যে শাস্তি খালেদা জিয়ার জন্য অবধারিত
লিখেছেন লিখেছেন সেলাপতি ২৯ জুলাই, ২০১৫, ০৪:৩৯:৪০ বিকাল
বাংলাদেশের রাজনীতিতে এক দুরন্ত পুরুষ সালাহ উদ্দিন কাদের চৌধুরী । তিনি এমন এক রাজনীতিক ভয় যার অচেনা । ৮৬ সালের নির্বাচেনে খালেদা যখন একা তখন সালাহউদ্দিন কাদের এসে খালেদার পাশে দাড়ান । ৯৬ সালেও একই ভাবে বিপদে পাশে থাকেন এই সাকা । আজ তাঁর ফাঁসি। বিএনপি সরে আছে । এর মুল্য খালেদাকে যেমন দিতে হবে তেমনি বিএনপি তথা তারেককে ও দিতে হবে । কারন বিএনপির কাছে বিশ্বস্ত লোকের তেমন একটা উদাহরন নেই । এই দলে বিইমানের কোন অভাব নই । খালেদা আবার প্রমান করলেন তিনি ত্যাগি মানুষকে মুল্য দিতে জানেন না ।
একজন সাকা পেতে খালেদা কে আরও ৫০ বৎসর অপেক্ষা করতে হবে ।
বিষয়: বিবিধ
১২৮৪ বার পঠিত, ২০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
Can you dig it, সাকাr ?
একসময় সাদা জামা রাখতে গিয়ে দেখা যাবে ধুলাবালির ভিতর জামাটি আর সাদা নাই
ব্লগারের প্রতি সহমত
একজন বয়স্ক মহিলাকে অপবাদ দেওয়ার আগে আপনি একজন যুবক বা তরুণ নিজে গিয়ে নেমে রাজপথে প্রতিবাদ জানান।
ভেবে দেখুন আজ যদি খালেদার স্থানে হাসিনা থাকতো ব্যাপারটা কি এমন দাড়াত ?
এমেরিকা পালিয়ে গিয়েছিল।
সেটাই করত হাসিনা!
এবং পরিস্থিতি ও'রকম হলে আবারো সেটাই করবে।
বি. এন. পি. আওয়ামী কুত্তাদের সাথে এরকম বাজে আচরন করেনি। বি.এন.পি. হাসিনার স্টাইলে পৈশাচিকতা চালালে তখন দেখবেন হাসিনা কি করত।
মন্তব্য করতে লগইন করুন