»আর কত ঈদ অতপর«
লিখেছেন লিখেছেন Md. Ziaur rahman ০৮ অক্টোবর, ২০১৪, ১০:৩৬:০০ রাত
ঈদ পার হয়ে গেল অথচ বিএনপির আন্দোলনে নামার কোন ভূমিকা চোখে পড়ছে না। যার কারনে দেশের সাধারন জনগন বিএনপিকে মনে প্রানে ঘৃনা করা শুরু করেছে রীতি মতো। দেশের যে কোন জায়গায় চা ষ্টলে বসলেই মানুষের মুখে বিএনপির সমালোচনা ছাড়া আর কিছুই শোনা যায়না। দলের তৃনমূলের নেতা কর্মীরা হতাশায় ভুগছেন সেন্টাল নেতাদের কীর্তিকলাপ দেখে। কারন এই সব নেতারা টকশোতে আর পার্টি অফিসে বসে মুখের বুলি দিয়ে হাসিনার সরকারকে বিদায় করতে চায়। আর হাসিনার সরকার খুব ভাল করে বুঝে নিয়েছে বিএনপির সেন্টাল নেতারা মুখ দিয়ে যা বলে তা করার ক্ষমতা নেই। আর এ সব কথা উঠবে না কেন বিএনপি এত দিন বলেছে ঈদের পর কঠোর আন্দোলনের মাধ্যমে সরকারকে বিদায় করা হবে। সেই ঈদটা কোন সালের কোন ঈদ তা দেশের মানুষ বুঝতে পারছে না।
বিষয়: বিবিধ
১১৩১ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনি কি মনে করেন বাংলাদেশে আর কোন ঈদ আসবেনা??
সেটা হলো শেখের বেটির জানাযার পরের ঈদ
মন্তব্য করতে লগইন করুন