ইসরে গরিবের পোলা ! বাপটা কত কষ্ট করে পড়ার খরচ জোগাড় করে আর ছেলেটা এত খারাপ হলো কি করে ? কোন কিছু বুঝে আসে না তৃতীয় পর্ব

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ০৫ এপ্রিল, ২০১৫, ১০:৫০:০৮ রাত

আব্দুল্লাহ থানায় বসে জেলের প্রহর গুনছে । গ্রামের লোক আব্দুল্লার গ্রেফতারের বিষয়টা নিয়ে তর্ক-বিতর্কর এক পর্যায় হাতাহাতির কাছাকাছি হয়ে গেছে । এখন বিএনপি-জামায়াত এবং আওয়ামীলিগ মুখি তিনটা দলের সর্মক হয়ে তুমুল আকার ধারন করেছে। মনে হচ্ছে যেই কোন মুহুর্তে বড় আকারের গন্ডগোল বেঝে যাবে।

আওয়ামিলীগের কয়েকজনতো তর্কবিতর্কের মাঝে একপ্রকার বলেই দিয়েছে ইসলামের ফেরিগিরি করার জন্য আব্দুল্লাহকে কি কেউ এজেন্ট নিয়োগ দিয়েছে ? সে কেন অহেতুক এই গুলা করতে গেলো !

কমির বক্স তার ছেলেকে আজ দুই দিন যাবত থানা থেকে বের করতে পারেনাই এবং থানা আলারা তাকে কোর্টেও চালান দেয়নি এতে করে গ্রামের সকলের মধ্যে চিন্তুা ধরেছে , না জানি আব্দুল্লাহকে ক্রস ফায়ার দিয়ে শেষ করে দেয় কি না !

এদিকে পুলিশ টাকা পাওয়া ছাড়াতো আর আব্দুল্লাহকে ছাড়তে পারেনা তাই তারা ফন্ডি আটল যে অস্র আইনে আব্দুল্লাহকে ফাসাইয়া জেলে ঢুকাইয়া দিবে

। কিন্তু রাখে আল্লাহ মারে কে ওরা কিছু ককলেট সংগ্রহ করে একটা প্যপাকেটে করে এনে আব্দুল্লাহর সাথে কোর্টে চালান দিল। বেচারা আব্দুল্লার বাবা কি করবে ওয়াকিল ধরতে তো টাকা দরকার তাই সে নিরুপাই হয়ে এক ওয়াকিলকে পায়ে জড়াইয়া ধরে বলল স্যার জীবনে অনেক টাকা কামাই করেছেন এবং জীবনে বেচে থাকলে আরো অনেক টাকা কামাই করতে পারবেন । আজ আমার ছেলের ব্যাপারে আপনি একটু উপকার করেন স্যার।

উনি রাজি হয়ে সরাসরি কোর্টে হাকিমের সামনে গিয়ে বললেন কি ধরনের বোমা পাওয়া গেছে আব্দুল্লাহর কাছে একটু দেখতে পারিকি মিলোর্ড ?

হাকিম অনুমতি দিলে পর ওয়াকিল সাহেব প্যাকেট খুলতেই এক টা ঠিকানা এবং মোবাইল নাম্বার পাওয়া গেছে । কাগজে লেখা আছে আগামী কাল ২০ দলিয় জোটের মিছিলের সময় এই ককটেলগুলি ফাটাবি তখন দেখছি নেড়ি কুত্তার মতন ওরা দৌড়ে পালানোর পথ পাবে না। ইতি সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ অমুক এলাকা ।

পরবর্তি পর্ব পরে লেখব

বিষয়: বিবিধ

১০৭৯ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

313181
০৬ এপ্রিল ২০১৫ রাত ১২:৫৯
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ছাত্রলীগ একমাত্র ছাত্রলীগ সন্ত্রাসী সংঘঠন
০৬ এপ্রিল ২০১৫ সকাল ১০:১০
254224
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ভাই জান
তারাতো বর্তমানে দেশটাকে তাদের বাপদাদাদের সম্পদ বলে যা ইচ্ছা তা করে যাচ্ছে
Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck
313238
০৬ এপ্রিল ২০১৫ দুপুর ০১:২৭
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : কি যে বলবো ভাষাই খুজে পাইনা।
313240
০৬ এপ্রিল ২০১৫ দুপুর ০১:৪১
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : সবাইকে আল্লাহ হেফাযত করুন
313402
০৭ এপ্রিল ২০১৫ সকাল ০৭:১২
কাহাফ লিখেছেন :
ইসলাম ও মুসলিমদের বিরুদ্ধে আজ যুদ্ধ চলছে নানান প্রকারের! মর্মস্পর্শী ঘটনাও তেমনি একটা!
আল্লাহ হেফাযত করুন!আমিন!!
০৭ এপ্রিল ২০১৫ দুপুর ১২:৩৩
254410
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ছুম্মামিন
Good Luck
315405
১৭ এপ্রিল ২০১৫ রাত ০৩:৪৬
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আর কত দিন আমাদেরকে এই. পরিনতি বহন করতে হবে! মুক্তি চাই মুক্তি চাই।
315603
১৮ এপ্রিল ২০১৫ বিকাল ০৪:২২

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File