নিরাপত্তা চেয়ে জিডি করলেন হ্যাপী বুবু

লিখেছেন লিখেছেন এ এম ডি ২৬ ডিসেম্বর, ২০১৪, ১২:১৪:৩৫ দুপুর



জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেনের বিরুদ্ধে ধর্ষণ মামলা করে সংবাদ শিরোনাম হওয়া ঢাকাই চলচ্চিত্রের উঠতি নায়িকা নাজনীন আক্তার হ্যাপী রাজধানীর মিরপুর মডেল থানায় গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় তার নিজের নিরাপত্তার জন্য সাধারণ ডায়েরি (জিডি নম্বর-২২৮৭) করেছেন।

আমাদের সময়কে এদিন হ্যাপী বলেন, কয়েক দিন ধরে মামলা তুলে নেওয়ার জন্য মুঠোফোনে আমাকে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। দু-এক দিনের মধ্যে মামলা তুলে না নিলে অপহরণ ও গুম করে ফেলা হবে বলেও ভয় দেখানো হচ্ছে। বাসা থেকে বেরোলেই বড় ধরনের ক্ষতি করবে বলে বলা হচ্ছে। ফোনে হুমকিদাতার পরিচয় জানতে চাইলে বলছে, ‘আপনার শুভাকাক্সক্ষী’। হ্যাপী বলেন, আমি মনে করি, রুবেলই এসব করাচ্ছে। এ কারণে থানায় বিষয়টি জানিয়ে রাখলাম। আমার আইনজীবী অ্যাডভোকেট তুহিন হাওলাদারের পরামর্শক্রমে জিডি করলাম।

হালে দেশব্যাপী আলোচনায় আসা হ্যাপীর ফরেনসিক রিপোর্ট বলছে, তিনি ধর্ষণের স্বীকার হননি। তাই রুবেলের বিরুদ্ধে করা মামলা তুলে নেবেন কি না, এমন প্রশ্নে তিনি বলেন, মামলা তুলে নেওয়ার প্রশ্নই ওঠে না। ন্যায় বিচার পাওয়ার আগ পর্যন্ত যতদিন বেঁচে থাকব ততদিন মামলা চলবে। ফরেনসিক রিপোর্টের বরাদ দিয়ে কিছু গণমাধ্যম বিভ্রান্তিকর ও রুচিহীন সংবাদ পরিবেশন করছে, যা ফরেনসিক প্রতিবেদনে নেই বলেও মন্তব্য তার।

উল্লেখ্য, গত ১৩ ডিসেম্বর বিকালে অভিনেত্রী হ্যাপী ক্রিকেটার রুবেল হোসেনের বিরুদ্ধে মিরপুর থানায় একটি ধর্ষণ মামলা করেন। গত বুধবার সন্ধ্যায় হ্যাপীর ফরেনসিক রিপোর্ট মিরপুর থানায় পৌঁছায়।

বিষয়: বিবিধ

১১০৬ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

297274
২৬ ডিসেম্বর ২০১৪ দুপুর ০২:২১
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : এই অসহায় মেয়েটার পাশে সবার দাঁড়ানো উচিত। Rose
২৬ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৪৭
240761
এ এম ডি লিখেছেন : আহারে কি যে কষ্ট লাগে
২৭ ডিসেম্বর ২০১৪ সকাল ০৭:৫৯
240832
হতভাগা লিখেছেন :


এবার দেখি কে আসে হ্যাপীকে আনহ্যাপী করতে
297291
২৬ ডিসেম্বর ২০১৪ দুপুর ০৩:২৯
হতভাগা লিখেছেন : পরের জন্য গর্ত খুঁড়লে নিজেকেই সেখানে পড়তে হয়
২৬ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৪৮
240762
এ এম ডি লিখেছেন : একেবারে সত্য কথা বলেছেন সহমত
297320
২৬ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৪১
মামুন ইসলাম ৃন লিখেছেন : কিছের নিরাপর্ত্তা সে কি দেশের প্রধান মন্ত্রী
২৬ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৪৮
240763
এ এম ডি লিখেছেন : মনে হয়
297422
২৭ ডিসেম্বর ২০১৪ সকাল ০৯:৩৫
জুনায়েদ আহমদ লিখেছেন : পরের জন্য গর্ত খুঁড়লে নিজেকেই সেখানে পড়তে হয়
297440
২৭ ডিসেম্বর ২০১৪ দুপুর ১২:২০
ইসলামী দুনিয়া লিখেছেন : এসব খবর শুনার টাইম আছে?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File