আমি একা এক একালি
লিখেছেন লিখেছেন এ এম ডি ১৭ সেপ্টেম্বর, ২০১৪, ১১:৪১:১৪ রাত
আমি একা এক একালি
তুমি সে সকালি
প্রতি দিন কাদে থাকে লাঙ্গল,
থাকে জোয়াল ।
হাতে থাকে এক জোরা গরু,
ও দিয়ে হয় সকালি শুরু।
হই না কখন ক্ল্যান্ত,
হয় হোক যত খ্যান্ট।
নাই রোদ নাই বৃষ্টি,
সবই যেন অপরুপ সৃষ্টি।
মাঝ রোদ দূপরে ,
থাকি বসে গাছের নিচে,
পথ থাকি চেয়ে কখন আসবে ,
পায়ের ছন্দে ছন্দে তুলবে নূপুরে।
রমনী কলসি কাদে ভাতের পেয়ালা হাতে,
দেখেই মুগ্ধ হয় মন তাতে ।
মনতা থাকে শান্ত ,
হয়না কখন খ্যন্ত।
আসবে আষাঢ় ভাদ্র,
ওহ পচন্ত রোদের তদ্র।
খেয়ালী মন পেয়ালী বন,
থাকবে শুগন্ধ,
কবে আসবে সে বসন্ত।
বিষয়: সাহিত্য
১২০৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন