»কি হলো নাস্তিক লতিফ সিদ্দিকীর«
লিখেছেন লিখেছেন Md. Ziaur rahman ১১ অক্টোবর, ২০১৪, ০২:৫৭:১৭ দুপুর
বাংলার নাস্তিক লতিফ সিদ্দিকীকে হজ্ব ও নবী সম্পর্কে বাজে মন্তব্য করার কারনে মন্ত্রীত্ব থেকে অপসারনের কথা শুনেছিলেন সকলেই, আবার দল থেকেও অপসারনের কথা সবারি জানা আছে নিশ্চয়। আর সকলের এ বিষয়ে জানাটাই স্বাভাবিক কারন বর্তমান ভোটার বিহীন প্রধান মন্ত্রী জাতিসংঘ সফর শেষে দেশে ফিরে অনেকটা ঢাক ঢোল পিটিয়ে সংবাদ সম্মেলন মাধ্যমে দেশের মানুষের নিকট এ বার্তা পৌছে দিয়েছিলেন। এখন পর্যন্ত তাকে অপসারন করা হয়েছে কি? যদি ধরে নেই অপসারন করেছেন তাহলে এই অপসারনই কি তার একমাত্র শাস্তি? আরে বাংলার জনগন বর্তমান ভোটার বিহীন হাসিনার সরকার আমাদের কে কাঠের পুতুল মনে করছে আর আমরা তার ইশারায় নিলর্জের মতো নাচছি। প্রতিবাদ করার ক্ষমতা যদি না থাকে তাহলে সকলে মিলে চলেন না যাই হিজরা পল্লীতে। এ ধরনের ঘটনা আমি অথবা আপনি করলে এতক্ষন কোথায় থাকতে হতো তা নিশ্চয় সকলের জানা আছে। তাই আসুন না সকলে মিলে শপথ নেই অন্যায়ের প্রতিবাদ করে ১দিন বাঁচব কিন্তু মুখ বন্ধ করে ১০০ বছর বাঁচতে চাই না।
বিষয়: বিবিধ
৯৭৫ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন