নতুন : বিয়ে করার পর যে বিষয় গুলো নিয়ে পরিবারে প্রাথমিক অশান্তি সৃষ্টি হয় তার কয়েকটি কারণ:- আব্দুর রহিম+নুর আয়শা
লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ০৭ সেপ্টেম্বর, ২০১৪, ১১:৩১:৩২ রাত
প্রতিবাদ শুধু গালাগালি নয় সুন্দর সুস্থ ভাষায় প্রতিবাদের মাধ্যমে সামনে এগিয়ে যাওয়ায় হোক লক্ষ্য, আমাদের ব্লগিং কেবল পরিবারের শান্তি বজায় রাখার চেষ্টায় দৃঢ় সংকল্পবদ্ধ। আমরা মনে করি যে কোন সমস্যা আলোচনার মাধ্যমে সমজোতায় আসা অসম্ভব ব্যাপার নয়।
উগ্রতা ছেড়ে শান্ত মেজাজ নিয়ে আলোচনা করলে যে কোন সমস্যা সমাধান করা সম্ভব।
প্রতিটি পরিবারে সমস্যা আছে এবং থাকবে...! আলোচনার মাধ্যমে সমাধান ও হবে......
মনে রাখতে হবে... সমস্যা মানে সুযোগের অন্তরালে কাউকে হারিয়ে দিয়ে জিতে নেবার একমুখী চিন্তা নয়...!
বেশির ভাগ পরিবারের মূল সমস্যা হল একমুখী জিতার দৃঢ় মানসিকতা! জিতার মানসিকতা মানুষের ভেতরে প্রাকৃতিকভাবে বিদ্যমান, জিতার মানসিকতাকে নিজের ভেতরে অধিক প্রশ্রয় দেয়া সংসারের অন্য সদস্যের অধিকার হরণে অত্যন্ত সহায়ক ব্যাধি!
তাই সংসারের শান্তির জন্য পরিবারের প্রতিটি সদস্যের অধিকার সচেতন হওয়া অত্যন্ত জরুরী! সংসারে নিজের অধিকার যেমন আছে ঠিক পরিবারের অন্য সদস্যের অধিকার আছে, যে যার. যার অবস্থান থেকে অধিকার দেয়া এবং নেয়ার ব্যপারে সংকল্পবদ্ধ হতে পারলে পরিবারে শান্তি বজায় থাকে।
নতুন বিয়ে করার পর যে বিষয় গুলো নিয়ে পরিবারে প্রাথমিক অশান্তি সৃষ্টি হয় তার কয়েকটি কারণ:-
১/ দুই পরিবার থেকে অতিথি আসা যাওয়ার পাককালে মেহমানদারির ভুলত্রুটি! ভুলত্রুটি নিয়ে রাগ বিরাগ, খোচা মেরে কথা বলা..! কথা থেকে শুরু হয় হিংসা প্রতিহিংসা।
২/ (ভাবনা) যার যার অবস্থান থেকে নিজেদেরকে নিজেরা ভাবতে থাকে আমরা ভুলের উর্ধ্বে...! তুচ্ছ ঘটনাকে বড় করে দেখে অহংকার করে উভয়ের পক্ষের লোকজন! এর পরিপেক্ষিতে সমজোতা মনস্ক আলোচনা বাদ দিয়ে উগ্র মেজাজে নিজেদের শ্রেষ্ঠ প্রমানের চেষ্টা...।
৩/ দুইটি পরিবারের ভুল বুঝাবুঝির প্রভাব নতুন বিবাহিত দম্পতির উপর পড়ে, দুজন একে অন্যের প্রশ্নের মুখামুখী হয়, যার যার পরিবারকে যার যার অবস্থান থেকে বড় করে দেখানোর চেষ্টা করে......!! সেই চেষ্টার তর্কবিতর্ক দুজনের মাঝে হিংসা সৃষ্টি করে, হিংসা থেকে কি হয় কম বেশী সবারই জানা...।
৪/ চারদিকে হিংসা প্রতিহিংসার ভিড়ে কোন কিছু আদান প্রদানের ক্ষেত্রেও দেখা যায় কম দিয়েছে, বেশি দিয়েছে, ছোট দিয়েছে, খারাপ দিয়েছে ইত্যাদি ইত্যাদি পরিবারে আলোচনা হয়!! আলোচনার প্রভাব নতুন দম্পতির উপর পড়তে বাধ্য।
বিঃদ্রঃ আমরা সংসারে অশান্তি সৃষ্টির কারন গুলো জানতে পারলে তবেই অশান্তি দূর করার জন্য পদক্ষেপ নিতে পারব, আমরা শান্তিময় সমাজ গড়ার জন্য অশান্তির কারন জানব এবং শান্তিময় পরিবার গঠনে নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখব..... ইনশাআল্লাহ।
বাকিটুকু অন্য একদিন....
বিষয়: বিবিধ
১২৪৮ বার পঠিত, ২৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
নতুন দম্পত্তিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ন উপদেশমূলক পোষ্টটির জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি।
মন্তব্য করতে লগইন করুন