আমার এ লেখা এ সমাজের সকল তরুণ তরুণি ভাই বোনদের জণ্য

লিখেছেন লিখেছেন এ এম ডি ১৭ ডিসেম্বর, ২০১৪, ১১:৫২:২৫ সকাল

ব্লগের ও সমাজের সকল তরুণ ভাইদের সজাগ করে দেওয়া ।গতকালকে রাতে আমি যখন বাসায় যাই তখন আমার চোখের সামনে একটি ঘটনা ঘটলো ।

ঘটনাটি হলো রাষ্টার পাশে তিন চারজন তরুন দাড়িয়ে ছিল এবং কয়েক জন মধ্য বয়সের লোক দাড়ানো ছিল হঠাৎ করে তাদের সামনে একজন বয়সক লোক এসে বলছে বাবা আমি আমার গ্রামের বাড়ি থেকে ঢাকায় এই প্রথম এসেছি আসার পথে ট্রেনে আমার ব্যাগটি হারিয়ে ফেলেছি ব্যাগে ভিতরে আমার ছেলে তার কাছে পৌছানোর যে ঠিকানা দিছিলো তাও হারিয়ে গেছে ।শহরের রাস্তাঘাট তেমন একটা চিনি জানি না । এখন আমার বাড়ি ফিরে যাওয়া ছাড়া আর কোন রাস্তা নাই কিন্তু বাড়ি ফিরে যেতে হলে কিছু টাকা দরকার গাড়ি ভাড়া ও রাস্তা খরচের জন্য তাও ছিল না লোকটির কাছে ।লোকটি সকালে এসে পৌছেছে আর তখন বাজে রাট ১০টা অথচ তখন নাকী সে কিছু খাওয়া দাওয়া করে নায় লোকটিকে দেখে ও তার কথা শুনে প্রথমে একটু অন্যরকম মনে হলেও পরে বুঝা গেল আসলেই লোকটি বিপদে পড়েছে ।

যাই হোক সেখানে তরুণ ছেলে ছাড়াও কিন্তু আর মধ্য বয়সের উপযুক্ত ও বুড়ো বয়সের অনেক লোক ছিল কেউ এগিয়ে আছে নাই ।

এগিয়ে আসলো কারা তরুণেরা । লোকটিকে সাহার্য করার জন্য কারা হাত বাড়ালো তরুণেরা

হাত বাড়ালো ।

আজকাল দেখা যাচ্ছে দেশে এ ধরনে অনেক কাজে আমাদের তরুণ সমাজ সবার আগে এগিয়ে আছে ।

আজ দেখুন আমাদের সমাজের সর্বাপেক্ষা সতেজ ও সজীবতম অংশ হলো তরুণ সমাজ । গ্রাম থেকে শহর শহর থেকে গ্রাম একটু ভাল করে নজর দিলে দেখা যাবে আমাদের সমাজের তরুণেরা কত অসাধ্য কাজ সাধ্য মতো চেষ্টা করে তারা সে কাজগুলো জয় করেছে ।

একটু তাকালে দেখা যাবে ৮৮,৯১,ও ৯৮ সনের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের পাশ্বে সকলের আগে এই তরুন সমাজ দাড়িয়ে ছিলেন ।

আমাদের সমাজে যেখানে আজ তরুণিদের নানান ভাবে কুসংস্কারে পায়ে শিকল দিয়ে ঘরে বেধে রাখতে চাইছে এবং সমাজের অনেক তরুনি বোনেরা ঘরের বাহিরে সমাজের উৎসনে যাওয়া ছেলেরা নানান ধরনের ইভ টিজিং করছে সেখানে আমাদের সমাজের অসাহায় তরুণিরা তরুণদের পাশাপাশি কর্ম জীবন থেকে শুরু করে নানান ধরনের আর্মানবতার কাজে এগিয়ে যাচ্ছেন ।

আমাদের সমাজে যে কোন দুংখ দুরদর্শা মোচনের জন্য যে কোন ধরনের সাহার্য সহযোগিতায় সবার আগে এগিয়ে আছে আমাদেরই সমাজের সকল তরুণ ও তরুনিরা ।

আমরা সকলে মিলে একটু লক্ষ করলে দেখতে পারি আমাদের সমাজের তরুণ তরুণিরা দেশের জন্য এ সমাজের জন্য তিলে তিলে নিজেদেরকে কিভাবে উৎসর্গ করছে আর তাদের কাছে আমাদেরকে এ সমাজকে তাদের কাছে ঋৃনী করছে ।

তাই আমাদের সমাজের সকলকে মিলে কোন বিধি নিষেধের ফাধে না ফেলে বা পায়ে কোন বন্দী শিকল না পড়িয়ে সমাজে সকল ভাল কাজ গুলোতে তরুণ সমাজের নব তরুণ তরুণিদের উৎসাহ দেওয়া উচিৎ সর্ব সময় ।

শুধু আর্তমানবতার কাজে নয় আমরা চাইলে আমাদের সমাজের তরুণ তরুণিদের নিরক্ষতা দূরীকরন কাজেও উৎসাহিত করতে পারি । অনেক ধরনের জনসচেতনমূলক কাজেও তাদের উৎসাহ দেওয়া যেতে পারে ।

আমার এ লেখা সমাজের সকল তরুন তরুণি ভাই বোনদের উৎসর্গ করলাম ।

বিষয়: বিবিধ

১৩৬৩ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

295170
১৭ ডিসেম্বর ২০১৪ দুপুর ১২:৪২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
১৮ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৪:৫৬
238971
এ এম ডি লিখেছেন : আপনাকেও ধন্যবাদ ভাই
295184
১৭ ডিসেম্বর ২০১৪ দুপুর ০১:১৬
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
১৮ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৪:৫৬
238972
এ এম ডি লিখেছেন : আপনাকেও ধন্যবাদ ভাই
295500
১৮ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:০৬
মোতাহারুল ইসলাম লিখেছেন : আপনাকে অসংখ্য ধন্যবাদ।
২৩ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৩০
240212
এ এম ডি লিখেছেন : আপনাকেও ধন্যবাদ ভাই
296965
২৪ ডিসেম্বর ২০১৪ রাত ০৮:৪২
মামুন ইসলাম ৃন লিখেছেন : ভালো কথা কইছেন
২৬ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৫০
240764
এ এম ডি লিখেছেন : এই আরকি কিছু কথা ভালো আর মন্দ মিলিয়ে।
296967
২৪ ডিসেম্বর ২০১৪ রাত ০৯:১৪
নিরবে লিখেছেন : ভালো লাগলো
২৬ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৫১
240765
এ এম ডি লিখেছেন : ধন্যবাদ
297322
২৬ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৫০
এ এম ডি লিখেছেন : ধন্যবাদ
২৬ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৫২
240766
এ এম ডি লিখেছেন : ধন্যবাদ
297718
২৮ ডিসেম্বর ২০১৪ রাত ০৮:০১
নাবিলা লিখেছেন : অনেক ভালো লাগলো
৩০ ডিসেম্বর ২০১৪ সকাল ০৯:০৫
241299
এ এম ডি লিখেছেন : ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File