‘ফেয়ার অ্যান্ড লাভলি’ ও ‘রাধুনি’ সেরা, বাকি সব ভেজাল!!

লিখেছেন লিখেছেন FM97 ১১ অক্টোবর, ২০১৪, ০৭:০৯:২১ সন্ধ্যা

মার্কেটের একটি জনপ্রিয় ব্র্যান্ড যদি অন্যান্য কোম্পানীর প্রকাশ্যে নিন্দা করে কিংবা বলে- “সব কোম্পানী ভেজাল, আমাদের চেয়ে ভালো হওয়ার প্রশ্নই আসে না”- সেক্ষেত্রে মনে হয়- এটা ব্যবসায়িক নীতি নয় বরং শত্রুতা। যে কাজটা স্কয়ার গ্রুপের “রাধুনি মসলা” আর ইউনিলিভার গ্রুপের “ফেয়ার অ্যান্ড লাভলি” করছে।

আমার পণ্য ভালো কিনা সেটা আমার পণ্যের গুণাগুণাই বিচার করবে। আর হ্যা, অবশ্যই নিজের পণ্যের জনপ্রিয়তার জন্য প্রচার- প্রচারণার প্রয়োজন, শুধু তাই নয় কোয়ালিটি ঠিক রেখে, মার্কেটে চাহিদা বিবেচনা করে পণ্য সরবরাহ + মূল্য নির্ধারণ ও লভ্যাংশ হিসাব করাটাও জরুরি। তাছাড়া নিজের বিশুদ্ধতা প্রমাণ করতে অনেক সময় নতুন পণ্যের বিনামূল্যে বিতরণও লক্ষ্য করা যায়। একবার পাবলিকের বিশ্বস্ততা অর্জিত হলে তখন নির্ভেজাল পণ্যের মূল্য কিছু টাকা বেশি হলেও পণ্যের প্রতি মানুষ আকৃষ্ট হয়। কারণ- কেউ ইচ্ছা করে ভেজাল খেতে চায় না।

কিন্তু বিজ্ঞাপনে আমরা চাইলেই অন্য কোম্পানীর পেটে লাঠি মারতে পারি না। ধরে নিলাম- “রাধুনি”, “ফেয়ার অ্যান্ড লাভলি”- সেরা- কিন্তু তাই বলে মসলা জগতের অন্যান্য গ্রুপ তথা আরকু, বিডি, রাণী মসলা ইত্যাদি- এরা ভেজাল-এটা প্রমাণ ছাড়া বলা একটা অপরাধ। আর সেই সব গ্রুপ চাইলেই নিজের বিশুদ্ধতার প্রমাণ দিতে রাধুনি যে কুৎসা রটাচ্ছে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাও নিতে পারে। এদিকে “ফেয়ার অ্যান্ড লাভলি”- বলছে- “বিদেশী পণ্য আপনাকে তেমন ফেয়ারনেস দিবে না, যেটা আমরা দিবো, তাই কেনো কিনবেন”? তাহলে একটা কথা বলতেই হয়- ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড লন্ডন ভিত্তিক মূল ইউনিলিভার গ্রুপের একটা বাংলাদেশী শাখা। সুতরাং সে দেশী পণ্য হলো কি করে?

বিষয়: বিবিধ

১২৫৫ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

273212
১১ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:২৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ফেয়ার এন্ড লাভলি এর সকল বিজ্ঞাপনই নিষিদ্ধ করা উচিত। এগুলি রেসিয়াল তথা বর্নবাদ ছড়াচ্ছে। কালো হলেই যেন কোন নারি জিবনে ব্যার্থ। সারা বিশ্বে শ্বেতাঙ্গ মানুষের সংখ্যা সবচেয়ে কম।
১১ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:৫৬
217299
FM97 লিখেছেন : khub i jukti purno kotha bolechen. tara emon vabe dekhay- jeno- "forsa holei tumi bissho joy kore felbe"! faltu!
273232
১১ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:৫৫
সুশীল লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
273238
১১ অক্টোবর ২০১৪ রাত ০৮:০২
বুড়া মিয়া লিখেছেন : এটা বেঠিক বলেই মনে হয়; তবে ইউনিভার্সিটির মার্কেটিং-ম্যানেজমেন্ট এ এইরকম আন্তঃকোম্পানী মারামারির ত্বরীকা হাতে কলমে শিক্ষা দেয়; এটা ঐখানে যতোদিন থাকবে অথবা অন্য কোনভাবে আমাদের মাঝে প্রচলিত থাকবে, ততোদিন এমনভাবেই চলতে থাকবে বলে মনে হয়।
১৩ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:৪১
217897
FM97 লিখেছেন : shikkha-bebostha niye boroi chintito...Sad
ontoto jara esob bishoye likhte paren, tader ke valo boi likhe egiye asa uchit.
273402
১২ অক্টোবর ২০১৪ সকাল ১১:০৬
শিশির ভেজা ভোর লিখেছেন : প্রতিযোগিতার নামে অসুস্থ প্রতিযোগিতা করা যাবে না। ভালো কিছু করে দেখিয়ে দিতে হবে যে আমি অন্যের থেকে সেরা।
১৩ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:৩৯
217896
FM97 লিখেছেন : jothartho bolechen.
273462
১২ অক্টোবর ২০১৪ দুপুর ০২:০০
দুষ্টু পোলা লিখেছেন : সব সেরা আপু Love Struck Love Struck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File