জেনে নিন ঘুমের ওষুধের বিকল্প খাবার

লিখেছেন লিখেছেন এ এম ডি ২৬ জানুয়ারি, ২০১৫, ০৯:৫৪:২৭ রাত



ঘুম নিয়ে অনেকেই বেশ সমস্যায় থাকেন। রাত হলে সময়মতো বিছানায় যান ঠিকই কিন্তু ঘুম আসে না কিছুতেই।

ঘুমের জন্য অপেক্ষা করতে করতে রাতের অর্ধেকটাই পার হয়ে যায় বিছানায় এপাশ ওপাশ ফিরে।

এমন অসহনীয় যন্ত্রণায় যারা আছেন তারা অনেকেই ঘুমানোর জন্য ঘুমের ওষুধের আশ্রয় নেন। কিন্তু ঘুমের ওষুধের প্রতি অতিরিক্ত নির্ভরশীলতাও শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর।

কিছু সাধারণ খাবার হতে পারে আপনার ঘুমের ওষুধের বিকল্প। এগুলোর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। তাই ঘুম সমস্যার সমাধানের জন্য নির্ভয়ে এবং নির্বিঘ্নেই খেতে পারেন এসব খাবার। জেনে নিন কিছু খাবার সম্পর্কে যেগুলো হতে পারে আপনার ঘুমের ওষুধের বিকল্প।

পাকা কলা

কলা খেলে রাতে ভালো ঘুম হয়। কলাকে ঘুমের ওষুদের বিকল্পও বলা যেতে পারে। কলায় আছে ম্যাগনেসিয়াম যা মাংসপেশীকে শিথিল করে। এছাড়াও কলা খেলে মেলাটোনিন ও সেরোটোনিন হরমোন নির্গত হয়ে শরীরে ঘুমের আবেশ নিয়ে আসে। তাই যাদের ঘুম হয় না তারা রাতের খাবারে কলা রাখতে পারেন।

হালকা গরম দুধ

হালকা গরম দুধ হতে পারে ঘুমের ওষুধের বিকল্প। অনেকেরই রাতের ঘুমে সমস্যা হয়। যারা রাতে ঠিক সময়ে ঘুমাতে পারছেন না কিংবা বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছেন তারা রাতে ঘুমানোর আগে হালকা গরম দুধ খেয়ে ঘুমাতে পারেন। দুধে আছে ট্রাইপটোফান ও এমিনো এসিড যা ঘুম ঘুম ভাব সৃষ্টি করে। এছাড়াও দুধের ক্যালসিয়াম মস্তিষ্কে ট্রাইপটোফান ব্যবহারে সহায়তা করে। এক গ্লাস দুধ খেলে আপনার মানসিক চাপ অনেকটাই কমে যায় এবং শরীর কিছুটা শিথিল হয়ে ঘুমে সহায়তা করে।

মধু

মস্তিষ্কে ওরেক্সিন নামের একটি নিউরোট্রান্সমিটার আছে যা মতিষ্ককে সচল রেখে ঘুমের ব্যাঘাত ঘটায়। রাতে ঘুমানোর আগে মধু খেলে মস্তিষ্কে গ্লুকোজ প্রবেশ করে এবং ওরেক্সিন উৎপাদন বন্ধ করে দেয় কিছুক্ষণের জন্য যা আপনাকে দ্রুত ঘুমিয়ে পড়তে সহায়তা করবে।

আলু

সেদ্ধ আলু বা রান্না করা আলু আপনার রাতের ঘুমের সহায়ক একটি খাবার হতে পারে। আলু খেলে ট্রাইপটোফানের ফলে সৃষ্ট হাই তোলায় ব্যাঘাত সৃষ্টিকারী এসিড নষ্ট হয়ে যায়। ফলে আপনার মস্তিষ্ক বেশ দ্রুতই আপনাকে ঘুমিয়ে পড়তে সহায়তা করতে পারে।

ওটমিল

যারা ওজন সমস্যায় থাকেন তারা অনেকেই ওটমিল খেয়ে থাকেন। ওটমিলে আছে ঘুমে সহায়ক মেলাটোনিন। তাই রাতের খাবার হিসেবে ওটমিল খেলে একদিকে আপনার ওজনটা নিয়ন্ত্রণে থাকবে, অন্য দিকে আপনার রাতের ঘুমটাও ভালো হবে।

বাদাম

রাতের ঘুমের জন্য আরেকটি উপকারী খাবার হলো বাদাম। যাদের রাতে ঘুমাতে সমস্যা হয় তারা প্রতিদিন রাতের খাবারে ১০/১২ টি বাদাম খেলে রাতের ঘুম ভালো হবে।

এ তথ্য পাওয়া যায়

বিষয়: বিবিধ

১৫৬৫ বার পঠিত, ২১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

301880
২৬ জানুয়ারি ২০১৫ রাত ১০:৫৪
শেখের পোলা লিখেছেন : উপকারী পোষ্টের জন্য অসংখ ধন্যবাদ৷
০৫ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১০:১৮
245130
এ এম ডি লিখেছেন : ধন্যবাদ ভালো থাকবেন
301883
২৬ জানুয়ারি ২০১৫ রাত ১০:৫৯
অনেক পথ বাকি লিখেছেন : থ্যাংকু থ্যাংকু
০৫ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১০:১৮
245131
এ এম ডি লিখেছেন : ধন্যবাদ ভালো থাকবেন
301885
২৬ জানুয়ারি ২০১৫ রাত ১১:০৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো
একটু দুধ ঘুম ও ভাল করে আর শিশুদের জন্য জরুরি ক্যালসিয়াম এর সরবরাহ ও দেয়।
০৫ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১০:১৮
245133
এ এম ডি লিখেছেন : ধন্যবাদ ভালো থাকবেন
301892
২৬ জানুয়ারি ২০১৫ রাত ১১:২৪
আফরা লিখেছেন : আল্লাহর রহমতে আমার ঘুমের সমস্যা নেই কিন্তু বেশী ঘুমাই না ৫ ঘন্টা ,সারে ৫ ঘন্টার বেশী মোটে ও না ।

যাদের ঘুমের সমস্যা তাদের জন্য দরকারি তাদের পক্ষ থেকে আমি আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া ।
০৫ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১০:১৮
245132
এ এম ডি লিখেছেন : ধন্যবাদ ভালো থাকবেন
২১ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৭:৩৩
251299
গাজী সালাউদ্দিন লিখেছেন : ৫/সাড়ে৫ ঘণ্টার বেশি না ঘুমিয়ে থাকা কিভাবে সম্ভব???? প্রতিদিন কি একই নিয়ম মেনে চলতে পারেন? অবিশ্বাস্য মনে হচ্ছে 'পনি'!
301902
২৭ জানুয়ারি ২০১৫ রাত ১২:০৪
বাজলবী লিখেছেন : দরকারী পোষ্ট। ধন্যবাদ।
০৫ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১০:১৮
245134
এ এম ডি লিখেছেন : ধন্যবাদ ভালো থাকবেন
303086
০৫ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৯:৩৩
বান্দা লিখেছেন : আমি ৮ ঘন্টা ঘুমাই,বেশ ঘুম হয়।
০৫ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১০:১৮
245135
এ এম ডি লিখেছেন : ধন্যবাদ ভালো থাকবেন
308529
১২ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৬:০৩
গোলামুল্লাহ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদClick this link
০৫ জুন ২০১৫ দুপুর ০২:৫৭
266761
এ এম ডি লিখেছেন : অনেক ধন্যবাদ
310282
২১ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৭:৩৩
গাজী সালাউদ্দিন লিখেছেন : ভাল পরামর্শ দিলেন, সাথে ওইসব কেনার টাকাটা দিয়ে দিল ভাল হত।
০৫ জুন ২০১৫ দুপুর ০২:৫৮
266762
এ এম ডি লিখেছেন : অনেক ধন্যবাদ বিকাশ নম্বর দিয়েন দিমুনি ।Good Luck
311631
২৯ মার্চ ২০১৫ দুপুর ০২:৫৩
০৫ জুন ২০১৫ দুপুর ০২:৫৯
266764
এ এম ডি লিখেছেন : অনেক ধন্যবাদ মুন্সি ভাই । ভালো থাকবেন ।
১০
320061
১৪ মে ২০১৫ সন্ধ্যা ০৬:৫৫
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ধন্যবাদ, ভালো লাগলো
০৫ জুন ২০১৫ দুপুর ০২:৫৯
266765
এ এম ডি লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File