বাতাসের উপহাস -এম মিজান রহমান

লিখেছেন লিখেছেন এম মিজান রহমান ২৮ সেপ্টেম্বর, ২০১৪, ০১:৩৬:২২ রাত

বাতাসের উপহাস

এম মিজান রহমান

কাশবনের ফুলের এখন আর

আসল রূপ নেই

সেখানে শকুনেরা ব্যবচ্ছেদ করে

একটা মৃতদেহের নিমিষেই ।

আছে দূগর্ন্ধ ;

বারুদের ন্যায় অন্তরালে আছে

একটা মাথার খুলি অহরহ

কাক আর শকুনের

মিলনমেলা সেখানে

কাশফুল ভাটঁফুল ঘাসফুল

সবই ক্রন্দিছে যেখানে ।

এ কোন থাবা ?

জলাশয়ের কচুরিপানায়

লেগে আছে

টাটকা খুনের লাভা ;

মাছরাঙ্গাটাও এখন সেখানে

টোপ না দিয়ে আনমনে

চেয়ে থাকে সেই লাভার দিকে

নিভৃতে উপহাসে

বাতাস হয়ে যায় ফিকেঁ ।।

_________________________

বিষয়: সাহিত্য

৫৭২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File