আল্লামা সাঈদী যে কারনে রাজনীতি করেন

লিখেছেন লিখেছেন আলোকিত বাংলা ২৭ জুলাই, ২০১৪, ১২:১২:১৩ দুপুর

একজন লোক আল্লামা সাঈদী সাহেবকে প্রশ্ন করেছেনঃ

আপনি একজন আলেম,আপনি কেন ওয়ায মাহফিলে ওয়ায নসিহতের ভিতরে রাজনীতির কথা বলেন?

আল্লামা সাঈদী সাহেবের উত্তরঃভাল কথাই বলছেন। বিষয়টা হচ্ছে, আল্লাহ যদি রাজনীতির কথা না বলতেন, রাসূলে করীম

সাঃ যদি রাজনীতি না করতেন, সাহাবায়ে কেরাম

যদি রাজনীতি না করতেন তাহলে আমি সাঈদী রাজনীতির কথাই বলতাম না। যেহেতু আল্লাহ পাক কুরআনুল

কারীমের মধ্যে রাজনীতির কথা বলেছেন, রাজনৈতিক বক্তব্য কুরআনে আছে তাহলে আমি কিভাবে রাজন

কথা না বলে পারব? রাসুলে করীম সাঃ বলেছেন

"যে ব্যক্তি হক কথা জেনেও বলে না সে হল বোবা শয়তান"

কাজেই যারা কুরআন হাদিস জানার পরেও কুরআন হাদিসের

রাজনীতি অর্থনীতি সম্পর্কে জনগণকে করে না, রাসুল সাঃ এর হাদিসের আলোকে সে বোবা শয়তান।

আল্লাহ পাকের রাসুল সাঃ রাজনীতি করেছেন। উনি রাষ্ট্র

প্রধান ছিলেন। কুরআন হাদিস ভাল করে পড়ুন তাহলে বুঝতে পারবেন রাজনীতি করা নফল নয় সুন্নাত নয় বরং ফরজ।

মুসলমানদের ইসলামী রাজনীতি করতে হবে যদি না তাহলে সুদ বন্ধ হবে কেমন করে? সুদ হারাম। খতমে খাজেগান পড়ে সুদ বন্ধ করা যাবে? বুখারী শরীফ কুরআন শরীফ খতম/মুখস্ত করে ফুঁ দিয়ে সুদ বন্ধ করা যাবে ??

বাংলাদেশের সমস্ত আলেমরা পানি পড়ে ব্যাংকে ঢাললে সুদ

বন্ধ হবে না। তাবলীগ জামায়াতের লক্ষ লক্ষ লোকেরা যদি টঙ্গিতে বসে কাঁদতে কাঁদ হয়ে যায় তাতে সুদ বন্ধ হবে না।

সুদ বন্ধ করতে হলে পার্লামেন্টে যেতে হবে। পার্লামেন্টে আইন পাশ করতে হবে আর পার্লামেন্টে আপনি যেতে পারবেন

না কিয়ামত পর্যন্ত পীর মুরিদি করে। পার্লামেন্টে যেতেপারবেন কখন? রাজনীতি করে যেতে হবে। আর রাজনীতি না করলে আপনি সুদ বন্ধ করতে পারবেন না। এরপর দেশে বেশ্যবৃত্তি চলতেছে জুয়া চলতেছ চলতেছে জিনা চলতেছে।

এগুলো কিভাবে আপনি বন্ধ করবেন? এদেশে তো হাজার হাজার বছর হতে ওয়ায চলতেছে পীর মুরিদি চলতেছে, এতো ওয়ায এতো পীর মুরিদি এতো তাবলীগ এতো জিকীর এরপরেও কি সুদ বন্ধ হয়েছে? জিনা বন্ধ হয়েছে?

বেশ্যাবৃত্তি বন্ধ হয়েছে? চুরি ডাকাতি বন্ধ হয়েছে? না হই নাই, তাহলে এগুলো কি দিয়ে বন্ধ করবেন? বন্ধ করবেন

সেইভাবে যে ভাবে রাসুল সাঃ করেছেন। রাসূল সাঃ মদিনায়

গিয়েছেন রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন, কুরআনের আইন চালু করেছেন, রাজনৈতিক বিধান চালু করেছেন,সমাজনীতি দিয়েছেন, অর্থনীতি দিয়েছেন ইসলামপুর্ণাঙ্গরুপে প্রতিষ্ঠিত হয়েছে। আটোমেটিক্যলি চুরি ডাকাতি জিনা ব্য বন্ধ হয়ে গিয়েছে। কাজেই আল্লাহর রাসুল সাঃ যে কারণে রাজনীতি করেছেন আমিও সেই একই কারণে রাজনীতি করি।

বিষয়: বিবিধ

১১৪৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File