আমাদের ব্লগ আমাদের ঘর
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ১১ সেপ্টেম্বর, ২০১৪, ০২:৪৭:১৮ দুপুর
বর্তমানে অনেক অনলাইন ব্লগ আছে সেখানে আমি অনেকবার গিয়েছিলাম লেখা পোষ্ট করলে সেটা পাবলিশ করেনা। আমি অনেক বার লেখার পর ভাবলাম আমার লেখা কেন পাবলিশ হচ্ছেনা কোন কারন থাকতে পারে নিশ্চয় । অবশেষে জানতে পারলাম সেখানে জাময়াত শিবিরের বিরুদ্ধে লেখা ছাড়া পাবলিশ হবে না তবে জামায়াত শিবিরের পক্ষে না হলেও সেই লেখাকে পাবলিশ করবে।
সেকানে জামায়াত শিবিরকে নিয়ে এমন সব কথা লিখা হয় , কেন্দ্রিয় নেতৃবৃন্দ নিয়ে এমন মিথ্যাচার করা হয় তার প্রতিবাদও করা যায় না । আমি অনেকবার প্রতিবাদ করেছি কিন্তু সেই প্রতিবাদ পাবলিশ করা হয় না তাই রাগ করে তাদের ব্লগ থেকে বের হয়ে এসেছি।
অনুরোধ করব আমাদের ব্লগ পরিচালকে অনন্তত আমাদের ব্লগকে আমাদের ঘর হিসেবে যেন ব্যাবহার করতে পারি অর্থাত নিরাপদ থাকতে পারি সেই ব্যাবস্থা করবেন।
গতকাল রাত্র একজন পোষ্ট করেছে জমায়াত শিবির তালেবানকে ঝেটিয়ে যদি ব্লগ থেকে বের করে দেন তবে সরকার ব্লটি বন্ধ করবে না । আমি তো আশ্চার্য হয়ে গেছি এই লোকটার এমন লেখা পোষ্ট করার জন্য । আমাদের বাড়ীতে এসে আমাদেরকে গালি দিল আর সেই গালি জনগনকে জানতে দিবো কেন ?
যদি আমি ভুল না বুঝে থাকি তবে আমাদের ব্লগকে আমাদের ঘরের মতো রাখন যেন এখানে একটু নিরাপদে থাকতে পারি ।
সৌদিআরব রিয়াদ থেকে
বিষয়: বিবিধ
১০৮৫ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জামায়াত বা শিবির আকাশ থেকে আসেনি , হয়তো আপনার ভাই নতুবা আপনার ছেলে নতুবা আপনার পড়শির কোন রক্ত সুতারাং অযথা বিতর্ক করলে উভয়ের ক্ষতির আশংকা বেশি থাকে।
অনন্তত একটা জায়গায়তো শান্তিতে থাকতে হবে তাই না !
মন্তব্য করতে লগইন করুন