ট্যাবু

লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ০৫ জুলাই, ২০১৫, ০৯:৫৮:১৬ রাত



ওখানে যেয়ো না, বাঘে খেয়ে ফেলবে

এই বয়সের মাংস বাঘের পছন্দ বেশ।

এখন বের হয়ো না, বদজ্বীনে ধরবে

এখন ঘরে থেকো না, অমঙ্গল হবে

বয়সটাই আসলে করে দিল শেষ।।

এসব করো না, বিপদে পড়ে যাবে

কম বয়স হলে যা হয়, পদে পদে বিপদ।

এতো ঘুরাঘুরি করো না, নষ্ট হয়ে যাবে

এতো বসে থেকো না, ঘরকুনা হয়ে যাবে

বয়সের কারণেই জুটছে যত্ত আপদ।।

অত বেশি পড়ো না, পাগল হয়ে যাবে

এই বয়সে এসে মনে হয়, পড়া খুব সস্তা।

ওভাবে বলো না, এমন করে বলতে নেই

এভাবে লিখো না, এমন করে লিখতে নেই

বয়সের দোষেই হয়ে গেল এই অবস্থা।।

বিষয়: সাহিত্য

১১৪২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File