ফিলিস্তিনে ইসরাইলি হামলাঃ দেশ দখল, নাকি প্রজন্ম ধ্বংস!
লিখেছেন লিখেছেন সত্যকবি ১৮ জুলাই, ২০১৪, ০৮:১৩:২৯ রাত
অদ্যাবধি ফিলিস্তিনে ইসরাইলি হামলার যতগুলো ছবি দেখলাম, তার বেশিরভাগ ছবিতেই ভিকটিম হচ্ছে শিশুরা! যাদের বয়স ১-১৩ এর মধ্যে! ইসরাইল বলছে তারা সন্ত্রাসী দমন করতে গাজায় হামলা করছে, কিন্তু সেখানে তারা হত্যা করছে অবুঝ শিশুদের! এই ফুটফুটে মাসুম বাচ্চারা কি সন্ত্রসী!
কোথায় আজ ইউনাইটেড নেশন?
কোথায় আজ Save the children USA?
কোথায় আজ মানবাধিকার?
মুসলমানদের কোন মানবাধিকার থাকতে নেই?
আসলেই জাতিসংঘ, ইউএসএ সহ সকল পরাশক্তি ইসলামের বিপক্ষে একজোট!
শুধু আমাদের মুসলমানের একতা আজ হারিয়ে গেছে!
ইসরাইল আসলে এই একই বয়সের শিশুদের হত্যা করে আগামী ১০ বছরের মধ্যে ফিলিস্তিনের পূর্ণ দখল নিতে চায়!
তারা চায় ফিলিস্তিনের একটা প্রজন্ম ধ্বংস করে দিতে!
আর এভাবেই ওরা চায় ইসলাম ধ্বংস করতে!
কিন্তু তারা জানেনা,
ইসলাম ধ্বংস হওয়ার মত কিছু নয়!
বিষয়: আন্তর্জাতিক
৮২৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন