........তোমার ইশারা ✔✔✔আব্দুর রহিম
লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ১৯ মে, ২০১৫, ১০:০২:১১ রাত
সৃষ্টির প্রসংশা করার জন্য লোকের অভাব নেই! সৃষ্টিকর্তার প্রসংশা করতে বললেই যত অযুহাত বিশ্বাস অবিশ্বাসের মহা প্রলয় মানুষের মনে.....!!! আমরা কি পারিনা আমাদের মনকে একটু প্রসারিত করতে? আমরা কি পারিনা মহান সৃষ্টিকর্তার প্রসংশা সহকারে ইবাদত করতে? আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন। আমিন।
আল্লাহ তোমার নেই তুলনা
তুমি একক তুমি দয়াময় ,
তোমার ইশারা ছাড়া হয়না
কোন সৃষ্টি , কোন প্রলয় !
তোমার সৃষ্টি কত সুন্দর
ফুল ফসলে ভরা ,
সৃষ্টির প্রতি প্রান্তে অবিরল
রয়েছে তোমার পাহারা ।
সৃষ্টিতে কোন সৃষ্টিই তোমার
আহার মুক্ত নয় ,
আল্লাহ তুমিই দিয়েছ
আহার সকল সৃষ্টিকে অবলিলায় ।
তোমার কাছে অভাব নেই
তুমিই রিযিক দাতা এক মাত্র ,
আমরা মালিক নয় কোন
কিছুর , তুমিই মালিক একছত্র ।
তোমার দেয়া ঋণ পারবনা
সোধ করতে , ক্ষমা কর হে দয়াময় ,
তোমার দয়া ছাড়া নেই
কোন কিছুর জয় ।
তোমার দয়ার প্রসংশা করতে
শিখিয়েছে আমাদের আল কোরআন ,
তোমার প্রসংশা সহ নামাজ পড়ে জানাই চাওয়া ও গুনা মাফের আহবান ।
নামাজ পড়ার নিয়ম জেনেছি
মোহাম্মদ ( সাঃ ) এর কথায় ,
মোহাম্মদ ( সাঃ ) রবে চিরকাল
আমাদের অন্তরের ভালোবাসায় ।।
বিষয়: বিবিধ
১২০২ বার পঠিত, ২৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জাযাকাললাহ.......।
এই সুন্দর ফুল, সুন্দর ফল
মিঠা নদীর পানি
খোদা তোমার মেহেরবানী!
আপনার কবিতা পড়ে এই হামদের কথা মনে পড়ে গেলো!
জাযাকাল্লাহু খাইর! শুভকামনা ও দোআ রইলো!
আল্লাহর কোন দূর্বলতা নেই, আল্লাহ সবকিছুর জ্ঞান রাখতে সক্ষম।
যাইহোক, আমার মনে হলো এতে সুর সংযোজন করতে পারলে ভালো লাগবে।
স্বীয় নির্বুদ্ধিতার জন্যেই মানুষ সৃষ্টিকর্তা আল্লাহ কে ভূলে অনিন্দ্য সুন্দর তাঁর সৃষ্টির প্রশংসায় মেতে উঠে আর ভূলে যায় মহান রবের কথা!
আল্লাহ হেদায়েত দান করুন মানুষ কে!
তোমার দেয়া ঋণ পারবনা
সোধ করতে , ক্ষমা কর হে দয়াময় ,
তোমার দয়া ছাড়া নেই
কোন কিছুর বিজয়।
জয় আমাদের ভাষা নয়। আমাদের ভাষা বিজয়। পারলে এডিট করে ঠিক করে দিন ভাইয়া।
সুন্দর ও সাবলীল ভাষায় মহান আল্লাহর প্রশংসা বাক্য লেখায় মহান আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন। আমিন।
বাংলা ভাষায় পরাজয় এর বিপরীত শব্দ জয়, বিজয়। দুটোই ব্যবহার করা যায়। তার পরও যদি শব্দগত কারনে ইসলামীক কোন রিতিনিতি বা মৌলিক কোন কিছুর সাথে সাংঘর্ষিক হয় এডিট করে দেব। এ রকম কিছু থাকলে জানাবেন। ঘটন মুলক সমালোচনাময় মন্তব্যের জন্য ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন