রিমান্ড দাগি আসামীদের জন্য - বর্তমানে রিমান্ড রাজনৈতিক নেতাদের জন্য ::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ২৯ জুলাই, ২০১৫, ০৪:৫৫:১৪ বিকাল



খুনি , চুরি ,ডাকাতি বা চরম পন্থা অবলম্বনকারীদের থেকে প্রকৃত সত্য উতঘাটনের জন্য প্রশাসনিক ভাবে একপ্রকার শাস্তির মাধ্যমে কথা আদায় করা হয়।

যদি সেই আসামিগন লঘু শাস্তির মাধ্যমে সত্য বলতে না চায় তখন রিমান্ডের মতো কঠিন শাস্তি দিয়ে তাদেরকে বাদ্ধ করা হয় আসল ঘটনার বর্ননা দিতে।

কিন্তু বর্তমানে রাজনৈতিক শির্ষনেতৃবৃন্দদেরকে প্রেফতারের পরেই রিমান্ডের আবেদন করে থাকে গোপালী পুলিশ। একদিন দুই দিন না রিমান্ডের মাত্রা এমন হয়েছে যে দুই মাস অবধি রিমান্ডের মাধ্যমে কথা আদায়ের চেষ্টা করে।

কিন্তু দুঃখ জনক হলেও সত্য যে এযাবত কাল বড় বড় নেতাদেরকে যে লম্বা লম্বা রিমান্ডের মাধ্যমে গুরুত্বপুর্ন কথা আদায়ের যেই পুলিশি বৃবিতি দেখেছি কিন্তু পরবর্তিতে আর জানা যায়নি সেই গুরুত্বপুর্ন কি তথ্থ পুলিশ আদায় করেছিল ?

আসলে কোন তথ্থ আদায় হয়িনি ।

বিরোধীদলের নেতাদেরকে সামাজিক ভাবে হেয়ও করা এবং শাররিকভাবে কষ্ট দিয়ে আত্বতৃপ্তি লাভ করাই সরকারের দেওয়া পুলিশি এজেন্ডা।

যারা রিমান্ডের মতো কঠিন শাস্তি প্রয়োগ করছে এরা অন্ধকার জগতের লোক , ভাড়া করা সন্ত্রাসী , কিলার বাহীনির সদস্য।

রিমান্ডের আগে নেতারা পায়ে হেটে থানায় যায় , রিমান্ড শেষে স্টেচারে করে অথবা হুইল চেয়ারে করে কোর্টে তোলা হয়।

প্রকৃত পুলিশ বাহীনি ভাল করে জানে সরকারের মেয়াদ নিদৃষ্ট সময় কিন্তু চাকুরী অনেক বছর । তাই তাদের সামনে সব দলের লোকই সমান। তারা কখনো এমন জানোয়ারের মতো আচরন করবে না।

তাইতো অতিত ভুল থেকে শিক্ষা নিতে হবে এবং ভবিষ্যতের পরিকল্পনা এটে সামনে যেতে হবে।

বিষয়: বিবিধ

১২২৫ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

332490
২৯ জুলাই ২০১৫ বিকাল ০৫:৩৮
হতভাগা লিখেছেন : জামায়াত-শিবিরের নেতাকর্মীদের জন্য মনে হয় উনারা ভিন্ন রকমের থেরাপী ব্যবহার করেন
২৯ জুলাই ২০১৫ বিকাল ০৫:৪৫
274779
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : জারা রিমান্ডে যাচ্ছে তাদেরকে জিজ্ঞাসা করুন শুনতে পাবেন
সালাহউদ্দিন কাদের চৌধুরীকে রিমান্ডে নিয়ে তার হাতের এবং পায়ের নোখ প্লাস দিয়ে উপড়ে ফেলেছিল সেটা কি শুনেছিলেন ?
রিমান্ডে ছাত্রদল সভাপতি রাজীব , সেখানে কি তাকে আশির্বাদ করতে নিবে ?
এই সরকার সবাইকে থেরাপি দিচ্ছে
332503
২৯ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৬:৪৫
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : রিমান্ডের নামে যা হচ্ছে তা অকল্পনীয়
২৯ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৭:০৩
274787
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : বউ যখন শ্বাশুড়ী হবে ?
332524
২৯ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৭:২২
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : রিমান্ডের আবেদন করে থাকে গোপালী পুলিশ.... রিমান্ডের আগে নেতারা পায়ে হেটে থানায় যায় , রিমান্ড শেষে স্টেচারে করে অথবা হুইল চেয়ারে করে কোর্টে তোলা হয়....!?-প্রকৃত পুলিশ বাহীনি ভাল করে জানে সরকারের মেয়াদ নিদৃষ্ট সময় কিন্তু চাকুরী অনেক বছর । তাই তাদের সামনে সব দলের লোকই সমান। তারা কখনো এমন জানোয়ারের মতো আচরন করবে না। অনেক ধন্যবাদ
২৯ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৭:৩৮
274791
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ
332529
২৯ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৭:৪৩
শেখের পোলা লিখেছেন : কথায় বলে,"ঘুঁটে পোড়ে আর গোবর হাঁসে," সে জানেনা, "তারও একদিন আছে শেষে৷"
২৯ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৭:৪৫
274793
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : সহমত
আপনাকে ধন্যবাদ
332581
৩০ জুলাই ২০১৫ রাত ০২:৪৭
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : এই রিমান্ড সংস্কৃতির জনক মঈনুদ্দিন-ফখরুদ্দিন মুচি..যারা এখন আমেরিকায় গিয়ে ঝাড়ু দিচ্ছে..
৩০ জুলাই ২০১৫ সকাল ০৯:৫৯
274875
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ঝাড়ুদারের ট্রেনিং দিক এটা শরিরের জন্য ভাল

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File