Broken Heart সম্মানীত মডুগণ, একটু দর্শন করবেন কি? Broken Heart

লিখেছেন লিখেছেন আবু জান্নাত ০৫ এপ্রিল, ২০১৫, ১০:১৮:০৮ রাত



Give Up Give Up কিছুদিন আগে একটি পোষ্ট লিখেছিলাম ব্লগের অসঙ্গতি সম্পর্কে, কিন্তু কোন সুরাহা হয়নি, এবার হবে কিনা তাও জানি না, তবুও বিবেকের তাড়নায় লিখলাম অনলাইন ব্লগারদের সংখ্যা নিয়ে।

Give Up Give Up এমন কিছু ব্লগারদের প্রোফাইল উল্লেখ করবো যারা প্রায় বছরাধিক কালথেকে অনুপস্থিত, তবুও তারা আনলিমিটেড অনলাইনেই থাকে। এব্যাপারে কি মডারেশন বা ব্লগ কর্তৃপক্ষের কিছুই করার নেই?

Give Up Give Up এবার আসুন, আনলিমিটেড অনলাইন ব্লগারদের লিষ্ট ও বিস্তারিত দেখে নেই।

১। নীলকণ্ঠী

ওনার সর্বশেষ পোষ্ট

Graphics Design

লিখেছেন নীলকণ্ঠী ১৫ এপ্রিল, ২০১৪, ১০:৩০:২১ সকাল

ব্লগ পরিসংখ্যান পোস্ট লিখেছেনঃ ৩ টি

মন্তব্য করেছেনঃ ২২৯ টি

প্রতি মন্তব্য করেছেনঃ ৫ টি

ব্লগে আছেনঃ ২ বছর ৩ মাস ৪ দিন

২। জুলিয়া

ওনার সর্বশেষ পোষ্ট

শিবিরের নেত্রী ঐশী বোরকা পড়ে আদালতে !!

লিখেছেন জুলিয়া ২৪ আগস্ট, ২০১৩, ০৩:০৫:০৫ দুপুর

ব্লগ পরিসংখ্যান পোস্ট লিখেছেনঃ ১৬ টি

মন্তব্য করেছেনঃ ৪৮৭ টি

প্রতি মন্তব্য করেছেনঃ ৮৯ টি

ব্লগে আছেনঃ ২ বছর ৩ মাস ৪ দিন

৩। রবার্ট

ওনার কোন পোষ্ট নেই

ব্লগ পরিসংখ্যান পোস্ট লিখেছেনঃ ০ টি

মন্তব্য করেছেনঃ ৮১ টি

প্রতি মন্তব্য করেছেনঃ ০ টি

ব্লগে আছেনঃ ২ বছর ৩ মাস ৪ দিন

৪। হঠাৎ বৃষ্টি

ওনার কোন পোষ্ট নেই।

ব্লগ পরিসংখ্যান পোস্ট লিখেছেনঃ ০ টি

মন্তব্য করেছেনঃ ০ টি

প্রতি মন্তব্য করেছেনঃ ০ টি

ব্লগে আছেনঃ ২ বছর ৩ মাস ৪ দিন

৫।তুমি আমার

ওনার কোন পোষ্ট নেই।

ব্লগ পরিসংখ্যান পোস্ট লিখেছেনঃ ০ টি

মন্তব্য করেছেনঃ ৬ টি

প্রতি মন্তব্য করেছেনঃ ০ টি

ব্লগে আছেনঃ ২ বছর ৩ মাস ৪ দিন

৬। মিন্টু

ওনার কোন পোষ্ট নেই।

ব্লগ পরিসংখ্যান পোস্ট লিখেছেনঃ ০ টি

মন্তব্য করেছেনঃ ২২৬ টি

প্রতি মন্তব্য করেছেনঃ ৪ টি

ব্লগ পঠিত হয়েছেঃ বার

ব্লগে আছেনঃ ২ বছর ৩ মাস ৪ দিন

৭। শাহেন শাহ

ওনার সর্ব প্রথম ও শেষ পোষ্ট

আমার এ লেখা ক্ষমতাসীন যেকোনো নেতার উদ্দেশ্যে.....

লিখেছেন শাহেন শাহ ১৪ মে, ২০১৩, ০১:২১:১৬ দুপুর

ব্লগ পরিসংখ্যান পোস্ট লিখেছেনঃ ১ টি

মন্তব্য করেছেনঃ ৬৬ টি

প্রতি মন্তব্য করেছেনঃ ০ টি

ব্লগে আছেনঃ ২ বছর ৩ মাস ৪ দিন

৮। পাউল

ওনার কোন পোষ্ট নেই।

ব্লগ পরিসংখ্যান পোস্ট লিখেছেনঃ ০ টি

মন্তব্য করেছেনঃ ৬৫ টি

প্রতি মন্তব্য করেছেনঃ ০ টি

ব্লগে আছেনঃ ২ বছর ৩ মাস ৪ দিন

৯। নিরাময়

উনার সর্বশেষ পোষ্ট

নেক্সাস ৭: স্বাশ্রয়ী মূল্যের সেরা ট্যাবলেট (দুইটি রিভিউ !)

লিখেছেন নিরাময় ২৪ জানুয়ারি, ২০১৩, ১২:২৯:২৫ দুপুর

ব্লগ পরিসংখ্যান পোস্ট লিখেছেনঃ ২ টি

মন্তব্য করেছেনঃ ৯২ টি

প্রতি মন্তব্য করেছেনঃ ১ টি

ব্লগে আছেনঃ ২ বছর ৩ মাস ৩ দিন।

১০। কালমেঘ

ওনার কোন পোষ্ট নেই।

ব্লগ পরিসংখ্যান পোস্ট লিখেছেনঃ ০ টি

মন্তব্য করেছেনঃ ২৬৩ টি

প্রতি মন্তব্য করেছেনঃ ০ টি

ব্লগে আছেনঃ ২ বছর ৩ মাস ৩ দিন।

Give Up Give Up আরো থাকতে পারে, আনলিমিটেডের লেজ তো অনক লম্বা হয়। এগুলো দেখার কি কেউ নেই???

Give Up Give Up সম্মানীত/সম্মানীতা ব্লগার ও পাঠকদের আহবান জানাবো, মডু মামা-মামি, ভাইয়া-ভাবিদের ঘুম ভাঙাতে আপনারাও মতামত দিন।

বিষয়: বিবিধ

১০৮৮ বার পঠিত, ৩৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

313145
০৫ এপ্রিল ২০১৫ রাত ১০:২৯
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : এসব দিয়ে কি হবে ,,লিখতে মন চায় লিখি ,,কারো লিখা পড়তে চাইলে আমি পড়ি।
০৫ এপ্রিল ২০১৫ রাত ১০:৪৪
254133
আবু জান্নাত লিখেছেন : গত কয়েকদিন তো ব্লগ জাগিয়ে তুলতে ফেসবুকে ব্যাপক প্রচারণা চালিয়েছেন, কিন্তু ব্লগের অসঙ্গতিগুলোর প্রতি কি নযর দিবেন না? ব্লগের নীতিমালাতে লিখা রয়েছেঃ
আমরা চাই নুন্যতম মডারেশান, নুন্যতম হস্তক্ষেপ। লেখক, পাঠক নিজেই নিজের মডারেটর। দ্বায়িত্বশীলতার ছাড়া স্বাধীনতা অর্থহীন।
বলতে চাই দ্বায়িত্বশীলতা কোথায়???
313149
০৫ এপ্রিল ২০১৫ রাত ১০:৫৩
আশাবাদী যুবক লিখেছেন : মডারেশন দরকার
০৫ এপ্রিল ২০১৫ রাত ১১:৩৪
254145
আবু জান্নাত লিখেছেন : ধন্যবাদ, আপনার সঙ্গে আমিও আশাবাদী।
313150
০৫ এপ্রিল ২০১৫ রাত ১০:৫৪
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : দরকার আছে
০৫ এপ্রিল ২০১৫ রাত ১১:৩৫
254146
আবু জান্নাত লিখেছেন : ধন্যবাদ মুন্সি ভাই।
313161
০৫ এপ্রিল ২০১৫ রাত ১১:২২
মোহাম্মদ লোকমান লিখেছেন : কোন ব্লগার অনলাইন থাকার ব্যাপারে মডারেটরদের কোন হাত নেই। তিনি লগইন হলেই স্বয়ংক্রিয় ভাবে অনলাইনে অর্থাৎ ব্লগে উপস্থিতি প্রদর্শিত হবেন।

কোন পোস্ট না দিলে অথবা দেরীতে পোস্ট দিলে ব্লগে থাকা যাবে না, এমন কো নীতিমালা ব্লগে আছে বলে মনে হয় না।
সামু এবং এসবিতে একসময় তুখোর ব্লগার ছিলাম। বর্তমানে বলতে গেলে ব্লগে লিখিই না। তবে অনলাইনে থেকে ব্লগ পড়ি। এমন পরিস্থিতি আপনার এবং যেকোন ব্লগারেরই হতে পারে। তাই বলে তাদেরকে ঝেটিয়ে বিদায় করার পক্ষে আমি নই। মতামত রাখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, আবু জান্নাত।
০৫ এপ্রিল ২০১৫ রাত ১১:৪৭
254155
আবু জান্নাত লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শ্রদ্ধেয় লোকমান ভাই। আপনার প্রথম দিকের কথাগুলোর সাথে সম্পূর্ণ একমত।
তাই বলে তাদেরকে ঝেটিয়ে বিদায় করার পক্ষে আমি নই।
আমিতো কাউকে ঝেটিয়ে বিদায় করার কথা বলিনি, আমি বলতে চেয়েছিঃ উপরোল্লেখিত ব্লগারগণ টুডে ব্লগের শুরু (মানে প্রথম দিন বা দ্বিতীয় দিন) থেকেই নিয়মিত অনলাইনে, রাত্রে দিনে সকালে দুপুরে বিকেলে মাঝরাতে গভীর রাতে ভোর ফজরে সমসময়ই এরা অনলাইনে থাকে (যাকে বলে আনলিমিটেড)। কোন মানুষের পক্ষেতো এটা সম্ভবকর নয়। তাহলে কি এটা সিস্টেম মিস্টেক? নাকি মডারেশন প্যানেল এদেরকে স্টিকি পোস্টের মত স্টিকি অনলাইন বানিয়ে রেখেছে, এটা জানাই আমার উদ্দ্যেশ্য। ব্লগের অসঙ্গতিগুলো পাঠকরা তুলে না ধরলে সমাধান হবে কিভাবে? অনেক ধন্যবাদ লোকমান ভাই (আমার বদ্দা)।
313169
০৫ এপ্রিল ২০১৫ রাত ১১:৫৬
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : আমার পুরনো লেখাগুলোয় প্রচুর মন্তব্য ছিল কিন্তু দুঃখের বিষয় সেগুলো অটো হাওয়া হয়ে গেছে। ইদানিং কাউকে প্রিয়তে এড করলেও এড হয়না।
০৬ এপ্রিল ২০১৫ রাত ১২:৫৭
254167
আবু জান্নাত লিখেছেন : আমিও কাউকে প্রিয়তে যোগ বিয়োগ করতে পারছি না। আশাকরি মডুরা নজর দিবেন্।
০৬ এপ্রিল ২০১৫ রাত ০৪:৪৬
254205
গাজী সালাউদ্দিন লিখেছেন : আমার মনেরে কথাই বলেছেন, এখন আর কাউকে প্রিয়তে এড করতে পারি না @ ঘুম ভাঙ্গাতে চাই
313170
০৬ এপ্রিল ২০১৫ রাত ১২:০১
আবু তাহের মিয়াজী লিখেছেন : কেহই ঘুমে নেই।সবাই ব্যাস্থ আগের নেয় আড্ডাবাজ আছে বলে মনে হয়না।।

০৬ এপ্রিল ২০১৫ রাত ০১:৪৯
254179
আবু জান্নাত লিখেছেন : মিয়াজী ভাই, আগে আপনি তৈরী হয়ে যান, দেখবেন আমারমত অনেক আড্ডাবাজ পেয়ে যাবেন, ধন্যবাদ।
313171
০৬ এপ্রিল ২০১৫ রাত ১২:০২
গালিব আক্তার লিখেছেন : Login করে কি উক্ত ব্লগাররা ২৪ঘন্টা- ই রাখেন নাকি ? যখনই এই সাইটে ঢুকি তখনই উনাদের দেখতে পাই ।বুঝি না ভাই এই সাইটের এডমিনের নিয়মনীতি !
০৬ এপ্রিল ২০১৫ রাত ০১:৫১
254180
আবু জান্নাত লিখেছেন : আমার প্রশ্নটা আপনিই বুঝেছেন, এডমিনদের ছোখে পড়লেই হয়। অনেক ধন্যবাদ গালিব ভাই।
313176
০৬ এপ্রিল ২০১৫ রাত ১২:৪৬
আফরা লিখেছেন : ভাইয়া উনারা ব্লগের শোভাবর্ধন করে আছেন এতে আমাদের সমস্যা কি ?
০৬ এপ্রিল ২০১৫ রাত ০১:৫৪
254182
আবু জান্নাত লিখেছেন : না বোন, আমাদের কোন সমস্যা নেই, কিন্তু প্রিয় ব্লগটির হাল বেহাল হলে কি চলে? ধন্যবাদ্।
০৬ এপ্রিল ২০১৫ রাত ০২:২৯
254191
গালিব আক্তার লিখেছেন : আপনি যদি আমাদের জন্য কোনো কাজই না করেন , কেন শুধু শুধু আপনাকে একটা গুরুত্বপূর্ণ পদে বসিয়ে রাখব ?
০৬ এপ্রিল ২০১৫ সকাল ১০:৪২
254229
আবু জান্নাত লিখেছেন : ভাইয়া আমি কোন দায়িত্ববান লোক নই, যাস্ট একটু দুষ্টুমি করি।
313178
০৬ এপ্রিল ২০১৫ রাত ১২:৫০
শেখের পোলা লিখেছেন : খোলা মাঠ পড়ে আছে৷ যার খুশী খেলা করবে, যার খুশী ঘুরে বেড়াবে৷ সবুজ ঘাসে ঘুমাতে চাইলে ঘুমাবে৷ অসুবিধা কোথায়?
০৬ এপ্রিল ২০১৫ রাত ০১:৫৬
254184
আবু জান্নাত লিখেছেন : কোন অসুবিধা নেই, কিন্তু ব্লগের নিয়মনীতি পড়ে প্রশ্নগুলোর উদয় হল, দায়িত্বশীলতা কোথায়? ধন্যবাদ।
১০
313190
০৬ এপ্রিল ২০১৫ রাত ০২:৩২
গালিব আক্তার লিখেছেন : বৈশাখ আসার আগেই কালবৈশাখী শুরু হয়ে গেছে ! এত ঝড়েও এই সাইটের এডমিনের টনক নড়ছে না !
০৬ এপ্রিল ২০১৫ সকাল ১০:২৩
254226
আবু জান্নাত লিখেছেন : আশাকরি এবার দ্বায়িত্বশীলতা দেখাবে, এ প্রত্যাশায় রইলাম। ধন্যবাদ।
১১
313195
০৬ এপ্রিল ২০১৫ রাত ০৩:১৩
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : মায়নাস
০৬ এপ্রিল ২০১৫ সকাল ১০:২৫
254227
আবু জান্নাত লিখেছেন : মাইনাস কেনু Crying Crying Crying
০৬ এপ্রিল ২০১৫ দুপুর ১২:৫২
254249
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আমি ব্যক্তিগত ভাবে মনে করি মনে করি আপনার উল্লেখ করা ব্লগ নিক গুলোই টুডব্লগ ও টুডে ম্যাগাজিন এর সম্পাদক টিম!!! সুতারাং টিমের সদস্যরা অনলাইনে থাকবে এটাই স্বভাবিক!!!

আর তারা উপস্থিত পাঠক হিসেবেও থাকতে পারেন।
০৬ এপ্রিল ২০১৫ দুপুর ১২:৫২
254250
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আমি ব্যক্তিগত ভাবে মনে করি মনে করি আপনার উল্লেখ করা ব্লগ নিক গুলোই টুডব্লগ ও টুডে ম্যাগাজিন এর সম্পাদক টিম!!! সুতারাং টিমের সদস্যরা অনলাইনে থাকবে এটাই স্বভাবিক!!!

আর তারা উপস্থিত পাঠক হিসেবেও থাকতে পারেন।
০৬ এপ্রিল ২০১৫ বিকাল ০৪:১৮
254269
আবু জান্নাত লিখেছেন : হলেও হতে পারে।
১২
313199
০৬ এপ্রিল ২০১৫ রাত ০৪:৪৪
গাজী সালাউদ্দিন লিখেছেন : ভাই আমার, এইভাবে বলে না!!!! সবারতো আত্ম সম্মান বোধ আছে না কি!

আপনার উল্লেখিত ব্লগাররা হয়তো সম্প্রতি কোন পোস্ট করে নি, কিন্তু মন্তব্য প্রতিমন্তব্য হয়তো করেছেন, তাই অনলাইনে থাকতেই পারেন!

আবার এও হতে পারে, উনারা ব্লগে ঢুকে লগ আউট করেন না, লগ ইন অবস্থায় অনেক সময় পড়ে থাকে, তাই এক্টিভিটিজ না থাকলেও অনলাইনে শো করে।

তবে তাদের নাম উল্লেখ করে পোস্ট করা আমার কাছে উচিত মনে হয়য় নি, উনারা যদি আপনার পোস্টটি দেখেন অথবা কারও মাধ্যমে শুনে থাকেন, তাহলে নিঃসন্দেহে অনেক কষ্ট পাবেন।


যাই হোক, আপনি আপনার দায়িত্বশীলতার জায়গা থেকে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছেন, খুব ভালো, যদি মডারেটরা দৃষ্টিপাত করেন, তবেই লিখাটির স্বার্থকতা।

আপনাকে অনেক ধন্যবাদ ব্লগের সার্বিক খোঁজ খবর রাখার জন্য।
০৬ এপ্রিল ২০১৫ সকাল ১০:৪০
254228
আবু জান্নাত লিখেছেন :
উল্লেখিত ব্লগাররা হয়তো সম্প্রতি কোন পোস্ট করে নি, কিন্তু মন্তব্য প্রতিমন্তব্য হয়তো করেছেন
একবছরের মধ্যে কারো পোষ্টে এদেরকে মন্তব্য প্রতিমন্তব্য করতেও দেখিনি, আপনি দেখছেন কিনা জানি না।
উনারা ব্লগে ঢুকে লগ আউট করেন না, লগ ইন অবস্থায় অনেক সময় পড়ে থাকে

লগ আউট করতে হয় না, ব্রাউজার বন্ধ করলে বা কম্পিউটার বন্ধ করলে অটোমেটিক অফলাইন হয়েই যাবেন। আপনি অন্য একটি কম্পিউটারে আপনার নিক জাষ্টিফাই করে দেখতে পারেন। আমি কোন দিনই লগ আউট করি না, কখনো কি আমাকে ২৪ ঘন্টা অনলাইনে দেখতে পেয়েছেন?
নাম উল্লেখ ছাড়া কিছুদিন আগে একটি পোষ্ট দিয়ে ছিলাম, Click this link কোন সুরাহা না হওয়াতে এবার নাম উল্লেখ করলাম। কেউ কষ্ট পেলে আমি দুঃখিত, কারণ কাউকে কষ্ট দেওয়া আমার উদ্দেশ্য নয়, ব্লগটি সচল দেখাই আমার উদ্দেশ্য।
বরাবরের মত বিস্তারীত কমেন্ট করার জন্য অনেক শুকরিয়া।
০৬ এপ্রিল ২০১৫ দুপুর ০১:০২
254252
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : Crying Happy
১৩
313204
০৬ এপ্রিল ২০১৫ সকাল ০৫:২৫
কাহাফ লিখেছেন :

মডু মহোদয়ের আন্তরিক সুদৃষ্টি কামনা করছি!!
০৬ এপ্রিল ২০১৫ সকাল ১০:২১
254225
আবু জান্নাত লিখেছেন : সহমত ভাইয়া, ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File