ভিডিওসহ >> সালাহউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর কয়েকটি বিনোদনমুলক বাক্য

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ০৫ জুলাই, ২০১৫, ১০:৩২:০৫ রাত



কাদের চৌধুরীর (সাকা চৌধুরী) মুখ থেকে উচ্চারিত কিছু বিনোদনমূলক বানী

১-তিনি একবার সংসদে বলেনঃ মাননীয় স্পীকার দেশে আজব একখান মেশিন আইছে.!! তখন স্পীকার কৌতুহুলবশত জিজ্ঞাসা করলেন কি সেই আজব মেশিন.?

সাকা চৌধুরী বলেনঃ মাননীয় স্পিকার সেই মেশিনের নাম আওয়ামিলীগ যার একদিকে যুদ্ধাপরাধী ডুকাইলে আরেকদিকে মুক্তিযোদ্ধা বাহির হইয়া অসে

২-আমার নাম যদি সাকা চৌধুরী হয়, তাহলে আজ থেকে শেখ মুজিবুর রহমানের নাম শেমু রহমান।

৩-গ্রেফতার আতঙ্কের মধ্যেও এতটা হাসি খুশি কিভাবে আছেন এক সাংবাদিকের এই প্রশ্নের জবাবে

সাকা চৌধুরী বলেনঃ ধর্ষন যখন নিশ্চিত, তখন তা উপভোগ করাই শ্রেয়..

৪-চট্টগ্রামে এক সমাবেশে তৎকালীন আওয়ামী সরকারের সবকিছুতেই বঙ্গবন্ধুর স্বপ্ন খুজে পাওয়াকে কটাক্ষ করে সাকা বলেনঃ বঙ্গবন্ধু এত বেশি স্বপ্ন দেখতেন যে মনে হয় উনার স্বপ্নদোষ আছিল.!







৫-প্রধানমন্ত্রীর পরিবারের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগের কথা উল্লেখ করে তিনি বলেনঃ ছাত্রজীবনে শেখ মুজিব আমার বাবার শিষ্য ছিলেন

৬-স্বর্ণ চোরাচালান মামলায় তাকে আসামী করার পর বলেনঃ হাসিনার যদি সোনার প্রতি এতই লোভ থাকে তাহলে ওয়াজেদ মিয়াকে তো বলতে পারে.! এতো সোনা থাকতে আমার সোনা নিয়ে এতো টানাটানি কেন.

৭-আমার নাম সালাউদ্দিন কাদের চৌধুরী থেকে যদি সাকা চৌধুরী হতে পারে তাহলে আমিও বলতে পারি বাংলাদেশ আওয়ামিলীগ থেকে # বাল

৮-যুদ্ধপরাধীদের বিচার সম্পর্কে সাকা চৌধুরী বলেনঃ মাঠে যারা ফাউল করেছে তাদের বিচার হচ্ছে না অথচ গ্যালারিতে বসে যে হাততালি দিয়েছে তাদের বিচার নিয়ে বাড়াবাড়ি হচ্ছে

৯-একবার আইন মন্ত্রী কে লক্ষ্য করে বলেন নতুন নতুন অর্বাচিনরা আমাকে আদব শেখায়

১০-সুশীল আবার কি.! সু - মানে সুন্দর আর শীল - মানে নাপিত, তাহলে সুশীল মানে সুন্দর নাপিত

১১-হাসিনাকে উদ্দেশ্য করে বলেনঃ আংগুল দেখাবেন না, ওই আংগুলে আমার রিং পরানোর কথা ছিল।

১২-সংবিধানের পঞ্চম সংশোধনী নিয়ে সাকা চৌধুরী বলেনঃ পঞ্চম সংশোধনীর কথা আর বইলেন না, সোনা মিয়া হইছে লাল মিয়া আর লাল মিয়া হইছে সোনা মিয়া.! মিয়াডা ঠিকই আছে, খালি সোনাডা লাল হয়ে গেছে

১৩-ঐ পারের ঐ রবীন্দ্রনাথের লেখা গান জাতীয় সংগীত কেন.? আমাদের দেশে কি জাতীয় সংগীত লিখার কেউ ছিল না.?

১৪-আওয়ামী লীগের একটি মহল প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তাকে উস্কে দিচ্ছে অভিযোগ করে তিনি বলেনঃ

ওই মহলটি জানে না যে তারা যে বিলের মাছ আমি সালাউদ্দিন ওই বিলের বক ৷

১৫-ওআইসি-এর মহাসচিব পদের জন্যে সাকা চৌধুরিকে বাংলাদেশের পক্ষ থেকে পাঠানো হয়েছিল আর সেই সময় সাংবাদিকদেরকে কালা বিড়াল সুরঞ্জিত বাবু বলেছিলঃ সাকা চৌধুরিকে কেন ওআইসি -এর মহাসচিব.?

উনি তো এর যোগ্য না। দেশে ফিরে বিমানবন্দরে তার কথার জবাবে বাবু ওআইসি নিয়ে কথা বলার কে.? উনাকে ওআইসি নিয়ে কথা বলতে হলে, আমি ছোট বেলায় যে জিনিসটা কেটে ফেলে দিয়েছি, আগে ওই জিনিসটা কেটে ফেলতে হবে । তারপর বাবুকে ওআইসি নিয়ে কথা বলতে বলেন

১৬-তত্ত্বাবধায়ক নিয়ে কিসের সংলাপ -এটা তো গর্ভবতী মহিলার মতোই সময় হলেই প্রসব করবে। তার জন্য আবার সংলাপ করতে হবে কেন তাও আবার দিনক্ষণ ঠিক করে। এটা এখন পুরান ইস্যু, নতুন ইস্যু হলো বর্তমান সরকার কবে প্রস্থান করবে, তা নিয়ে আলোচনা বা সংলাপ হতে পারে সরকার এবং বিরোধী দলের মধ্যে।

১৭-নারী নির্যাতন বিষয়ে আইন প্রতিমন্ত্রী টাকলু কামরুলের একটি বক্তব্যের জবাবে সাকা বলেনঃ কামরুইল্যা যে কেরানীগজ্ঞের একজন প্রমোদ বালক, এটা কি আমি কখনও বলেছি.

১৮-রাষ্ট্র পরিচালনা ও মুদির দোকান চালানো এক নয়। রাষ্ট্র পরিচালনার জন্য গর্ভবতী মহিলার মতো চলাফেরা করতে হয় খুব সাবধানে। নতুবা একটু এদিক – ওদিক হলেই এক্সিডেন্ট

১৯-সাকা চৌধুরী আন্তর্জাতিক যুদ্বাপরাধ ট্রাইব্যুনালের রাষ্ট্র পক্ষের আইনজীবী প্রসিকিউটর জেয়াদ-আল- মালুম কে বলেনঃ মালুম না হালুম.! নাম মালুম, কিন্তু পুরো বেমালুম হয়ে গেছেন. পরে প্রসিকিউটর জেয়াদ-আল-মালুম অপমানিত হয়ে ট্রাইব্যুনালকে বলেন সাকা চৌধুরী আমাকে বারবার হালুম বলেন।

বিষয়: বিবিধ

৫১০৪৮ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

328788
০৫ জুলাই ২০১৫ রাত ১১:৩২
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
০৬ জুলাই ২০১৫ রাত ১২:২৭
271033
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আপনার ভাল লাগার জন্য অনেক ধন্যবাদ
328791
০৫ জুলাই ২০১৫ রাত ১১:৪০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : অনেক ধন্যবাদ
০৬ জুলাই ২০১৫ রাত ১২:২৮
271034
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ
328802
০৬ জুলাই ২০১৫ রাত ১২:৩১
আব্দুল গাফফার লিখেছেন : জটিল শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ
০৬ জুলাই ২০১৫ রাত ১২:৪৬
271046
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ
328807
০৬ জুলাই ২০১৫ রাত ০১:৪০
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : সরবার সংরক্ষণ করা দরকার, সামনে কাজে লাগতে পারে। ধন্যবাদ..
০৬ জুলাই ২০১৫ সকাল ১১:২৬
271067
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : হুম
আপনাকেও ধন্যবাদ
328844
০৬ জুলাই ২০১৫ দুপুর ০২:২৬
হতভাগা লিখেছেন : প্রায় ১৫০০০ এর কাছাকাছি পঠিত , মন্তব্য মাত্র ৮ টি ! পড়তে এসে লা জবাব হয়ে যাচ্ছে ব্লগাররা ।

এটা সর্বাধিক পঠিত পোস্টের মধ্যেই থাকবে মনে হচ্ছে.

যা হোক - কাদের মোল্লা , কামারুজ্জামানের পথ ধরে সাকাকেও ফাঁসিতে লটকানো হবে ।

তাই WWE Superstar Booker T এর আগমনী মিউজিক এর সূর ধরে বলতে চাই

Can you dig it ,সাকাr ?
০৬ জুলাই ২০১৫ দুপুর ০২:৪৭
271090
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : জি না হতভাগা
এখন পর্যন্ত আমার একটা ব্লগ ৫৩০০০০ বার পড়া হয়েছে চেক করে দেখতে পারেন
আর একটা কথা মনে রাখবেন কোন রাজা বাদশারাই স্থায়ীভাবে ক্ষমতায় থাকতে পারেনি তাই এই লেডি হিটলারটাও পারবেনা today or tomorrow .
সমস্ত অন্যায় মৃত্য দন্ডের জন্য কঠিন পরিস্থিতিি মুকাবেলা করতে হবে জেনে রাখবেন
328941
০৭ জুলাই ২০১৫ রাত ০৪:২০
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : একবার বি,এন,পিতে উচ্চপদে সমাসীন হতে না পেরে বি,এন,পি কে নোয়াখালী সমিতি বলেছিলেন। ভাল লাগলো, ধন্যবাদ আপনাকে
০৭ জুলাই ২০১৫ সকাল ০৯:৫৫
271185
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আপনাকেও ধন্যবাদ
329593
১১ জুলাই ২০১৫ রাত ০৯:৩০
মহিউদ্দিন মাহী লিখেছেন : ভালো লাগল,
অনেক ধন্যবাদ।
১১ জুলাই ২০১৫ রাত ১০:২৪
271889
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ভাল লাগার জন্য আপনাকেও ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File