লেখা হবে অনন্তকাল। সাইফুল সাইমুম
লিখেছেন লিখেছেন সাইফুল সাইমুম০১ ২২ সেপ্টেম্বর, ২০১৪, ০৭:৪৫:৪৮ সন্ধ্যা
আমার দেশ বাংলাদেশ আজো আমি তাকে নিয়ে গর্ব করি
মুক্তি যুদ্ধ করে আমি ৪২ বছর পরে হয়ে গেলাম যুদ্ধাপরাধী।
আমার ১২ বছরের ছেলেটি ও নাকি যুদ্ধাপরাদীর দায়ে
এই সেলে আছে, কনিকাকে নিয়ে এসেছে তারা কেন?
সেও নাকি সে সময় হাত ইশরায় দেখিয়ে দিয়েছিল
মুক্তিযোদ্ধাদের লুকিয়ে থাকা ঘর! আর ও কত কি?
মোললা সাহেবেরও ফাঁসী কার্যকর করে হাসি নামের
এঁকেছে ছবি বুক ছিদ্র করে প্রায়১২কোটি জনতার অন্তস্থলে।
তবুও আমি কিছুই বলিনি, কেন বলিনি আমার কি সাহস কম?
না আমার লেখায় ধার নেই, না তাও না ! দেখেছি তার শেষ কোথায়?
তার পর ঘুম-খুন ধর্ষণ-লুন্ঠন প্রতিদিন খবরের কাগজ চেয়ে যায়
স্বার্থম্বেষী সরকারদের সাথে কালো০মিডিয়ারও জমজমাট ব্যবসা।
নিউজ-ভিউজ ফুটেজ-ভিডিও লাইভ ফেইসবুক ইউটুবে
শুধু রক্ত আর কাঁচা রক্তে ভিজে যাচ্ছে প্রিন্ট ও ইলেক্ট্রো মিডিয়া।
শুধু মানুষের রক্ত না! তাও মুসলামানের রক্ত যেন অতিচেনা
ফিলিস্তিনের গাজা আর মিশরের রাবেয়া স্কয়ারের রক্ত।
বার্মা-বাংলাদেশ হায়রে কত তুচ্ছ আমাদের রক্তের গন্ধ
শুধু একটি অপরাধের জের সে আমার স্বপ্ন শাসন চাওয়া।
সবখানে ক্ষমতার দাপট আর কতকাল চলবে জানি না
সকল মুজাহীদ হয়ে যাচ্ছে শহীদ ফেরছে আপন ঠিকানায়।
কিন্ত না তাদের সকল দেশের সকল রক্তে রং লাল
সকলেই মুসলিম সকলে চাই হুকুমত আললাহর।
রক্তে সকল স্রোতদ্বারা নিয়ে আসবে এক বিপ্লবী মিছিল
শুকুনের মসনদ চুর্ণবিচুর্ণ করে খুলবে মুক্তির খীল।
সকলের হবে বিচার ইহকালে কিংবা পরকাল
সকল অশ্র“ কয়বে কথা লেখা হবে অনন্তকাল।
বিষয়: সাহিত্য
৯১৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন