মনে পড়ে সে দিনের কথা«
লিখেছেন লিখেছেন Md. Ziaur rahman ১২ অক্টোবর, ২০১৪, ১২:৪৬:১০ রাত
রিমঝিম শব্দে বৃষ্টি পড়ছিল। হঠাৎ মুঠো ফোনটি বেজে উঠল। রিং টোনটি ছিল " সে দিন জানালার পাশে দাড়িয়ে লুকিয়ে দেখছিলাম তোমার মুখ" মোবাইলটি পকেট থেকে বের করে দেখলাম আমার হৃদয়ের স্পন্দন, নয়নের মনি, কলিজার টুকরার নম্বর থেকে কলটি এসেছে। রিসিভ করলাম মিষ্টি কন্ঠে একটি শব্দ আমার কানে ভেসে আসল "হ্যালো" আমি বললাম জ্বি বলো। এই তুমি ওখানে দাড়িয়ে কি করছো জান! আমি বললাম দাড়িয়ে দাড়িয়ে তোমাকে ভাবছি আর বৃষ্টির শব্দ শুনছি। তুমি কি করছো জান। সে বললো জানালায় দাড়িয়ে তোমাকে দেখছি। আমার দু চোখ ততক্ষনে ওদের জানালার দিকে চলে গেছে। নীল রঙ্গের জামা পড়েছে একটু একটু বোঝা যাচ্ছে। বৃষ্টির কারনে পুরাপুরি বোঝা যাচ্ছে না। তাই জিঞ্জাসা করলাম কোন জামা পড়েছ জান! সে বললো বলবো না। পারলে এসে দেখে যাও। আমি বললাম সত্যি বলছো। সে বললো হ্যাঁ। এক দৌড়ে ভিজে ওদের বাসার ভিতরে গেলাম ফোনে কথা বলতে বলতে। ভিতরে ঢুকতেই ফোন কানে ধরে আমাকে দেখছে অবাক দৃষ্টিতে। আমি কাছে গেলাম। বাসায় কেউ নেই ও একা। আমাকে তোয়ালে দিয়ে বিছানায় বসতে বললো। আমি বসলাম ও আমার পাশে বসে চুপ করে দুহাত দিয়ে মুখটা ঘুরে নিয়ে ঠোটে চুমা দিয়ে পাশের ঘরে চলে যায়। বৃষ্টি থামলে আমি চলে আসি।
বিষয়: বিবিধ
১১৪৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন