বাংলাদেশের বিশিষ্ট্য ব্যবসায়ী রাজনীতিবিদ সহ মিডিয়া কর্মীদের সাথে উপস্থিত ছিলেন সেইখানকার কর্মরত পেশাজীবি শ্রমজীবী বাংলাদেশীরা। বক্তাদের মূল আলোচনায় বাংলাদেশের বর্তমান পেক্ষাপট বিশেষ ভাবে উঠে আসে। উৎসবে, খেলা-দুলার পাশাপাশি, হিন্দি সিরিয়ালের আগ্রাসনের বিরুদ্ধে, সাইফুল সাইমুমের লেখা ও বজলুর রহমানের পরিচালনায়, গান-কৌতুক ও নাটক “হায়েনার থাবায়” অভিনয় শিল্পীরা দর্শকদের আনন্দ বিনোদনে মাতিয়ে তুলে। পুরুস্কার ও নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

বিষয়: বিবিধ

১২০০ বার পঠিত, ১৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

273685
১২ অক্টোবর ২০১৪ রাত ০৯:৪৪
মেঘ ভাঙা রোদ লিখেছেন : পড়ে অনেক ভালো লাগলো তাই অনেক ধন্যবাদ
২২ অক্টোবর ২০১৪ দুপুর ১২:৪৯
221013
সাইফুল সাইমুম০১ লিখেছেন : আপনি আমার লেখার প্রথম পাঠক ও মন্তব্যক তাই আপনাকে জানাই বিশেষ ফুলেল শুভেচ্ছা
273697
১২ অক্টোবর ২০১৪ রাত ১০:২১
লোকমান লিখেছেন : দেখে ভালো লাগলো। যেতে পারলে আরো ভালো লাগতো।
২২ অক্টোবর ২০১৪ দুপুর ১২:৫০
221014
সাইফুল সাইমুম০১ লিখেছেন : জ্বী গুরু আপনাকে আমন্ত্রণ না জানাতে পেরে আমি লজ্জিত ও দুঃখিত, সামনে এমন ভুল আর হবে না
273736
১৩ অক্টোবর ২০১৪ রাত ১২:৫৭
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..


আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
২২ অক্টোবর ২০১৪ দুপুর ১২:৫২
221015
সাইফুল সাইমুম০১ লিখেছেন : ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহ্ মাতুল্লাহে ওয়া বারকাতুহু
আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ আপনাকে যে ফেলাম তাতে যে আমি কত আনন্দিত ও মুগ্ধ
273762
১৩ অক্টোবর ২০১৪ রাত ০৩:১৯
ইবনে আহমাদ লিখেছেন : আপনাকে ধন্যবাদ। আরো কয়টি ছবি দিতে পারতেন।
২২ অক্টোবর ২০১৪ দুপুর ১২:৫৩
221017
সাইফুল সাইমুম০১ লিখেছেন : আপনাকে ও ধন্যবাদ ছুটি শেষে কাজের ব্যস্ততা এমন চাপ আছে যে আরো কয়েকটি ছবি না দিতে পারাই আমি ক্ষমা প্রার্থনা করছি
273772
১৩ অক্টোবর ২০১৪ রাত ০৩:৪৯
কাহাফ লিখেছেন :

সুস্হ্য বিনোদন আত্মার উৎকর্ষ সাধনে ব্যাপক ভূমিকা রাখে। এমন নির্মল বিনোদনে আংশগ্রহন করতে পারলে অনেক ভালো লাগতো আমাদেরও।
সামনের কোন অনুষ্ঠানে আমাদের কে জানাবেন কিন্তু, আমরা রিয়াদে আছি.....।
২২ অক্টোবর ২০১৪ দুপুর ১২:৫৬
221018
সাইফুল সাইমুম০১ লিখেছেন : প্রিয় কাহাফ, সামনে এমন ভুল আর হবে না, আমি আপনাদেরকে ইন্ শা আল্লাহ জানাব.তবে আপনারা যে আমাকে এতটা অনুপ্রানিত করেছেন এই ঋণ আমি কি দিয়ে শুধাবো? অসংখ্য ধন্যবাদ অাপনাকে
277028
২২ অক্টোবর ২০১৪ দুপুর ০১:০০
ফখরুল লিখেছেন : অসুস্থ ছিলাম, নইলে আমারে কে ঠেইকাইতো?
২২ অক্টোবর ২০১৪ দুপুর ০১:৩২
221029
সাইফুল সাইমুম০১ লিখেছেন : জ্বী ভাই আপনি একমাত্র শিল্পী যে আমার আমন্ত্রণ পেয়ে ও এলেন না বিশেষ কয়েকটা কারণে যদিও বা এলেন না তা পরে জানতে ও বুঝতে পেরে মন খারাপটা সেরে গেল।
২২ অক্টোবর ২০১৪ দুপুর ০১:৫১
221033
ফখরুল লিখেছেন : ক্ষমার সাথে দোয়ার আরাধনা।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File