আর রহমান এর বান্দার চরিত্র !!
লিখেছেন লিখেছেন তিমির মুস্তাফা ০৫ জুলাই, ২০১৫, ১১:০৩:০০ রাত
পবিত্র কুরআনের এক নাম ফুরকান। এ নামে একটি সূরা রয়েছে । মক্কায় অবতীর্ণ ৭৭ আয়াত বিশিষ্ট, কুরআনের ২৫ নম্বর সূরা। কুরআনের বিভিন্ন সূরায় মুমিন বা মুসলিমের চারিত্রিক বৈশিষ্ট বর্ণীত হয়েছে; এমনি ভাবে এই সূরাতেও তেমন কিছু ‘বর্ণনা এসেছে।
আর রহমান অর্থ সীমাহীন দয়াশীল- এটা আল্লাহ্ পাকের এক গুণ বাচক নাম। আর যারা এই ‘রহমান এর বান্দা, তাদের কিছু বৈশিষ্ট সূরা ফুরকানের শেষের অংশে এভাবেই বিধৃত হয়েছেঃ
(৬৩) ‘রহমানের বান্দা তো তারাই যারা পৃথিবীতে বিচরণ করে শান্তভাবে এবং মূর্খেরা তাদের সাথে বাক বিতণ্ডা করতে চাইলে তারা বলে সালাম (বিদায়)
(৬৪) আর তারা তাদের রাত অতিবাহিত করে সিজদায় ও দাঁড়িয়ে (প্রার্থনায়), ৬৫) তারা বলেঃ হে আমাদের রব্ব, জাহান্নামের শাস্তি থেকে আমাদের রক্ষা করুন, যার শাস্তি ভয়াবহ।
৬৭) এবং তারা যখন ব্যায় করে তখন ‘পরিমিত ব্যায় করে, কৃপণতা করে না, বরং তা করে মধ্যপন্থায়।
৬৮) তারা আল্লাহ্ ছাড়া কাউকে উপাস্য রূপে ডাকে না, এবং তারা সে সকল প্রাণীকে হত্যা করে না অপ্রয়োজনে যার হত্যা আল্লাহ্ নিষেধ করেছেন; এবং ব্যাভিচার করে না, যে করবে সে তার শাস্তি পাবে।
৭২) যারা মিথ্যা সাক্ষ্য দেয় না এবং বেহুদা কাজের মধ্যে পরে গেলে স্বীয় মর্যাদা রক্ষার্থে, সরে পড়ে।
৭৪) যারা এই বলে প্রার্থনা করে, রাব্বানা হাবলানা মিন আয ওয়াজ্জিনা ওয়া জুররিয়াতিনা কুররাতা ‘আইয়ুনিও ওয়াজ্জ ‘আলনা লিল মুত্তাক্কীনা ইমা মা ( হে আমাদের রব্ব! আমাদের স্ত্রীগন ও সন্তানগনকে আমাদের জন্য নয়ন পরিতৃপ্তিকর করুন আর আমাদেরকে করুন ধর্মভীরুদের নেতা।
প্রার্থনার আয়াত গূলো ব্যাতিত, রেখা চিহ্নিত আয়াত গূলোর সবগুলোই মাণব জীবনের নেহায়েত দৈনন্দিন আচরণ ও চারিত্রিক বৈশিষ্ট সম্পর্কিত।
রমযান এক ত্যাগ তিতিক্ষার মাস। কুরআনে বর্ণীত ঐ বৈশিষ্ট গূলো নিজের চরিত্রের মধ্যে একাত্ম করার অনুশীলনের জন্য এটাই উৎকৃষ্ট সময় ।
প্রতিটা বিশ্বাসী নারী পুরুষের জন্য সে জিহাদে আল্লাহ্ আমাদের সহায় হোণ ।
বিষয়: বিবিধ
১৪৪৮ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভালো লাগলো অনেক ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন