ছবি তোলা প্রসংগে।

লিখেছেন লিখেছেন ইসলামী দুনিয়া ১১ অক্টোবর, ২০১৪, ০৮:০৪:২২ রাত

আমরা প্রয়োজনে অথবা অপ্রোয়জনে ছবি তুলি। সেটা যেই হোক ছবি তোলা কতটুকু ইসলাম সম্মত? ইসলাম সম্মত হোক অথবা না হোক ছবি তোলাটা বর্তমান যুগে খুবই দরকারি।বিষয়টা এমন হয়েছে যে ছবি না তুললে সবকিছুই বন্ধ হয়ে যায়। আবার আমরা অনেকেই অপ্রয়োজনীয় ছবি তুলি, হাতেই ক্যামেরা ইচ্ছা হলেই মুহুর্তগুলোর ছবি তুলে রাখতে পছন্দ করি, শেয়ার করি, কেউ আবার অতি উৎসাহে নেটে শেয়ার করি। নেটে শেয়ার করলেন তো কতটুকু ভুল আপনি করলেন। সেটা সময় হলেই টের পাবেন/পাবেন না। তো যেটা বলছিলাম, ছবি একটা মুর্তির মত। আল্লাহর রসুল সা: যখন মক্কা বিজয় করলেন, তখন কাবা শরীফের ভিতরে ইব্রাহীম ও ইসমাইল আ: এর ছবি। উনি সে ছবিগুলো নষ্ট করে ফেললেন। এবং যারা ছবি অংকন করে তাদের বিষয়ে সর্তকবানী এসেছে। ছবি অংকনকারীকে কেয়ামতের দিন বলা হবে তুমি যে ছবি/মুর্তিগুলো তৈরি করতে তার জীবন দাও। জীবন দিতে না পারার কারণে শাস্তি দেওয়া হবে।

আপনি দেখুন পৃথিবীতে যারা মুসলিম জ্ঞানী/মনীষি তাদের মায়ের ইতিহাস পড়ুন, দেখবেন তারা পৃথিবীর কোন শিক্ষা অর্জন করেননি। তারা শুধু বাড়ীতেই কোরআনের শিক্ষা অর্জন করেছিলেন। তারা মাষ্টার্স,অনার্স, অথবা পিএইচডি কোনটাই করেননি। তাহলে তাদের সন্তান এতবড় জ্ঞানী মানুষ হলেন কি করে? এটা অন্য কিছু না এটা আল্লাহর দান। যে মা কোন দিন পুরুষের সামনে যায়নি, প্রাপ্ত বয়স্ক হওয়ার পর কোন পুরুষ তার কন্ঠ শুনে নি, চেহেরা দেখেনি শুধুমাত্র স্বামী ছাড়া। এরকম মায়ের কোলে এমন সন্তান না দিবে তো কার কোলে দিবে? আমি আমার ব্যাক্তিগত জীবনের কথা বলি, আমার মা একেবারেই অশিক্ষিত, আমি নিজে ছোটকালে কলম ঘুরিয়ে নাম সই করতে শিখিয়েছি। বার বার শিখিয়ে যখন পারতো না তখন ইচ্ছেমত হেসেছি। আমার বিয়ে করার এক বছর পার হয়ে গেছে, স্ত্রীর পরিবারের পক্ষ থেকে বলা হল, নতুন ছবি দিতে যাতে পরবর্তী ক্লাশে ভর্তি হতে পারে আর উপবৃত্তির টাকা তুলতে পারে। আমি সরসরি না করলাম। নতুন ছবি তোলার প্রশ্নই আসে না। আমি আল্লাহর কাছে ইচ্ছা পোষন করেছি, আর যেন ছবি তুলতে না হয়।

বিষয়: বিবিধ

১১৮৭ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

273250
১১ অক্টোবর ২০১৪ রাত ০৯:১৮
আনোয়ার আলী লিখেছেন : এটা ইসলামের বিপক্ষে একটা পোষ্ট। ইসলামকে দয়া করে এতো কঠিন করে তুলবেন না। ইসলাম হলো পৃথিবীর সবচেয়ে সহজ ধর্ম। ছবি তোলার বিষয়ে বাড়াবাড়ি থেকে আরজ আলী মাতুব্বরের সৃষ্টি হয়েছিল। অনর্থক এই ধরনের বাজে পোষ্ট মানুষকে ইসলাম থেকে দুরে সরে যেতে উৎসাহিত করে। এগুলো কোন ইসলামী পোষ্ট তো নয়ই বরং বিভ্রান্তমুলক ও সংসয়সৃষ্টিকারী পোষ্ট।
১২ অক্টোবর ২০১৪ রাত ০২:০৩
217362
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..


যথার্থ বলেছেন, সহমত

"ইয়াসসিরু, ওয়া লা তুয়াসসিরু..


ফুকাহাদের মতপার্থক্যের বিষয়কে একপাক্ষিকভাবে পেশ করা কোন উত্তম কর্ম নয়!
১২ অক্টোবর ২০১৪ সকাল ১১:৪৯
217457
ইসলামী দুনিয়া লিখেছেন : যদি সহজেই হয় তাহলে নামাজ পড়বেন না, কারন ফজরের সময় ঘুম থেকে উঠা খুব কঠিন হয়ে পড়ে। রোজা রাখবেন না কারণ কঠিন কষ্ট করে না খেয়ে থাকতে হয়। ধন্যবাদ।
273267
১১ অক্টোবর ২০১৪ রাত ১০:৪০
মেঘ ভাঙা রোদ লিখেছেন : ইসলামকে কেউ বেশি সহজ করে ফেলছে আবার কেউ বেশি কঠিন করে ফেলছে । যেমন আপনি একটু বেশি কঠিন করে ফেলেছেন । মাঝখানে আমরা বিভ্রান্তিতে পড়ে যাচ্ছি ।
১২ অক্টোবর ২০১৪ সকাল ১১:৫০
217458
ইসলামী দুনিয়া লিখেছেন : আসলে এটা আমার কঠিন মনে হয়নি। আমার কাছে দাড়ি রাখা সহজ আর আপনার কাছে দাড়ি রাখা পাথরের থেকওে কঠিন। ধন্যবাদ।
273281
১২ অক্টোবর ২০১৪ রাত ১২:১৮
কাজী লোকমান হোসেন লিখেছেন : ইসলাম নিয়ে ত্যানা প্যাঁচানো বন্ধ করুন
১২ অক্টোবর ২০১৪ সকাল ১১:৫১
217459
ইসলামী দুনিয়া লিখেছেন : মানে কি?
273340
১২ অক্টোবর ২০১৪ রাত ০৪:৫৯
কাহাফ লিখেছেন :
ক্বাবার অভ্যন্তরে থাকা মুর্তি আর ছবি তোলা দুনোটা এক বিষয় নয়।
মুর্তি বানানোর ব্যাপারে কঠোরতা এসেছে, ছবির ব্যাপারে নয়।
ত্বাকওয়া অবলম্বনে ছবি তোলা থেকে বিরত থাকা প্রশংসা যোগ্য নিঃসন্দেহে।
১২ অক্টোবর ২০১৪ দুপুর ১২:১৪
217463
ইসলামী দুনিয়া লিখেছেন : আপনি কি বাংলাদেশে অফিস আদালতে প্রধানমন্ত্রীর ছবিকে খারাপ মনে করেন? উত্তর যদি না হয়, তাহলে কথা নেই। আর যদি হ্যা হয় তাহলে কেন? ধন্যবাদ।
১২ অক্টোবর ২০১৪ দুপুর ১২:২৪
217466
কাহাফ লিখেছেন :
অবশ্য ই খারাপ মনে করি।
ছবি তোলা আর অফিস-আদালতে প্রধানমন্ত্রীর ছবি ঝুলিয়ে রাখা এক নয়।Good Luck
280391
০১ নভেম্বর ২০১৪ রাত ১০:০১
আনোয়ার আলী লিখেছেন : ইন্টারনেটে এমনকি এই ব্লগেও অনেক ছবি আছে। এখানে আসা আপনার ঠিক হয়নি। আপনি ঘরে বসে দোয়া দরুদ পড়ুন।
০২ নভেম্বর ২০১৪ সকাল ১১:০৩
224060
ইসলামী দুনিয়া লিখেছেন : ছবি না তুললে কি ইসলামীষ্টদের খুব ক্ষতি হয়ে যাবে? আর কমেন্টের জবাব না দেওয়া এক প্রকার দুর্বলতা।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File