দুপরের লান্স
লিখেছেন লিখেছেন এ এম ডি ২৩ আগস্ট, ২০১৪, ০৩:১১:১৮ রাত
ভালো লাগা আর ভাল বাসা এক না
যানে একথা সবাই তবু তুমি তোমার মুখে বলনা একবার
কি বলবো তোমাকে ভালবাসি কি না তোমাকে ভাল লাগে কি নাঃ
হ্যা প্রিয়তমা তাইঃ
ঠিক আছে বলছিঃ হ্যা তোমাকে ভালো লাগে । আর হ্যা ভালোবাসি তোমাকে আর কিছু না কিছুনা । তুমি না সোহান মাঝে মাঝে এমন কিছু কর যা দেখলে আমার গাঁ জ্বলে । কেন লক্ষী এমন আবার কি করলাম । এইযে এখন প্রশ্ন করলে কিসব আজগবি আবোল তাবোল ।
না লক্ষী রাগ করনা বেশি ভালবাসা থেকেই এমন হয় ।
এই ধর তোমাকে বেশি ভালবাসি বলেইত মাঝে মধ্যে এ পাগলামী ।
এই যা তোমাকে একটা বলতে বুলে গেছি । সে কি আবার সোহান কি কথা না বলছিলাম কি আজ দুজনে মিলে কোন ভাল হোটেল থেকে দুপরের খাবার শেষ করবো । সে কি কথা সোহান সব খাবার যোদি আমরাই শেষ করি তাহলে অন্য রা কি খাবে ।
দূর ছাই আমি কি তা বলেছি নাকী আমি বলেছি দুপরের লান্সের কথা । ও সে কথা আগে বলবানা । ঠিক আছে জানু লক্ষী তাই হবে ।
বিষয়: সাহিত্য
১০০৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন