শিক্ষনীয় ঘটনা
লিখেছেন লিখেছেন আলোকিত বাংলা ১৬ আগস্ট, ২০১৪, ০২:৪৮:৫৪ দুপুর
এক রাজা একদিন তার তিন
মন্ত্রীকে একটি করে বস্তা দিয়ে একটি জঙ্গলে পাঠালেন
এবং বললেন বস্তাগুলো ফলমূল
দ্বারা পূর্ন করে আনতে । প্রথম
মন্ত্রী অনেক
কষ্টে ভালো ফলমূল
দ্বারা তার বস্তা পরিপূর্ন করল ।
দ্বিতীয় মন্ত্রী অর্ধেক
ভালো ফল আর বাকী অর্ধেক
পঁচা ফল দ্বারা বস্তা পূর্ন করল ।
কিন্তু তিন নাম্বার মন্ত্রী ছিল
খুবই অলস ।
সে মনে মনে চিন্তা করল
রাজা কি আর বস্তা চেক
করে দেখবে নাকী ফল
না কি দ্বারা পূর্ন করছে। এই
ভেবে সে খড়
কুড়া দ্বারা তার বস্তা পরিপূর্ন
করল । তারপর যখন তারা রাজার
কাছে আসল,
রাজা কিছু না দেখে তাদের
ঐ বস্তাসহ তিনজনকে তিন
জঙ্গলে এক মাসের জন্য
নির্বাসনে দিল । এখন প্রথম জন
খুব ভালোভাবে তার দিন
কাটাল । কারন তার
বস্তাটি ফলমূলে পরিপূর্ন ছিল।
দ্বিতীয় জন মোটামুটি কষ্ট
করে তার দিন অতিবাহিত করল
। কিন্তু তিন নাম্বার টার ফলমূল
কিছু না থাকায়
সে অকালে মারা গেল ।
>>>বলুনতো দেখি গল্পটি পড়ে কে কি শিখলেন?
বিষয়: বিবিধ
৯৯১ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
দুনিয়াতে যে ভাল আমল করে যাবে আখিরাতে যেয়ে সে ভাল থাকবে ।
দুনিয়াতে যে খারাপ আমল করে যাবে আখিরাতে সে কষ্টে থাকবে ।
আর যে দুনিয়াতে কিছু ভাল আমল কিছু খারাপ আমল করে যাবে তার ফয়সালা ভাল মন্দ মিলিয়ে হবে ।
মন্তব্য করতে লগইন করুন