নৌকা ছাড়া গতি নাই.....!!!!!.
লিখেছেন লিখেছেন ইমরোজ ২৯ জুলাই, ২০১৫, ০৬:৪৮:২৯ সন্ধ্যা
ধারাবাহিকভাবে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা মানে বঙ্গোপসাগরের উচ্চতা বেড়েই চলেছে। গত ১০০ বছরে এ উচ্চতা বেড়েছে প্রায় ২৫ সে.মি পর্যন্ত। এ বৃদ্ধির হার গত ৩০০ বছরের তুলনায় ১০ গুণ । সুতরাং গানিতিক হিসাবে ২০৫০ সালে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়বে এখনকার চেয়ে ২৫ সেন্টিমিটার । যার ফলে বাংলাদেশের ৪ শতাংশ ভূমি সমুদ্রের পানির নিচে চলে যাবে আর ২১০০ সালের মধ্যে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা ১ মিটার বৃদ্ধি পেয়ে বাংলাদেশের ১৭ শতাংশ সমুদ্রের দখলে চলে যাবে।এ নিয়ে সরকারের আদৌ কোন গবেষণা বা পরিকল্পনা আছে বলে জানা নেই ।
তাই অনেক দিন আগে নিউইয়র্কের টাইমস ম্যাগাজিনের এক সমীক্ষায় পড়েছিলাম ২০৫০ সালের মধ্যে চট্টগ্রাম সহ বাংলাদেশের অনেক দক্ষিণাঞ্চল সমুদ্রের তলে বিলীন হবে । খবরটি পড়ে বাবা মাকে মজা করে বলেছিলেন "এইজন্যই তো আমি এখানে কোন জমিজমা কিনি না ।" আর প্রাণের শহর চট্টগ্রাম ছেড়ে আসার পর আঙ্গুর ফল টক সান্তনায় বলেছিলাম "এই শহরই তো থাকবে না...তাই মায়াকান্না দিয়ে লাভ কি ?? "
২০১৫ র বর্ষা মৌসুমে টানা বৃষ্টির পানিতে থৈ থৈ করছে বন্দরনগরীর গুরুত্বপূর্ণ সড়কসহ অধিকাংশ নীচু অঞ্চল। জলাবদ্ধতায় নাকাল নগরবাসী। অথচ নগর পিতার চেয়ারে বসা চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির উদ্দিন এর কাছে এখন জলাবদ্ধতা বড় কোন সমস্যা নয়! তাই আমার মনে হয় বাংলাদেশের সবচেয়ে সম্ভাবনাময় চট্টগ্রাম শহর ডুবার জন্য ২০৫০ পর্যন্ত অপেক্ষা করতে হবে না ।
বৃষ্টির পানিতে যা সৃষ্টি হচ্ছে তা জলাবদ্ধতা নয়, সাময়িক জলজট। এত পানি আসলে যাবে কোথায়? কর্ণফুলী নদী ড্রেজিং না করে উল্টো ভরাট করে ফেলা হয়েছে।আনয়ারায় কর্ণফুলী মোহনার জলবায়ু শোষণকারী উপকুলীয় বনগুলিকে ধ্বংস করে ফেলা হয়েছে ।তাই জোয়ারের পানি ওভার ফ্লো হয়ে নগরীতে ঢুকে পড়ছে। বহদ্দারহাট বারইপাড়া থেকে কর্ণফুলী নদী পর্যন্ত খাল খননের জন্য প্রকল্পটি এখনও সপ্নদোষই হয়ে আছে । নালার উপর যত্রতত্র বহতল ভবন আর মার্কেট হয়ে আধুনিক নগরায়ণ হয়েছে । এ যেন আগায় বসে গোঁড়া কাটার মত উন্নয়নের জোয়ার।
হুম্মম্মম্ম.................দেশে নৌকা ছাড়া গতি নাই.....!!!!!.
এ কথা শুনে তোমরা যারা তাচ্ছিল্যের হাসি হাস......
তাদের এই মৌসুমে এক সপ্তাহের জন্য হালিশহর আগ্রাবাদ মুরাদপুর ট্যুরে পাঠানো হোক । তখন বুঝবা উনারা কোন দূরদর্শিতায় এই কথাটা বলে
বিষয়: বিবিধ
১১৬৯ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
রিসার্স টীমের ধারনা ,সমুদ্র পৃষ্ঠের উচ্চতা
বেড়ে গেলে বাংলাদেশ পানির তলে থাকবে। তখন হয়তো বা নৌকাতে থাকতে হবে।
মন্তব্য করতে লগইন করুন