রোযা, ঈদ, লাইলাতুল কদর ও আরাফার দিন সহ চাঁদ নির্ভর প্রতিটি ইবাদাতে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বারের বা দিনের ভিন্নতা কেন? কুরআন, সুন্নাহ্, ফিক্হ ও জ্যোতির্বিজ্ঞান কী বলে? ১০ম অংশ
লিখেছেন লিখেছেন হামজা ১৮ জুলাই, ২০১৪, ০৮:২২:১৭ রাত
আহবান
হে মুসলিমগন! সিয়াম পালন শুরু করার দিন এবং সিয়াম পালন বন্ধের দিনের ব্যাপারে ঐক্যবদ্ধ থাকার যে শরঈ বিধান রয়েছে তা বাস্তবায়নের জন্য আমরা আপনাদেরকে আহবান করছি। এই উপলক্ষ্যে আমরা আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছি মুসলিম উম্মাহর জন্য একজন খলীফা নিয়োগের দায়িত্বের ব্যাপারে যা আল্লাহ আমাদের উপর অর্পন করেছেন, যেই খলীফা আমাদের ভিন্নমত ও ভিন্ন অবস্হানকে এক করবেন, যিনি সমস্ত শরয়ী আহকাম বাস্তবায়ন করবেন, ইসলামের আহবানকে পৃথিবীতে ছড়িয়ে দিবেন এবং আল্লাহর বাণীকে সুউচ্চে তুলে ধরবেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন,
“হে ঈমানদারগন, যখন আল্লাহ ও তাঁর রাসূল এমন কোনো কিছুর দিকে তোমাদেরকে আহবান করেন যা তোমাদের মধ্যে জীবনের সঞ্চার করে তখন সেই আহবানে সাড়া দাও”। [(আনফাল ২৪)]
১ম অংশ: কিছু প্রশ্ন http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/9430/Hamza/48800
২য় অংশ: পবিত্র কুরআনের বক্তব্য http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/9430/Hamza/48868
৩য় অংশ: হাদীস শরীফের বক্তব্য http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/9430/Hamza/48879
৪র্থ অংশ: ফিকাহ এর সিদ্ধান্ত http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/9430/Hamza/48891
৫ম অংশ: ও, আই, সি (OIC) - এর সিদ্ধান্ত http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/9430/Hamza/48895
৬ষ্ঠ অংশ: বৃটেন ও কানাডার সমস্যা এবং মুফতি বৃন্দের ফাতওয়া http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/9430/Hamza/48901
৭ম অংশ: ভৌগোলিক জ্ঞান সংশ্লিষ্ট কিছু প্রশ্ন এবং তার জবাব http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/9430/Hamza/48916
৮ম অংশ: সারা পৃথিবীতে একই সময়ে নামাজের ওয়াক্ত হয়না তাহলে একই দিনে রমজান মাস শুরু হবে কিভাবে? http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/9430/Hamza/48934
৯ম অংশ: যারা নিজ নিজ দেশের চাঁদ অনুযায়ী রোজা ও ঈদ পালন করে থাকেন তাদের দলীল ও তাঁর জবাব http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/9430/Hamza/49494
১০মঅংশ: আহবান http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/9430/Hamza/49520
সম্পূর্ণ লেখা http://moonsighting.ucoz.com/Global_Moon_Sighting_by_Amir_Hamza_.pdf
বিষয়: বিবিধ
১৩৯৬ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এখানে *আমরা, **আপনাদের, ***আমাদের তিনটা শব্দে আমার একটু প্রশ্ন জেগেছে, তা –
“**আপনাদের” বলতে বুঝতে পারছি আমার মতন লোকদের এবং আপনি এবং আপনারা ছাড়া অন্য সকলকে, আশা করি এতে ভুল হয় নি।
“*আমরা” বলতে কারা? আপনারা কি প্রচলিত যে মাযহাব এর ভিত্তিতে দলগুলো রয়েছে এগুলোর কোনটার? নাকি আপনারা অন্য নিজেরা গবেষনা করে অনুসরন করছেন? আপনাদের এরকম কোন আইডেন্টিটি আছে যেরকম অন্যান্য মাযহায এর রয়েছে?
“***আমাদের” এক্ষেত্রে বলেছেন “আল্লাহ আমাদের উপর অর্পন করেছেন” – এই আমাদের এর ভিতর আমি সহ আমরা সকল মুসলমান বলে মনে হচ্ছে। না-কি অন্য কিছু?
মন্তব্য করতে লগইন করুন