বাঙলাভাষার এক নম্বর ছন্নছাড়া কবিতা

লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ২৯ জুলাই, ২০১৫, ০৪:৪৮:২৫ বিকাল



সক্রেটিস, সার্ত্র, কান্ট, বিভোতে বিভোর থাকো

ফুকো, দেরিদা, লাতুর-আতুর সবই বুঝো

কবিতা বুঝবে না কেন?

অআকখ, এবিসিডি, আলিফবাতা ভালোই পারো

ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথমেটিক্স সবই বুঝ

কবিতা বুঝবে না কেন?

অস্থিমজ্জা, অঙ্গসজ্জা, লাজলজ্জায় বেশ মনোযোগ দাও

এমব্রিওলজি, প্যালিওনটোলজি, মরফোলজি, এ্যানথ্রপলোজি, সবই বুঝ

কবিতা বুঝবে না কেন?

রেডিও-টিভি এফএম-ইউটিউব পাগল হয়ে শোন

রক-ফোক, ক্লাসিক, জাজ, মেটাল, ফিউশন সবই বুঝ

কবিতা বুঝবে না কেন?

ক্লাসিক, কত্থক, সালসা, ঝুমুর, বানোয়া কতকিছু শেখো

ব্রেক-বেলি-বেলেট, হিপহপ, গ্যা্ঙনাম স্টাইল সবই বুঝ

কবিতা বুঝবে না কেন?

চাষাবাদ, আশাবাদ করতে করতে জীবন বর্বাদ

নারীবাদ, পুজিবাদ, সাম্যবাদ, ফ্যাসিবাদ সবই বুঝ

কবিতা বুঝবে না কেন?

ভাত, ডাল, মাছ, পেয়াজ-কাচামরিচ যদি বুঝ

লেপ-তোষক, বালিশ-কাথা, চাদর যদি বুঝ

তাহলে কবিতাও বুঝবে;

কবিতা বুঝবে না কেন?

সক্রেটিস, সার্ত্র, কান্ট, বিভোতে বিভোর থাকো

ফুকো, দেরিদা, লাতুর-আতুর সবই বুঝো

কবিতা বুঝবে না কেন?

অআকখ, এবিসিডি, আলিফবাতা ভালোই পারো

ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথমেটিক্স সবই বুঝ

কবিতা বুঝবে না কেন?

অস্থিমজ্জা, অঙ্গসজ্জা, লাজলজ্জায় বেশ মনোযোগ দাও

এমব্রিওলজি, প্যালিওনটোলজি, মরফোলজি, এ্যানথ্রপলোজি, সবই বুঝ

কবিতা বুঝবে না কেন?

রেডিও-টিভি এফএম-ইউটিউব পাগল হয়ে শোন

রক-ফোক, ক্লাসিক, জাজ, মেটাল, ফিউশন সবই বুঝ

কবিতা বুঝবে না কেন?

ক্লাসিক, কত্থক, সালসা, ঝুমুর, বানোয়া কতকিছু শেখো

ব্রেক-বেলি-বেলেট, হিপহপ, গ্যা্ঙনাম স্টাইল সবই বুঝ

কবিতা বুঝবে না কেন?

চাষাবাদ, আশাবাদ করতে করতে জীবন বর্বাদ

নারীবাদ, পুজিবাদ, সাম্যবাদ, ফ্যাসিবাদ সবই বুঝ

কবিতা বুঝবে না কেন?

ভাত, ডাল, মাছ, পেয়াজ-কাচামরিচ যদি বুঝ

লেপ-তোষক, বালিশ-কাথা, চাদর যদি বুঝ

তাহলে কবিতাও বুঝবে;

কবিতা বুঝবে না কেন?

বিষয়: সাহিত্য

১১১১ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

332482
২৯ জুলাই ২০১৫ বিকাল ০৫:১১
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..


ভারি সুন্দর!!
দু'বার পড়লাম, দিয়েছেন-ই যখন!!


কবিতা বুঝবেনা মানে?
প্রয়োজনে গুলে খাওয়ানো হবে!! :D/
০১ আগস্ট ২০১৫ বিকাল ০৪:৩৭
275217
সুমন আখন্দ লিখেছেন : অতএব কবিতা কায়েম কর!Praying
332504
২৯ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৬:৪৬
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : Excellent Excellent Thumbs Up Thumbs Up খুব ভালো লাগলো পড়ে। ধন্যবাদ আপনাকে
০১ আগস্ট ২০১৫ বিকাল ০৪:৩৬
275216
সুমন আখন্দ লিখেছেন : আপনাকে Happy>- ধন্যবাদ
332598
৩০ জুলাই ২০১৫ সকাল ০৬:৩১
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : হাহাহা‍ দারুণ বলেছেন স্যার
০১ আগস্ট ২০১৫ বিকাল ০৪:৩৬
275215
সুমন আখন্দ লিখেছেন : শুকরিয়া
332605
৩০ জুলাই ২০১৫ সকাল ০৬:৫৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : কবিতা বুঝিনা বলেই তো কবিতাটা বুঝতে পরলাম না!
০১ আগস্ট ২০১৫ বিকাল ০৪:৩৬
275214
সুমন আখন্দ লিখেছেন : Surprised Praying

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File