ছবি তোলা প্রসংগে।
লিখেছেন লিখেছেন ইসলামী দুনিয়া ১১ অক্টোবর, ২০১৪, ০৮:০৪:২২ রাত
আমরা প্রয়োজনে অথবা অপ্রোয়জনে ছবি তুলি। সেটা যেই হোক ছবি তোলা কতটুকু ইসলাম সম্মত? ইসলাম সম্মত হোক অথবা না হোক ছবি তোলাটা বর্তমান যুগে খুবই দরকারি।বিষয়টা এমন হয়েছে যে ছবি না তুললে সবকিছুই বন্ধ হয়ে যায়। আবার আমরা অনেকেই অপ্রয়োজনীয় ছবি তুলি, হাতেই ক্যামেরা ইচ্ছা হলেই মুহুর্তগুলোর ছবি তুলে রাখতে পছন্দ করি, শেয়ার করি, কেউ আবার অতি উৎসাহে নেটে শেয়ার করি। নেটে শেয়ার করলেন তো কতটুকু ভুল আপনি করলেন। সেটা সময় হলেই টের পাবেন/পাবেন না। তো যেটা বলছিলাম, ছবি একটা মুর্তির মত। আল্লাহর রসুল সা: যখন মক্কা বিজয় করলেন, তখন কাবা শরীফের ভিতরে ইব্রাহীম ও ইসমাইল আ: এর ছবি। উনি সে ছবিগুলো নষ্ট করে ফেললেন। এবং যারা ছবি অংকন করে তাদের বিষয়ে সর্তকবানী এসেছে। ছবি অংকনকারীকে কেয়ামতের দিন বলা হবে তুমি যে ছবি/মুর্তিগুলো তৈরি করতে তার জীবন দাও। জীবন দিতে না পারার কারণে শাস্তি দেওয়া হবে।
আপনি দেখুন পৃথিবীতে যারা মুসলিম জ্ঞানী/মনীষি তাদের মায়ের ইতিহাস পড়ুন, দেখবেন তারা পৃথিবীর কোন শিক্ষা অর্জন করেননি। তারা শুধু বাড়ীতেই কোরআনের শিক্ষা অর্জন করেছিলেন। তারা মাষ্টার্স,অনার্স, অথবা পিএইচডি কোনটাই করেননি। তাহলে তাদের সন্তান এতবড় জ্ঞানী মানুষ হলেন কি করে? এটা অন্য কিছু না এটা আল্লাহর দান। যে মা কোন দিন পুরুষের সামনে যায়নি, প্রাপ্ত বয়স্ক হওয়ার পর কোন পুরুষ তার কন্ঠ শুনে নি, চেহেরা দেখেনি শুধুমাত্র স্বামী ছাড়া। এরকম মায়ের কোলে এমন সন্তান না দিবে তো কার কোলে দিবে? আমি আমার ব্যাক্তিগত জীবনের কথা বলি, আমার মা একেবারেই অশিক্ষিত, আমি নিজে ছোটকালে কলম ঘুরিয়ে নাম সই করতে শিখিয়েছি। বার বার শিখিয়ে যখন পারতো না তখন ইচ্ছেমত হেসেছি। আমার বিয়ে করার এক বছর পার হয়ে গেছে, স্ত্রীর পরিবারের পক্ষ থেকে বলা হল, নতুন ছবি দিতে যাতে পরবর্তী ক্লাশে ভর্তি হতে পারে আর উপবৃত্তির টাকা তুলতে পারে। আমি সরসরি না করলাম। নতুন ছবি তোলার প্রশ্নই আসে না। আমি আল্লাহর কাছে ইচ্ছা পোষন করেছি, আর যেন ছবি তুলতে না হয়।
বিষয়: বিবিধ
১১৮৭ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
যথার্থ বলেছেন, সহমত
"ইয়াসসিরু, ওয়া লা তুয়াসসিরু..
ফুকাহাদের মতপার্থক্যের বিষয়কে একপাক্ষিকভাবে পেশ করা কোন উত্তম কর্ম নয়!
ক্বাবার অভ্যন্তরে থাকা মুর্তি আর ছবি তোলা দুনোটা এক বিষয় নয়।
মুর্তি বানানোর ব্যাপারে কঠোরতা এসেছে, ছবির ব্যাপারে নয়।
ত্বাকওয়া অবলম্বনে ছবি তোলা থেকে বিরত থাকা প্রশংসা যোগ্য নিঃসন্দেহে।
অবশ্য ই খারাপ মনে করি।
ছবি তোলা আর অফিস-আদালতে প্রধানমন্ত্রীর ছবি ঝুলিয়ে রাখা এক নয়।
মন্তব্য করতে লগইন করুন