অবাক!

লিখেছেন লিখেছেন বিদ্রোহী কবি ২৮ সেপ্টেম্বর, ২০১৪, ০২:২৬:৫৭ রাত

একি, শুনে আমি তো অবাক!

কি যেন নাম তার? সবাক,

এ কি শুনলাম আরেক নাস্তিক!

নামটাই মনে নেই, ও জেবতিক,

মুক্তিযুদ্ধার সনদ পাওয়া, এরাও আমার দলে?

নকল সনদ দিলো কে? কোন চেতনার বলে?

না কি এখন মাল পানি শেষ?

তাই শুরু গোল মাল?

তাই তো দেখি চেয়ার উড়ে,

আর লাল পানির খাল।

না কি এখন জমির চাচাই এসব নাটের গুরু

চেতনা বাজার মন্দা বলে আরেক নাটক শুরু?

শেষ তক সেই আসীফ দিল থাবার আসল খবর

চুপ থাক নব মুক্তিযুদ্ধা! এই মুহুর্তে সবর।

এখন তোদের শুভ সময়, দিসনে তাদের বাঁশ,

থাবার মতোই মিলবে তোদের শোক প্রস্তাব পাস।

বিষয়: সাহিত্য

৯৬৩ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

269391
২৮ সেপ্টেম্বর ২০১৪ রাত ০২:৫৫
সুশীল লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
269447
২৮ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৯:১০
শেখের পোলা লিখেছেন : শাব্বাস!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File