মক্কার পথে রাসুল সা:
লিখেছেন লিখেছেন ইসলামী দুনিয়া ১১ সেপ্টেম্বর, ২০১৪, ০২:৪৮:০৪ দুপুর
অষ্টম হিজরী ১৭ ই রমাযান। সকাল বেলা রাসুল সা: মাবরুজ জাহারান থেকে মক্কা অভিমুখে রওয়ানা হলেন। তার চাচা আব্বাসকে বলেলেন, আবু সুফিয়ানকে যেন পাহাড়ের পাদদেশে দ্বার করিয়ে রাখে। যাতে সেই পথ অতিক্রমকারী আল্লাহর সৈনিক ও কমান্ডোদের দেখতে পাবে। হযরত আব্বাস রা: তাই করলেন। এদিকে বিভিন্ন গোত্র পতাকা ও কমান্ডারদের নিয়ে অগ্রসর হচ্ছিল। কোন গোত্রের সেনাদল অতিক্রমের সময় আবু সুফিয়ার জিজ্ঞেসর করতে, আব্বাস এরা কারা? জবাবে হযরত আব্বাস রা: বলতেন, এরা বনু সালিম গোত্রের। আবু সুফিয়ান বলতেন, বনু সালিমের সাথে আমার কি সর্ম্পক। এভাবে অন্যান্য গোত্রের সেনাদল অতিক্রমের সময় আবু সফিয়ান জিজ্ঞেস করতো এরা কারা? আব্বাস বলেতেন, এরা মোযায়না গোত্রের। এভাবে আবু সুফিয়ান বলেতন এদের সাথে আমার কিসের সম্পর্ক? এরপর রাসুল সা: মোহাজের ও আনসার দের সংগে নিয়ে যাচ্ছিলেন সেখানে দেখা যাচ্ছিল শুধু লৌহ শিরস্ত্রাণ। আবু সুফিয়ান বলেলেন, সুবহানুল্লাহ এরা কারা? হযরত আব্বাস বললেন, আনসার ও মোহাজেরদের সঙ্গে নিয়ে রসুল সা: যাচ্ছেন। আবু সুফিয়ান বললেন, এদের সাথে যুদ্ধ করার কার শক্তি আছে? আবুল ফযল (হযরত আব্বাসকে আবুল ফজলও ডাকা হত) তোমার ভাতিজার বাদশাহী তো বড় জবরদস্ত হয়ে গেছে। আব্বাস রা: বললেন, এটা বাদশাহী নয় এটা হচ্ছে নবুয়ত। আবু সুফিয়ান বললেন, হ্যা এখন তো তাই বলা হবে।
এদিকে মক্কায় বেশিরভাগ যোদ্ধা ভয়ে কাতর। আর কিছু উচ্ছংখল যুবক রাসুল সা: এর বাহিনীকে থামাবার ব্যার্থ প্রস্তুতি নিচ্ছে। এমন কিছু যুবকের নেতৃত্য দিচ্ছে একরামা বিন আবু জেহেল। সেই যুবকদের একজন নাম তার হাম্মাস। এদিন সে নিজ অস্ত্র মেরামত করাতে তার স্ত্রী বলল, তোমার এ প্রস্তুতি কিসের গো? হাম্মাশ বলল, মোহাম্মদ ও তার সংগীদের মোকাবেলা করার প্রস্তুতি। একথা শুনে তার স্ত্রী বলল, আল্লাহর শপথ, মোহাম্মদ এবং তার সঙ্গীদের মোকাবেলা করা কারো পক্ষে সম্ভব নয়। হাম্মাশ বলল, আল্লাহর শপথ, আমি আশা করি যে, মোহাম্মদের সঙ্গীকে তোমার দাস হিসেবে হাজির করতে পারব। এদিকে রাসুল সা: মাররাজ জাহরান থেকে রওয়ানা হয়ে যি-তুবায় পৌছালেন। এসম আল্লাহ তাআলা.....
চলবে......
বিষয়: সাহিত্য
১২৬৭ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম।
ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন