তোমার হাতে বাঁচন মরণ তুমিই সব এখন ।
লিখেছেন লিখেছেন এ এম ডি ০৫ জুন, ২০১৫, ০২:৫৩:৪২ দুপুর
প্রতিদিন নিয়মের বাঁধনে সাগরের শত স্রোতের মাঝে সূর্য উঠে ।
আমিও নিয়ম বেঁধে চাইযে শুধু তাকে ভাল বেসে যেতে ।
হোকনা সে চাঁদ অথবা কোন সূর্য কণ্যা ,
নয়তবা হবে সে রাজপুরীর কোন রাজ কণ্যা ।
সে যেই হোক,
নেই যে আমার কোন অভিযোগ ।
হতে পারে সে বোবা নয়ত কাণা
তাই বলে কি তার প্রেম করিতে আছে বারণ আছে কি মাণা ।
আর সকলের মনে মত আমার আছে ছোট একটি মন,
সেখানে প্রেম দিয়েছো যখন ,
মনের মানুষ দেওনা মিলিয়ে বিধি তখন ,
তোমার হাতে বাঁচন মরণ তুমিই সব এখন ।
বিষয়: সাহিত্য
১২০৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন