........তোমার ইশারা ✔✔✔আব্দুর রহিম

লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ১৯ মে, ২০১৫, ১০:০২:১১ রাত



সৃষ্টির প্রসংশা করার জন্য লোকের অভাব নেই! সৃষ্টিকর্তার প্রসংশা করতে বললেই যত অযুহাত বিশ্বাস অবিশ্বাসের মহা প্রলয় মানুষের মনে.....!!! আমরা কি পারিনা আমাদের মনকে একটু প্রসারিত করতে? আমরা কি পারিনা মহান সৃষ্টিকর্তার প্রসংশা সহকারে ইবাদত করতে? আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন। আমিন।

Rose Rose Rose Rose Rose Rose Rose Rose Rose

আল্লাহ তোমার নেই তুলনা

তুমি একক তুমি দয়াময় ,

তোমার ইশারা ছাড়া হয়না

কোন সৃষ্টি , কোন প্রলয় !

Rose Rose Rose Rose Rose Rose Rose Rose Rose

তোমার সৃষ্টি কত সুন্দর

ফুল ফসলে ভরা ,

সৃষ্টির প্রতি প্রান্তে অবিরল

রয়েছে তোমার পাহারা ।

Rose Rose Rose Rose Rose Rose Rose Rose Rose

সৃষ্টিতে কোন সৃষ্টিই তোমার

আহার মুক্ত নয় ,

আল্লাহ তুমিই দিয়েছ

আহার সকল সৃষ্টিকে অবলিলায় ।

Rose Rose Rose Rose Rose Rose Rose Rose Rose

তোমার কাছে অভাব নেই

তুমিই রিযিক দাতা এক মাত্র ,

আমরা মালিক নয় কোন

কিছুর , তুমিই মালিক একছত্র ।

Rose Rose Rose Rose Rose Rose Rose Rose Rose

তোমার দেয়া ঋণ পারবনা

সোধ করতে , ক্ষমা কর হে দয়াময় ,

তোমার দয়া ছাড়া নেই

কোন কিছুর জয় ।

Rose Rose Rose Rose Rose Rose Rose Rose Rose

তোমার দয়ার প্রসংশা করতে

শিখিয়েছে আমাদের আল কোরআন ,

তোমার প্রসংশা সহ নামাজ পড়ে জানাই চাওয়া ও গুনা মাফের আহবান ।

Rose Rose Rose Rose Rose Rose Rose Rose Rose

নামাজ পড়ার নিয়ম জেনেছি

মোহাম্মদ ( সাঃ ) এর কথায় ,

মোহাম্মদ ( সাঃ ) রবে চিরকাল

আমাদের অন্তরের ভালোবাসায় ।।

বিষয়: বিবিধ

১২০২ বার পঠিত, ২৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

321095
১৯ মে ২০১৫ রাত ১০:১৬
আবু তাহের মিয়াজী লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু । খুব ভালো হয়েছে......
জাযাকাললাহ.......।
১৯ মে ২০১৫ রাত ১০:৪০
262219
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ওয়ালাইকুম সালাম ওয়ারাহামতুল্লাহি ওয়াবারাকাতুহু। মন্তব্যে প্রথম হবার জন্য আন্তরিক শুভেচ্ছা। অনুভূতি রেখে যাবার জন্য অসংখ্য ধন্যবাদ।
321098
১৯ মে ২০১৫ রাত ১০:৩১
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : মাশ আল্লাহ, খুব সুন্দর হয়েছে, ভালো লাগলো.....
২০ মে ২০১৫ রাত ১২:২৪
262233
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ধন্যবাদ আপনাকে.... আপনার উপস্থিতিও ভালোলাগা আগামীর অনুপ্রাণা।
321105
১৯ মে ২০১৫ রাত ১১:৪৬
আবু জান্নাত লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ভাই, খুব ভালো লেগেছে, ধন্যবাদ।
২০ মে ২০১৫ রাত ১২:২৫
262234
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ওয়ালাইকুম সালাম ওয়ারাহামতুল্লাহি ওয়াবারাকাতুহু। অনুভূতি জানাবার জন্য ধন্যবাদ।
321115
২০ মে ২০১৫ রাত ০১:১৬
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামু আলাইকুম।

এই সুন্দর ফুল, সুন্দর ফল

মিঠা নদীর পানি

খোদা তোমার মেহেরবানী!

আপনার কবিতা পড়ে এই হামদের কথা মনে পড়ে গেলো!

জাযাকাল্লাহু খাইর! শুভকামনা ও দোআ রইলো! Good Luck
২০ মে ২০১৫ সকাল ১১:৩০
262296
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ওয়ালাইকুম সালাম ওয়ারাহামতুল্লাহি ওয়াবারাকাতুহু। আসলে খুবই দূর্বল মানুষের সৃতি শক্তি!! একটা কিছু দেখলে শুনলে অন্য আর একটি মনে পড়ে.....!
আল্লাহর কোন দূর্বলতা নেই, আল্লাহ সবকিছুর জ্ঞান রাখতে সক্ষম।
২০ মে ২০১৫ সকাল ১১:৩৯
262299
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আপনার জন্যও শুভকামনা ও দোয়া রহিলো, মন্তব্যের জন্য ধন্যবাদ।
321123
২০ মে ২০১৫ রাত ০১:৪৬
আহসান সাদী লিখেছেন : এটা কি হামদ আকারে লেখা হয়েছে না কবিতা আকারে?

যাইহোক, আমার মনে হলো এতে সুর সংযোজন করতে পারলে ভালো লাগবে।
২০ মে ২০১৫ সকাল ১১:৪৯
262302
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : হামদ বা কবিতা নয়! ছন্দের মিল রেখে লিখার চেষ্টা করেছি মাত্র। আমি কোন গায়ক বা সুরকার নয় যদি হতাম সুর দেবার চেষ্টা করে দেখতাম....। ধন্যবাদ মূল্যাবান অনুভূতি জানিয়ে যাবার জন্য। শুভকামনা রহিলো।
321143
২০ মে ২০১৫ রাত ০৪:৫৬
কাহাফ লিখেছেন :
স্বীয় নির্বুদ্ধিতার জন্যেই মানুষ সৃষ্টিকর্তা আল্লাহ কে ভূলে অনিন্দ্য সুন্দর তাঁর সৃষ্টির প্রশংসায় মেতে উঠে আর ভূলে যায় মহান রবের কথা!
আল্লাহ হেদায়েত দান করুন মানুষ কে!
২১ মে ২০১৫ রাত ০২:৫৩
262545
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আমিন।
321151
২০ মে ২০১৫ সকাল ১০:৫৩
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : মাশাআল্লাহ! খুবই ভাল লাগল। লেখনি চালিয়ে যান..আমরা আছি আপনাদের সাথে
২১ মে ২০১৫ রাত ০২:৫৪
262546
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ধন্যবাদ, সাথে থাকার অঙ্গীকারে....।
321485
২১ মে ২০১৫ রাত ০২:৩৪
আফরা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু । খুব ভালো হয়েছে.....ধন্যবাদ ভাইয়া /ভাবি
২১ মে ২০১৫ রাত ০২:৫৫
262547
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ওয়ালাইকুম সালাম ওয়ারাহামতুল্লাহি ওয়াবারাকাতুহু। ধন্যবাদ অনুভূতি পেশ করার জন্য।
২১ মে ২০১৫ দুপুর ১২:৫৬
262611
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : আপনাকে স্বাগতম।
২১ মে ২০১৫ দুপুর ০৩:০২
262656
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : যেখানে পাওয়ার কথা সেখানে না পেলেও জবাব পেয়েছি আপনার! আপনাকে ধন্যবাদ। @মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম
321566
২১ মে ২০১৫ দুপুর ০১:২১
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু!

তোমার দেয়া ঋণ পারবনা

সোধ করতে , ক্ষমা কর হে দয়াময় ,

তোমার দয়া ছাড়া নেই

কোন কিছুর বিজয়।
জয় আমাদের ভাষা নয়। আমাদের ভাষা বিজয়। পারলে এডিট করে ঠিক করে দিন ভাইয়া।
সুন্দর ও সাবলীল ভাষায় মহান আল্লাহর প্রশংসা বাক্য লেখায় মহান আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন। আমিন।
২১ মে ২০১৫ দুপুর ০২:৩৭
262649
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ওয়ালাইকুম সালাম ওয়ারাহামতুল্লাহি ওয়াবারাকাতুহু। আপনার প্রতি শ্রদ্ধা রেখে বলছি!! শব্দটিতে আপনি রাজনীতি খূঁজতে গিয়েছেন......!
বাংলা ভাষায় পরাজয় এর বিপরীত শব্দ জয়, বিজয়। দুটোই ব্যবহার করা যায়। তার পরও যদি শব্দগত কারনে ইসলামীক কোন রিতিনিতি বা মৌলিক কোন কিছুর সাথে সাংঘর্ষিক হয় এডিট করে দেব। এ রকম কিছু থাকলে জানাবেন। ঘটন মুলক সমালোচনাময় মন্তব্যের জন্য ধন্যবাদ।
১০
322758
২৬ মে ২০১৫ রাত ১১:১৮
কুয়েত থেকে লিখেছেন : খুব ভালো লেগেছে,আপনাকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ
২৭ মে ২০১৫ রাত ১২:৪০
263935
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আপনাকেও অসংখ্য ধন্যবাদ, পুরনো লেখাতে এসে মন্তব্য করার জন্য।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File