স্বর্গের গন্তব্যে সাদা রঙের ট্রেনটি !!!

লিখেছেন লিখেছেন ইমরোজ ১৮ জুলাই, ২০১৪, ০৮:১০:০৩ রাত

লোকাল ট্রেনটি মাঝে মাঝে একেকটা ষ্টেশনে থামছে আর যাত্রীরা উঠানামা করছে । নেমে যাওয়া যাত্রীদের জন্য একই বগির কিছু সহযাত্রী ক্ষণিকের জন্য হা হুতাশ করছে, কিন্তু ট্রেনটি চলতেই তাদের বায়বীয় কষ্ট গুলো দ্রুতই উবে যাচ্ছে । সব ভুলে তারা আবার আপনা বগিতে নতুন পরিকল্পনায় ।

এই ট্রেনে চেপে কতগুলো ষ্টেশন পার হয়েছি আজ তা ধুসর মলিন স্রিতি । আর সবার মত আমারও জানা নেই কোন ষ্টেশনে আমার গন্তব্য । টিকেটের গায়ে গন্তব্য স্টেশনটার নাম লেখা আছে বটে, তবে তা দুর্বোধ্য ,পড়বার সামর্থ্যের বাইরে । অবশ্য যার নামবার সময় হচ্ছে টিকেট চেকার তাকে জানান দিয়ে যাচ্ছে ...... কখনওবা অনেক আগেভাগে, কখনওবা ঠিক পৌঁছার আগ মুহূর্তে । যারা নেমে যাচ্ছে তারা ঠিক কোথায় যাচ্ছে তা জ্ঞানের অভাবে নিশ্চিত করে বলতে পারছি না । শুনেছি দি ষ্টেশন মাস্টারের অন্ধকার স্যাঁতসেঁতে ওয়েটিং রমে রুমালে নাকে চেপে অসহায়ের মত তারা অপেক্ষমান । তিনি এসে ঠিক করবেন, কে সাদা শীততাপনিয়ন্ত্রিত ট্রেনে উঠবেন আর কে কাল (ব্যাখ্যাতীত ভয়ংকর) ট্রেনে !!!!

অথচ এই ক্ষণিকের লোকাল ট্রেনে উঠবার পর নামবার কথা এর আগে এত গভীরভাবে মনে করার সময় হয়নি । উঠবার পর থেকেই মগ্ন ছিলাম সুলভ থেকে কিভাবে শোভনে যাব, তারপর শোভন থেকে এসির প্রথম শ্রেণীর কামরায় ?? তাই ভেবে আর রিপুর তাড়নায় পরাস্ত হয়ে দিবা নিশি প্রতিনিয়ত ছুটেছি ভোগের পরিকল্পনার দৌড়ে আর বাড়তি ভাড়ার টিকেটের অর্থের খোঁজে ।

ইদানিং টিকেট চেকারকে আমার বগিতে প্রায়শই আসতে দেখি । অসহায় বোধ করি ।

আমার বগির চেনা যাত্রীগুলো একে একে সব মলিন মুখে নেমে যাচ্ছে । যাওয়ার আগ মুহূর্তে তাদের উৎকণ্ঠা দেখে আমি নিজেও অসহায় বোধ করি ।

নিজেকে আমতা আমতা করে জিজ্জেস করি সাদা ট্রেনে উঠবার ভাড়া আদৌ কি আমার আছে ???

সামনেই আরেকটি স্টেশন ; বাতাসে কর্পূরের গন্ধ । রেল লাইনের অপারের দূর অজানা থেকে কে যেন বিষণ্ণ সুরে গাইছে

"একদিন মাটির ভিতরে হবে ঘর -

ও মন আমার, , ,

কেন বাধ দালান ঘর??"

বিষয়: বিবিধ

১১৪২ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

245827
১৮ জুলাই ২০১৪ রাত ০৯:৪৯
বাজলবী লিখেছেন : দুনিয়ার তুলনায় অাখেরাতকে প্রাধান্য দিতে হবে।যেমন বরফ বিক্রেতার বরফ গলার অাগে। জাযাক অাল্লাহ খাইর।
১৮ জুলাই ২০১৪ রাত ১০:০৮
190887
ইমরোজ লিখেছেন : আললাহতালা আমাদেরকে তাই করবার শক্তি দিন । ধন্যবাদ আপনাকে ।
245882
১৯ জুলাই ২০১৪ রাত ১২:৪৭
কর্ণেল কুতাইবা লিখেছেন : মাশাল্লাহ। ধন্যবাদ
২০ জুলাই ২০১৪ বিকাল ০৫:৩১
191209
ইমরোজ লিখেছেন : ধন্যবাদ Happy
246354
২০ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৭:১৬
আফরা লিখেছেন : দুদিনের দুনিয়ার লোভে আমাদের যে একদিন মটির অন্ধকার কবরে যেতে হবে সেটা ভুলেই যাই। আপনার লেখা পড়ে মনে একটু হলেও ভাবনার উদয় হলো তার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ ।
২১ জুলাই ২০১৪ রাত ০৯:৪৯
191669
ইমরোজ লিখেছেন : আপনাকেও অশেষ ধন্যবাদ ।।
246580
২১ জুলাই ২০১৪ সকাল ০৫:০১
ভিশু লিখেছেন : সিমপ্লি অসাধারণ!
খুব, খুবি ভালো লাগ্লো আমার...Happy Good Luck
অনেক শুভেচ্ছা ও শুভকামনা জানবেন!
২১ জুলাই ২০১৪ রাত ০৯:৫৪
191671
ইমরোজ লিখেছেন : আমার বাবা (৬৫) খুবই অসুস্থ । কোলন ক্যানসার .।.।। স্টেজ- ৪ । ডাক্তাররা উনার লাইফ এক্সপেন্টেসি ৩ থেকে ৬ মাস মনে করছেন । এই লেখাটা উনাকে মনে করেই ।
256061
১৯ আগস্ট ২০১৪ রাত ০৯:৪১
মামুন লিখেছেন : " নিজেকে আমতা আমতা করে জিজ্জেস করি সাদা ট্রেনে উঠবার ভাড়া আদৌ কি আমার আছে ???"- একেলা বসে ভাবছি, আসলেই কি সেই যোগ্যতা আমার হয়েছে? ধন্যবাদ এমন একটি পোষ্ট উপহার দেবার জন্য। Happy

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File